ETV Bharat / bharat

Manish Sisodia: সিসোদিয়াকে চাপ দিয়ে ভুল নথি সই করাতে চাইছে সিবিআই, অভিযোগ আপের - false charges by cbi claims aap

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপ নেতা মণীশ সিসোদিয়েকে গ্রেফতার করেছে সিবিআই ৷ আপের অভিযোগ সিবিআই জেরার নামে তাঁর উপর অত্যাচার চালাচ্ছে (Manish Sisodia arrested by CBI) ৷

ETV Bharat
মণীশ সিসোদিয়া
author img

By

Published : Mar 5, 2023, 9:24 PM IST

নয়াদিল্লি, 5 মার্চ: সিবিআই অত্যাচার চালাচ্ছে মণীশ সিসোদিয়ার উপর, তাঁকে চাপ দেওয়া হচ্ছে মিথ্যা অভিযোগ সম্বলিত কাগজে সই করার জন্য ৷ রবিবার এমনই অভিযোগ করেছেন আম আদমি পার্টি (আপ)-এর মুখপাত্র সৌরভ ভরদ্বাজ ৷ উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত 26 ফেব্রুয়ারি সিবিআই-এর হাতে গ্রেফতার হন মণীশ সিসোদিয়া ৷ তাঁর বিরুদ্ধে তদন্তে অসযোগিতার অভিযোগ এনেছে সিবিআই (Manish Sisodia in CBI Custody) ৷

গ্রেফতারির পর থেকে সিবিআই হেফাজতেই রয়েছেন সিসোদিয়া ৷ শনিবারই তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ 6 মার্চ পর্যন্ত বাড়িয়েছে আদালত ৷ গ্রেফতারির পর ইতিমধ্যেই দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন মণীশ সিসোদিয়া ৷ অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেছেন তিনি ৷ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন আর্থিক দুর্নীতির দায়ে জেলবন্দি আরেক আপ নেতা সত্যেন্দ্র জৈনও (AAP allegation against CBI) ৷

সিবিআই সূত্রে খবর, দিল্লির আবগারি নীতি নিয়ে যে আইনি পরামর্শ নিয়েছিল আপ সরকার, সেই সংক্রান্ত ফাইলের এখনও খোঁজ মেলেনি ৷ মণীশ সিসোদিয়াকে জেরা করে সেই ফাইলের সন্ধান পেতে চাইছেন সিবিআই তদন্তকারীরা ৷ রবিবার আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেন, "মণীশ সিসোদিয়াকে অত্যাচার করছে সিবিআই, তাঁর উপর চাপ দিয়ে ভুল নথিতে সই করানোর চেষ্টা চলছে ৷ কোনও প্রমাণ নেই সিবিআই'য়ের কাছে ৷ কোনও প্রমাণ তারা দেখাতেও পারেনি ৷ সিসোদিয়ার বাড়িতে হানা দিয়েও সিবিআই কিছু পায়নি ৷"

আরও পড়ুন: মণীশ সিসোদিয়ার গ্রেফতারি আগুনে ঘি! সিবিআই-ইডি নিয়ে বিরোধীদের চিঠি মোদিকে

আপের অভিযোগ, সিবিআই জিজ্ঞাসাবাদের নামে রোজ 8-9 ঘণ্টা ধরে বসিয়ে রেখে একই প্রশ্ন করে যাচ্ছে মণীশ সিসোদিয়াকে ৷ মানসিক হেনস্থা করা হচ্ছে তাঁকে ৷ বিচারক তাঁর উপর শারীরিক নির্যাতন, মানসিক চাপ দিতে নিষেধ করেছেন ৷ একই প্রশ্ন যাতে তাঁকে বারবার করা না-হয় সে নির্দেশও দিয়েছে আদালত ৷ কিন্তু সিবিআই এই নির্দেশ মানছে না বলে অভিযোগ আপ-এর ৷

নয়াদিল্লি, 5 মার্চ: সিবিআই অত্যাচার চালাচ্ছে মণীশ সিসোদিয়ার উপর, তাঁকে চাপ দেওয়া হচ্ছে মিথ্যা অভিযোগ সম্বলিত কাগজে সই করার জন্য ৷ রবিবার এমনই অভিযোগ করেছেন আম আদমি পার্টি (আপ)-এর মুখপাত্র সৌরভ ভরদ্বাজ ৷ উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত 26 ফেব্রুয়ারি সিবিআই-এর হাতে গ্রেফতার হন মণীশ সিসোদিয়া ৷ তাঁর বিরুদ্ধে তদন্তে অসযোগিতার অভিযোগ এনেছে সিবিআই (Manish Sisodia in CBI Custody) ৷

গ্রেফতারির পর থেকে সিবিআই হেফাজতেই রয়েছেন সিসোদিয়া ৷ শনিবারই তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ 6 মার্চ পর্যন্ত বাড়িয়েছে আদালত ৷ গ্রেফতারির পর ইতিমধ্যেই দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন মণীশ সিসোদিয়া ৷ অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেছেন তিনি ৷ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন আর্থিক দুর্নীতির দায়ে জেলবন্দি আরেক আপ নেতা সত্যেন্দ্র জৈনও (AAP allegation against CBI) ৷

সিবিআই সূত্রে খবর, দিল্লির আবগারি নীতি নিয়ে যে আইনি পরামর্শ নিয়েছিল আপ সরকার, সেই সংক্রান্ত ফাইলের এখনও খোঁজ মেলেনি ৷ মণীশ সিসোদিয়াকে জেরা করে সেই ফাইলের সন্ধান পেতে চাইছেন সিবিআই তদন্তকারীরা ৷ রবিবার আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেন, "মণীশ সিসোদিয়াকে অত্যাচার করছে সিবিআই, তাঁর উপর চাপ দিয়ে ভুল নথিতে সই করানোর চেষ্টা চলছে ৷ কোনও প্রমাণ নেই সিবিআই'য়ের কাছে ৷ কোনও প্রমাণ তারা দেখাতেও পারেনি ৷ সিসোদিয়ার বাড়িতে হানা দিয়েও সিবিআই কিছু পায়নি ৷"

আরও পড়ুন: মণীশ সিসোদিয়ার গ্রেফতারি আগুনে ঘি! সিবিআই-ইডি নিয়ে বিরোধীদের চিঠি মোদিকে

আপের অভিযোগ, সিবিআই জিজ্ঞাসাবাদের নামে রোজ 8-9 ঘণ্টা ধরে বসিয়ে রেখে একই প্রশ্ন করে যাচ্ছে মণীশ সিসোদিয়াকে ৷ মানসিক হেনস্থা করা হচ্ছে তাঁকে ৷ বিচারক তাঁর উপর শারীরিক নির্যাতন, মানসিক চাপ দিতে নিষেধ করেছেন ৷ একই প্রশ্ন যাতে তাঁকে বারবার করা না-হয় সে নির্দেশও দিয়েছে আদালত ৷ কিন্তু সিবিআই এই নির্দেশ মানছে না বলে অভিযোগ আপ-এর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.