ETV Bharat / bharat

চাহিদা বাড়ায় দাম বাড়ছে সোনা-রুপোর - সোনার দর

চাহিদা বাড়ছে ৷ তাই বাড়ছে সোনা ও রুপোর দাম ৷ মঙ্গলবার দিল্লিতে প্রতি কিলোগ্রাম রুপোর দাম বেড়েছে 2 হাজার 21 টাকা ৷ আর প্রতি 10 গ্রাম সোনার দাম বেড়েছে 333 টাকা ৷ আন্তর্জাতিক বাজারে বাড়ছে টাকার দরও ৷

silver-gains-nearly-rs-3000-per-kg-in-two-days
চাহিদা বাড়ায় দাম বাড়ছে সোনা-রুপোর
author img

By

Published : May 18, 2021, 6:24 PM IST

Updated : May 18, 2021, 7:51 PM IST

নয়াদিল্লি, 18 মে : ক্রমশ চাহিদা বাড়ছে রুপোর ৷ একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও ৷ শেষ দুই দিনে প্রতি কিলোগ্রাম রুপোর দাম বেড়েছে প্রায় 3 হাজার টাকা ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার দেশের রাজধানীতে প্রতি কিলোগ্রাম রুপোর দাম বেড়েছে 2 হাজার 21 টাকা ৷ তার একদিন আগে, অর্থাৎ সোমবারও প্রতি কেজিতে 936 টাকা বেড়েছে রুপোর দর ৷ সব মিলিয়ে বর্ধিত দামের পরিমাণ 2 হাজার 957 টাকা ৷ ফলে মঙ্গলবার দিল্লিতে এক কেজি রুপোর শেষ দাম ছিল 73 হাজার 122 টাকা ৷

অন্যদিকে, একইভাবে আরও মহার্ঘ্য হয়েছে সোনাও ৷ এদিন প্রতি 10 গ্রাম সোনার দাম বেড়েছে 333 টাকা ৷ ফলে প্রতি 10 গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে 47 হাজার 833 টাকায় ৷ সোমবারও বাজারে সোনার দাম বেড়েছিল ৷ প্রতি 10 গ্রামে দর বেড়েছিল 348 টাকা ৷

আরও পড়ুন : 2021’এ ভারতে 7.5% আর্থিক বৃদ্ধির পূর্বাভাস, সঙ্গে পতনের সতর্কতা রাষ্ট্রসঙ্ঘের

আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে 1 আউন্স সোনার দাম 1 হাজার 869 মার্কিন ডলার ৷ একই পরিমাণ রুপোর জন্য দিতে হচ্ছে 28.48 মার্কিন ডলার ৷ ডলারের দাম পড়ে যাওয়াতেই সোনার দাম বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ অন্যদিকে, পর পর টানা তিনদিন আন্তর্জাতিক বাজারে বেড়েছে ভারতীয় মুদ্রার দাম ৷

নয়াদিল্লি, 18 মে : ক্রমশ চাহিদা বাড়ছে রুপোর ৷ একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও ৷ শেষ দুই দিনে প্রতি কিলোগ্রাম রুপোর দাম বেড়েছে প্রায় 3 হাজার টাকা ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার দেশের রাজধানীতে প্রতি কিলোগ্রাম রুপোর দাম বেড়েছে 2 হাজার 21 টাকা ৷ তার একদিন আগে, অর্থাৎ সোমবারও প্রতি কেজিতে 936 টাকা বেড়েছে রুপোর দর ৷ সব মিলিয়ে বর্ধিত দামের পরিমাণ 2 হাজার 957 টাকা ৷ ফলে মঙ্গলবার দিল্লিতে এক কেজি রুপোর শেষ দাম ছিল 73 হাজার 122 টাকা ৷

অন্যদিকে, একইভাবে আরও মহার্ঘ্য হয়েছে সোনাও ৷ এদিন প্রতি 10 গ্রাম সোনার দাম বেড়েছে 333 টাকা ৷ ফলে প্রতি 10 গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে 47 হাজার 833 টাকায় ৷ সোমবারও বাজারে সোনার দাম বেড়েছিল ৷ প্রতি 10 গ্রামে দর বেড়েছিল 348 টাকা ৷

আরও পড়ুন : 2021’এ ভারতে 7.5% আর্থিক বৃদ্ধির পূর্বাভাস, সঙ্গে পতনের সতর্কতা রাষ্ট্রসঙ্ঘের

আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে 1 আউন্স সোনার দাম 1 হাজার 869 মার্কিন ডলার ৷ একই পরিমাণ রুপোর জন্য দিতে হচ্ছে 28.48 মার্কিন ডলার ৷ ডলারের দাম পড়ে যাওয়াতেই সোনার দাম বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ অন্যদিকে, পর পর টানা তিনদিন আন্তর্জাতিক বাজারে বেড়েছে ভারতীয় মুদ্রার দাম ৷

Last Updated : May 18, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.