লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 13 নভেম্বর : আরও পাঁচজনের ছবি প্রকাশ করল লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) ৷ সাধারণ মানুষের কাছে ওই পাঁচজনের পরিচয় জানানোর আর্জি জানিয়েছে তারা ৷ যে পাঁচজনের পরিচয় প্রকাশ করা হয়েছে, তারা লখিমপুর খেরিতে ওই ঘটনার সময় উপস্থিত ছিল বলে জানা গিয়েছে ৷
সিটের ঘোষণা, যাঁরা এই পাঁচজনের পরিচয় জানাবে, তাঁদের পরিচয় গোপন রাখা হবে ৷ আর পুরস্কারও দেওয়া হবে ৷ সিটের কার্যালয়ে গিয়ে বা ফোনেও এই কাজ করতে পারেন সাধারণ মানুষ ৷
প্রসঙ্গত, কৃষকদের বিক্ষোভকে কেন্দ্র করে অক্টোবরের গোড়ায় উত্তেজনা ছড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে ৷ সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর (Union Home MoS Ajay Mishra) ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে গাড়িতে পিষে চার কৃষকে মেরে ফেলার অভিযোগ ওঠে ৷
ওই ঘটনায় আরও চারজনের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে দু’জন বিজেপি (BJP) কর্মী ও একজন গাড়ি চালক ৷ অভিযোগ, তাঁদের কৃষকরা মারধর করে মেরে ফেলে ৷ ওই উত্তেজনার সময় এক সাংবাদিকও নিহত হন ৷
আরও পড়ুন : Nirmala Sitharaman : অর্থনীতির হাল ফেরাতে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন নির্মলা
এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি ৷ একের পর এক রাজনৈতিক নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদল সেখানে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে ৷ সমালোচনা শুরু হয় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের (Yogi Adityanath Government) বিরুদ্ধে ৷
পরে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল তৈরি করে যোগী সরকার ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় 13 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে আশিস মিশ্রও রয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র অবশ্য ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ৷
আরও পড়ুন : Narendra Modi : অর্থনীতিতে খুচরো বিনিয়োগ বৃদ্ধিতে দু’টি যোজনার সূচনা প্রধানমন্ত্রীর
তবে এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ চার্জশিট পেশ হওয়া পর্যন্ত শীর্ষ আদালতের তরফে তদন্তে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে অবসর নেওয়া একজন বিচারপতিকে ৷
কয়েকমাস পর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election) ৷ সেই নির্বাচনের আগে লখিমপুর খেরির ঘটনা স্বাভাবিক ভাবে হইচই ফেলে দিয়েছে ৷ বিরোধীরা এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ৷ অন্যদিকে এই ঘটনার জের যাতে ভোটে না পড়ে, সেদিকে নজর রয়েছে উত্তরপ্রদেশের শাসকদল ভারতীয় জনতা পার্টিরও ৷
আরও পড়ুন : Rahul Gandhi : মিস্টার 56 ভয় পেয়েছেন, চিন ইস্যুতে মোদিকে আক্রমণ রাহুলের