ETV Bharat / bharat

অমরনাথ যাত্রার নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আপাতত স্থগিত - অমরনাথ বোর্ড

অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া বন্ধ রাখল কর্তৃপক্ষ ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নাম নথিভুক্ত করানো হবে ৷ আগামী 28 জুন থেকে 22 অগাস্ট পর্যন্ত এবারের অমরনাথ যাত্রা হওয়ার কথা ৷

shrine-authority-suspends-online-registration-for-amarnath-yatra
অমরনাথ যাত্রার নাম নথিভুক্ত করার প্রক্রিয়া স্থগিত
author img

By

Published : Apr 22, 2021, 5:02 PM IST

হায়দরাবাদ, 22 এপ্রিল : করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে এবার অমরনাথ যাত্রার নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আপাতত বন্ধ করে দিল কর্তৃপক্ষ ৷ বৃহস্পতিবার অমরনাথ বোর্ড কর্তৃপক্ষের তরফ জানানো হয়েছে, পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নাম নথিভুক্ত করা হবে বলে জানানো হয়েছে ৷

এর আগে গত 12 এপ্রিল অমরনাথ বোর্ডের তরফে জানানো হয়েছিল, 15 এপ্রিল থেকে অনলাইনে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করা যাবে ৷ প্রসঙ্গত, আগামী 28 জুন থেকে 56 দিনের অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ৷ সেখানে করোনার সমস্ত নিয়মবিধি মেনে সবরকম আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী 22 অগাস্ট রাখিবন্ধনের দিন অমরনাথ যাত্রা শেষ হবে ৷

আরও পড়ুন : 15 এপ্রিল থেকে অনলাইনে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু

অমরনাথ যাত্রার জন্য মূলত দু’টি রাস্তা ব্যবহার করা হয় পবিত্র গুহায় প্রবেশের জন্য ৷ জম্মু থেকে পাহেলগাঁও হয়ে পবিত্র গুহায় যাওয়ার রাস্তা রয়েছে ৷ এছাড়া জম্মু থেকে বালতাল হয়েও অমরনাথের গুহায় যাওয়া যায় ৷ দ্বিতীয়টিতে 414 কিলোমিটার অতিরিক্ত রাস্তা সফর করতে হয় ৷ আর প্রথম রাস্তার মাঝে উপত্যকা ও ঝরনার মধ্যে দিয়ে দুর্গম রাস্তা পার হতে হয় ৷ দ্বিতীয় রাস্তাটিও উঁচু, খাঁড়াই ও সরু ৷

হায়দরাবাদ, 22 এপ্রিল : করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে এবার অমরনাথ যাত্রার নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আপাতত বন্ধ করে দিল কর্তৃপক্ষ ৷ বৃহস্পতিবার অমরনাথ বোর্ড কর্তৃপক্ষের তরফ জানানো হয়েছে, পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নাম নথিভুক্ত করা হবে বলে জানানো হয়েছে ৷

এর আগে গত 12 এপ্রিল অমরনাথ বোর্ডের তরফে জানানো হয়েছিল, 15 এপ্রিল থেকে অনলাইনে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করা যাবে ৷ প্রসঙ্গত, আগামী 28 জুন থেকে 56 দিনের অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ৷ সেখানে করোনার সমস্ত নিয়মবিধি মেনে সবরকম আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী 22 অগাস্ট রাখিবন্ধনের দিন অমরনাথ যাত্রা শেষ হবে ৷

আরও পড়ুন : 15 এপ্রিল থেকে অনলাইনে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু

অমরনাথ যাত্রার জন্য মূলত দু’টি রাস্তা ব্যবহার করা হয় পবিত্র গুহায় প্রবেশের জন্য ৷ জম্মু থেকে পাহেলগাঁও হয়ে পবিত্র গুহায় যাওয়ার রাস্তা রয়েছে ৷ এছাড়া জম্মু থেকে বালতাল হয়েও অমরনাথের গুহায় যাওয়া যায় ৷ দ্বিতীয়টিতে 414 কিলোমিটার অতিরিক্ত রাস্তা সফর করতে হয় ৷ আর প্রথম রাস্তার মাঝে উপত্যকা ও ঝরনার মধ্যে দিয়ে দুর্গম রাস্তা পার হতে হয় ৷ দ্বিতীয় রাস্তাটিও উঁচু, খাঁড়াই ও সরু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.