নয়াদিল্লি, 17 মার্চ : ফের কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিলেন নভজ্যোত সিং সিধু (Navjot Sidhu embarrasses Congress) ৷ পঞ্জাবে কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে দলের অস্বস্তি বাড়িয়েছেন ৷ পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মানের হাত ধরে সীমান্তবর্তী ওই রাজ্যে মাফিয়া বিরোধী যুগ শুরু হল বলে তিনি দাবি করেছেন (Sidhu says New anti-Mafia era in Punjab starts after Bhagwant Mann takes charge as CM) ৷
তবে এই প্রথম নয়, এর আগেও কংগ্রেসের অন্দরে থেকেই দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে সিধুকে ৷ তিনি একসময় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ আবার ক্যাপ্টেনের পরে দায়িত্ব নেওয়া পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির সমালোচনা করেছেন তিনি ৷ এবার সরাসরি কংগ্রেসের সমালোচনা করেননি সিধু ৷ বরং আপের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে আসলে কংগ্রেসকেই বিঁধেছেন ৷
সিধু টুইটারে লিখেছেন, তাঁর বিশ্বাস পুনরুজ্জীবন ঘটিয়ে পঞ্জাবে মানুষের জন্য নীতি প্রণয়ন করবেন নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann) ৷ তাঁর (ভগবন্ত) উপর যে পাহাড় প্রমাণ আশা রয়েছে, তা পূরণ করতে পারবেন নতুন মুখ্যমন্ত্রী ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সিধু নিজেই একসময় আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) ছিলেন ৷ বিজেপি ছেড়ে তিনি ওই দলে যোগ দিয়েছিলেন ৷ পরে অরবিন্দ কেজরিওয়ালের দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন ৷ গত বছরের মাঝামাঝি তাঁকে পঞ্জাবে কংগ্রেসের সভাপতি করা হয় ৷ তার পরই ওই রাজ্যে কংগ্রেসের কোন্দল সামনে চলে আসে ৷
-
The happiest man is the one from whom no one expects … Bhagwant Mann unfurls a new anti - Mafia era in Punjab with a mountain of expectations …hope he rises to the occasion , brings back Punjab on the revival path with pro - people policies … best always
— Navjot Singh Sidhu (@sherryontopp) March 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The happiest man is the one from whom no one expects … Bhagwant Mann unfurls a new anti - Mafia era in Punjab with a mountain of expectations …hope he rises to the occasion , brings back Punjab on the revival path with pro - people policies … best always
— Navjot Singh Sidhu (@sherryontopp) March 17, 2022The happiest man is the one from whom no one expects … Bhagwant Mann unfurls a new anti - Mafia era in Punjab with a mountain of expectations …hope he rises to the occasion , brings back Punjab on the revival path with pro - people policies … best always
— Navjot Singh Sidhu (@sherryontopp) March 17, 2022
সিধু একবার ইস্তফা দিয়ে দেন সভাপতির পদ থেকে ৷ তার পরও তাঁকে পদে বহাল রাখা হয় ৷ তখন মনে করা হয়েছিল যে সিধুকে মুখ করে ভোটে লড়তে চাইছে কংগ্রেস ৷ কিন্তু ক্যাপ্টেনকে সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়া চন্নিকে সামনে রেখেই বিধানসভা ভোটে লড়াই করে কংগ্রেস ৷ যা নিয়ে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল ৷
শেষ পর্যন্ত ভোটের ময়দানে আপের কাছে পর্যুদস্ত হতে হয় কংগ্রেসকে ৷ হারের দায় নিয়ে সিধুকে পদত্যাগের নির্দেশ দেন সর্বভারতীয় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ নেতৃত্বের নির্দেশ মেনে পদত্যাগও করেন সিধু ৷ তার পর আম আদমি পার্টির সরকারের মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন তিনি ৷ যা দেখে রাজনৈতিক মহলের প্রশ্ন, সিধু কি আবার দলবদল করতে চলেছেন ?
আরও পড়ুন : Bhagwant Mann takes oath : বিধায়কদের দাম্ভিক না-হওয়ার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ মানের