ETV Bharat / bharat

Sidhu MooseWala Murder Case: বাংলার সীমানা থেকে গ্রেফতার মুসেওয়ালা খুনে আরও এক অভিযুক্ত

গত 29 মে খুন হন পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala Murder Case) ৷ আগেই এই ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এবার পশ্চিমবঙ্গের সীমানা (West Bengal Border) থেকে গ্রেফতার করা হল আরও এক অভিযুক্তকে ৷

sidhu-moosewala-murder-case-sharp-shooter-deepak-mundi-arrested-from-west-bengal-border
Sidhu MooseWala Murder Case: বাংলার সীমানা থেকে গ্রেফতার মুসেওয়ালা খুনে আরও এক অভিযুক্ত
author img

By

Published : Sep 10, 2022, 7:21 PM IST

চণ্ডীগড়, 10 সেপ্টেম্বর : পঞ্জাবী গয়াক সিধু মুসেওয়ালার খুনের (Sidhu Moosewala Murder Case) ঘটনায় দিল্লি পুলিশ দীপক মান্ডি (Deepak Mundi) নামে একজনকে গ্রেফতার করেছে ৷ তাঁর বিরুদ্ধে মুসেওয়ালার খুনে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ তিনি শার্প শুটার বলে পুলিশের দাবি ৷

পুলিশ সূত্রে খবর, দিল্লি পুলিশ (Delhi Police) ও অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের (Anti Gangster Task Force) যৌথ অভিযানে দীপককে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে ৷ আগামিকাল, রবিবার তাঁদের আদালতে পেশ করা হবে ৷

পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সীমানা থেকে গ্রেফতার করা হয়েছে দীপককে ৷ তাঁর সঙ্গে ধরা হয়েছে কপিল ও রাজেন্দ্রকে ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ড্রাগ মাফিয়া ও গ্যাংস্টারদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এই গ্রেফতারি সেই যুদ্ধে বড় জয় ৷

  • Deepak, Kapil Pandit & Rajinder have been arrested today by #AGTF team at #WestBengal - #Nepal border in the culmination of intelligence-based operation.
    Deepak was the shooter in Bolero module, Kapil Pandit & Rajinder provided logistical support including weapons & hideouts(2/2)

    — DGP Punjab Police (@DGPPunjabPolice) September 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালাকে (Punjabi Singer Sidhu Moosewala) খুন করা হয় গত 29 মে ৷ ঘটনাচক্রে তার আগেরদিনই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করেছিল সরকার ৷ তাঁর উপর 30 রাউন্ড গুলি চালানো হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনায় অন্যতম অভিযুক্ত দীপক মান্ডি গত চার মাস ধরে পলাতক ছিলেন ৷ অবশেষে তাঁকে পশ্চিমবঙ্গের সীমানা (West Bengal Border) থেকে গ্রেফতার করল পুলিশ ৷

আরও পড়ুন : একে-47 রাইফেল, 9এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছিল সিধু মুসেওয়ালাকে

চণ্ডীগড়, 10 সেপ্টেম্বর : পঞ্জাবী গয়াক সিধু মুসেওয়ালার খুনের (Sidhu Moosewala Murder Case) ঘটনায় দিল্লি পুলিশ দীপক মান্ডি (Deepak Mundi) নামে একজনকে গ্রেফতার করেছে ৷ তাঁর বিরুদ্ধে মুসেওয়ালার খুনে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ তিনি শার্প শুটার বলে পুলিশের দাবি ৷

পুলিশ সূত্রে খবর, দিল্লি পুলিশ (Delhi Police) ও অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের (Anti Gangster Task Force) যৌথ অভিযানে দীপককে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে ৷ আগামিকাল, রবিবার তাঁদের আদালতে পেশ করা হবে ৷

পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সীমানা থেকে গ্রেফতার করা হয়েছে দীপককে ৷ তাঁর সঙ্গে ধরা হয়েছে কপিল ও রাজেন্দ্রকে ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ড্রাগ মাফিয়া ও গ্যাংস্টারদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এই গ্রেফতারি সেই যুদ্ধে বড় জয় ৷

  • Deepak, Kapil Pandit & Rajinder have been arrested today by #AGTF team at #WestBengal - #Nepal border in the culmination of intelligence-based operation.
    Deepak was the shooter in Bolero module, Kapil Pandit & Rajinder provided logistical support including weapons & hideouts(2/2)

    — DGP Punjab Police (@DGPPunjabPolice) September 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালাকে (Punjabi Singer Sidhu Moosewala) খুন করা হয় গত 29 মে ৷ ঘটনাচক্রে তার আগেরদিনই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করেছিল সরকার ৷ তাঁর উপর 30 রাউন্ড গুলি চালানো হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনায় অন্যতম অভিযুক্ত দীপক মান্ডি গত চার মাস ধরে পলাতক ছিলেন ৷ অবশেষে তাঁকে পশ্চিমবঙ্গের সীমানা (West Bengal Border) থেকে গ্রেফতার করল পুলিশ ৷

আরও পড়ুন : একে-47 রাইফেল, 9এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছিল সিধু মুসেওয়ালাকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.