ETV Bharat / bharat

Tragedy in Secunderabad: ম্যানহোলে পড়ে গিয়েছিল দাদা, বাঁচাতে গিয়ে মৃত্যু নাবালিকা বোনের - to save elder brother

বৃষ্টির জেরে জলমগ্ন ছিল রাস্তা। দেখতে পায়নি খোলা ম্যানহোল ৷ বাড়ি ফেরার পথে ঘটে গেল অঘটন। দাদাকে বাঁচাতে গিয়ে ম্যানহোলে পড়ে মৃত্যু হল 11 বছরের বোনের ৷

Died in Fell into Manhole
বৃষ্টির জেরে জলমগ্ন ম্যানহোল
author img

By

Published : Apr 30, 2023, 9:33 AM IST

সেকেন্দ্রাবাদ, 30 এপ্রিল: প্রতিদিনের মতো দাদা ও বোন বাজারে গিয়েছিল ৷ বাড়ি ফেরার পথে ঘটল বিপত্তি! বৃষ্টির জেরে রাস্তাঘাট ছিল জলমগ্ন ৷ তারা বুঝতে পারেনি সামনেই অপেক্ষা করছে মরণফাঁদ। চলতে চলতে খোলা ম্যানহোলে পড়ে যায় দাদা ৷ দাদাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বোনের (11) ৷ শনিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের কালসিবস্তিতে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বোনের নাম মৌনিকা। শ্রীনিবাস এবং রেণুকার ছেলে কার্তিক, বোন মৌনিকাকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো বাজার করতে গিয়েছিল ৷ বাড়ি ফেরার পথে কার্তিক খোলা ম্যানহোলে পড়ে যাওয়ায় মৌনিকা তাকে বাঁচাতে যায় ৷ দাদাকে উপরে তুলে দিয়ে নিজে আর উঠতে পারে না ৷ তৎক্ষণাৎ কার্তিক বাড়িতে গিয়ে জানায় ৷ বেশ কিছুক্ষণ ধরে মৌনিকাকে উদ্ধারের চেষ্টা করেন বাবা-মা ও স্থানীয়রা। খুঁজে না-পাওয়ায় খবর দেওয়া হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

তারা তড়িঘড়ি এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় দুর্ঘটনাস্থল থেকে 500 মিটার দূরে মৌনিকাকে ম্যানহোল থেকে উদ্ধার করে। উদ্ধআর করে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সবশেষ। চিকিৎসকরা জানান নাবালিকার মৃত্যু হয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্বভাবতই মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে বাবা-মা ৷ মৃতের পরিবারের অভিযোগ, জিএইচএমসি কর্মীদের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ মামলা দায়ের করে তদন্তে নেমেছে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েছেন জিএইচএমসির মেয়র গাদওয়াল বিজয়লক্ষ্মী। পৌরসভার কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷

আরও পড়ুন: ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ শ্রীরামপুর, ট্রাফিক বুথে ভাঙচুর

একাধিকবার সতর্ক করেও কর্মকর্তাদের এহেন অবহেলা মেনেন নেবেন না বলে জানিয়েছেন মেয়র গাদওয়াল বিজয়লক্ষ্মী । তিনি কিশোরীর পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ অন্যদিকে, মৌনিকার মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিয়েছে হায়দরাবাদ মেট্রোপলিটন কর্তৃপক্ষও। ঘটনায় কাজের গাফলতির জন্য দুই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। জিএইচএমসি ভারপ্রাপ্ত আধিকারিক হরিকৃষ্ণকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, গত কয়েক দিন ধরে তেলঙ্গানায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। হায়দরাবাদের বেশ কয়েকটি জায়গায় লাল সতর্কতা জারি হয়েছে। তার মধ্যে এমন দুর্ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।

সেকেন্দ্রাবাদ, 30 এপ্রিল: প্রতিদিনের মতো দাদা ও বোন বাজারে গিয়েছিল ৷ বাড়ি ফেরার পথে ঘটল বিপত্তি! বৃষ্টির জেরে রাস্তাঘাট ছিল জলমগ্ন ৷ তারা বুঝতে পারেনি সামনেই অপেক্ষা করছে মরণফাঁদ। চলতে চলতে খোলা ম্যানহোলে পড়ে যায় দাদা ৷ দাদাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বোনের (11) ৷ শনিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের কালসিবস্তিতে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বোনের নাম মৌনিকা। শ্রীনিবাস এবং রেণুকার ছেলে কার্তিক, বোন মৌনিকাকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো বাজার করতে গিয়েছিল ৷ বাড়ি ফেরার পথে কার্তিক খোলা ম্যানহোলে পড়ে যাওয়ায় মৌনিকা তাকে বাঁচাতে যায় ৷ দাদাকে উপরে তুলে দিয়ে নিজে আর উঠতে পারে না ৷ তৎক্ষণাৎ কার্তিক বাড়িতে গিয়ে জানায় ৷ বেশ কিছুক্ষণ ধরে মৌনিকাকে উদ্ধারের চেষ্টা করেন বাবা-মা ও স্থানীয়রা। খুঁজে না-পাওয়ায় খবর দেওয়া হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

তারা তড়িঘড়ি এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় দুর্ঘটনাস্থল থেকে 500 মিটার দূরে মৌনিকাকে ম্যানহোল থেকে উদ্ধার করে। উদ্ধআর করে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সবশেষ। চিকিৎসকরা জানান নাবালিকার মৃত্যু হয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্বভাবতই মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে বাবা-মা ৷ মৃতের পরিবারের অভিযোগ, জিএইচএমসি কর্মীদের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ মামলা দায়ের করে তদন্তে নেমেছে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েছেন জিএইচএমসির মেয়র গাদওয়াল বিজয়লক্ষ্মী। পৌরসভার কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷

আরও পড়ুন: ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ শ্রীরামপুর, ট্রাফিক বুথে ভাঙচুর

একাধিকবার সতর্ক করেও কর্মকর্তাদের এহেন অবহেলা মেনেন নেবেন না বলে জানিয়েছেন মেয়র গাদওয়াল বিজয়লক্ষ্মী । তিনি কিশোরীর পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ অন্যদিকে, মৌনিকার মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিয়েছে হায়দরাবাদ মেট্রোপলিটন কর্তৃপক্ষও। ঘটনায় কাজের গাফলতির জন্য দুই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। জিএইচএমসি ভারপ্রাপ্ত আধিকারিক হরিকৃষ্ণকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, গত কয়েক দিন ধরে তেলঙ্গানায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। হায়দরাবাদের বেশ কয়েকটি জায়গায় লাল সতর্কতা জারি হয়েছে। তার মধ্যে এমন দুর্ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.