ETV Bharat / bharat

Sidhi Tribal Urination Update: মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই 'আদিবাসীর' পা ধুইয়ে দিলেন, করলেন ভগবান সম্বোধন - ব্যক্তির পা ধুইয়ে দিলেন

মধ্যপ্রদেশে আদিবাসীর মুখে প্রস্রাব কাণ্ডে নয়া মোড় ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর সরকারি বাসভবনে ওই ব্যক্তিকে নিয়ে আসেন এবং তাঁর নিজে হাতে তাঁর পা ধুইয়ে দেন ৷

ETV Bharat
প্রস্রাব কাণ্ড
author img

By

Published : Jul 6, 2023, 1:58 PM IST

ভোপাল, 6 জুলাই: অত্যাচারিত আদিবাসী ব্যক্তির পা ধুইয়ে দিলেন স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার সকালে শিবরাজ সিং চৌহান তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসেন পেশায় দিনমজুর ওই আদিবাসী ব্যক্তিকে ৷ মধ্যপ্রদেশের সিদ্ধিতে এক বিজেপি নেতা ওই ব্যক্তির মুখে প্রস্রাব করে দেন। সেই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছিল ক'দিন আগে ৷ বুধবার ভোররাতে অভিযুক্ত বিজেপি নেতা প্রবেশ শুক্লাকে গ্রেফতার করে পুলিশ ৷ তারপর নিজের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে এই কাণ্ড করলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

এই ভিডিয়োটি তিনি টুইট করেন ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লেখেন, "এই ভিডিয়োটি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ৷ কারণ এতে সবাই বুঝতে পারবে, শিবরাজ সিং চৌহান জনতাকে ভগবান বলে মনে করেন ৷ কারও সঙ্গে অত্যাচার হলে তা বরদাস্ত করা হবে না ৷ রাজ্যে প্রত্যেক নাগরিকের সম্মান আমার সম্মান ৷" ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যত্ন করে ওই আদিবাসীর পা ধুইয়ে দিচ্ছেন ৷ তারপর সেই জল মাথায় ছুঁইয়ে তিলক কাটছেন ৷

  • यह वीडियो मैं आपके साथ इसलिए साझा कर रहा हूँ कि सब समझ लें कि मध्यप्रदेश में शिवराज सिंह चौहान है, तो जनता भगवान है।

    किसी के साथ भी अत्याचार बर्दाश्त नहीं किया जायेगा। राज्य के हर नागरिक का सम्मान मेरा सम्मान है। pic.twitter.com/vCuniVJyP0

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী ওই আদিবাসী দিনমজুরকে একটি গণেশ দেবতার মূর্তি উপহার দেন । এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত ৷ তিনি লেখেন, "মনটা দুঃখী হয়ে আছে ৷ দশমন্তজি, আপনার ব্যথা ভাগ করে নেওয়ার একটা প্রচেষ্টা এটা ৷ আমিও আপনার কাছে ক্ষমা চাইছি ৷ আমার কাছে জনতা ভগবান !"

আরও পড়ুন: প্রস্রাব কাণ্ডে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন

এবছরই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যে বিজেপি ও কট্টর বিরোধী কংগ্রেস নিজের মতো করে প্রচার শুরু করেছে ৷ এই অবস্থায় বিপত্তি ঘটে একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে ৷ দেখা যায় সিঁড়িতে বসা এক আদিবাসীর মুখে প্রস্রাব করছেন এক ব্যক্তি ৷ ভিডিয়োয় শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায় ৷ পরে জানা যায়, ওই ব্যক্তি বিজেপি নেতা প্রবেশ শুক্লা ৷ ভিডিয়োটি সোমবার রাত থেকে ছড়িয়ে পড়ে ৷ বুধবারই হাতেনাতে ধরা পড়ে প্রবেশ ৷ তার বিরুদ্ধে এফআইআর করা হয় ৷ এছাড়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের কড়া আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁর ঘরবাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার ৷

ভোপাল, 6 জুলাই: অত্যাচারিত আদিবাসী ব্যক্তির পা ধুইয়ে দিলেন স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার সকালে শিবরাজ সিং চৌহান তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসেন পেশায় দিনমজুর ওই আদিবাসী ব্যক্তিকে ৷ মধ্যপ্রদেশের সিদ্ধিতে এক বিজেপি নেতা ওই ব্যক্তির মুখে প্রস্রাব করে দেন। সেই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছিল ক'দিন আগে ৷ বুধবার ভোররাতে অভিযুক্ত বিজেপি নেতা প্রবেশ শুক্লাকে গ্রেফতার করে পুলিশ ৷ তারপর নিজের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে এই কাণ্ড করলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

এই ভিডিয়োটি তিনি টুইট করেন ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লেখেন, "এই ভিডিয়োটি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ৷ কারণ এতে সবাই বুঝতে পারবে, শিবরাজ সিং চৌহান জনতাকে ভগবান বলে মনে করেন ৷ কারও সঙ্গে অত্যাচার হলে তা বরদাস্ত করা হবে না ৷ রাজ্যে প্রত্যেক নাগরিকের সম্মান আমার সম্মান ৷" ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যত্ন করে ওই আদিবাসীর পা ধুইয়ে দিচ্ছেন ৷ তারপর সেই জল মাথায় ছুঁইয়ে তিলক কাটছেন ৷

  • यह वीडियो मैं आपके साथ इसलिए साझा कर रहा हूँ कि सब समझ लें कि मध्यप्रदेश में शिवराज सिंह चौहान है, तो जनता भगवान है।

    किसी के साथ भी अत्याचार बर्दाश्त नहीं किया जायेगा। राज्य के हर नागरिक का सम्मान मेरा सम्मान है। pic.twitter.com/vCuniVJyP0

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী ওই আদিবাসী দিনমজুরকে একটি গণেশ দেবতার মূর্তি উপহার দেন । এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত ৷ তিনি লেখেন, "মনটা দুঃখী হয়ে আছে ৷ দশমন্তজি, আপনার ব্যথা ভাগ করে নেওয়ার একটা প্রচেষ্টা এটা ৷ আমিও আপনার কাছে ক্ষমা চাইছি ৷ আমার কাছে জনতা ভগবান !"

আরও পড়ুন: প্রস্রাব কাণ্ডে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন

এবছরই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যে বিজেপি ও কট্টর বিরোধী কংগ্রেস নিজের মতো করে প্রচার শুরু করেছে ৷ এই অবস্থায় বিপত্তি ঘটে একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে ৷ দেখা যায় সিঁড়িতে বসা এক আদিবাসীর মুখে প্রস্রাব করছেন এক ব্যক্তি ৷ ভিডিয়োয় শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায় ৷ পরে জানা যায়, ওই ব্যক্তি বিজেপি নেতা প্রবেশ শুক্লা ৷ ভিডিয়োটি সোমবার রাত থেকে ছড়িয়ে পড়ে ৷ বুধবারই হাতেনাতে ধরা পড়ে প্রবেশ ৷ তার বিরুদ্ধে এফআইআর করা হয় ৷ এছাড়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের কড়া আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁর ঘরবাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.