ETV Bharat / bharat

Tamil Nadu Teeth Pulling case: অভিযুক্তদের মেরে দাঁত উপড়ে নেওয়ার ঘটনায় আইপিএসের বিরুদ্ধে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

author img

By

Published : Mar 28, 2023, 10:02 PM IST

থানার মধ্যে অভিযুক্তদের উপর অত্যাচার চালিয়ে তাদের দাঁত উপড়ে নেওয়ার অভিযোগ ৷ অভিযুক্ত এক আইপিএস আধিকারিক ৷ এই ঘটনায় রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের (Teeth Pulling case of Tamil Nadu) ৷

ETV Bharat
বন্দিদের দাঁত তুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

চেন্নাই, 28 মার্চ: আইন অমান্য করে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তদের উপর উর্দিধারীদের নৃসংশ অত্যাচার বা পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ এদেশে নতুন নয় ৷ সম্প্রতি এরকমই এক ঘটনা সামনে এসেছে তামিলনাড়ুর তিড়ুনেলভেলির আম্বাসামুদ্রম পুলিশ স্টেশনে ৷ অভিযোগ জিজ্ঞাসাবাদের নামে এই পুলিশ স্টেশনে এসে অভিযুক্তদের উপর অত্যাচার চালিয়েছেন এক আইপিএস অফিসার ৷ অভিযুক্তের নাম, বলবীর সিং ৷ তিনি এএসপি পদে রয়েছেন (police custodial torture case in Tamil Nadu)৷

অভিযোগ, খুনের ঘটনায় ধৃত কয়েকজন ব্যক্তির উপর সম্প্রতি অকথ্য অত্যাচার করেন এই আইপিএস আধিকারিক ৷ অভিযুক্তদের গোপনাঙ্গে আঘাত ও টেনে দাঁত তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ 40 জন অভিযুক্তের মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ৷ এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তামিলনাড়ু পুলিশ ৷ ঘটনায় স্বতঃপ্রণদিত হয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য মানবাধিকার কমিশন (Tamil Nadu State Human Right Commission) ৷

Etv Bharat
রাজ্য মানবাধিকার কমিশনের চিঠি

এই ঘটনার তদন্ত করে পুলিশের এইজি-কে রিপোর্ট জমা দিতে বলেছে মানবাধিকার কমিশন ৷ 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ পুলিশ অবশ্য ইতিমধ্যেই এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে ৷ সোমবারই ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ওই পদক্ষেপ ঘোষণা করেন তামিলনাড়ু পুলিশের ডিজি শৈলেন্দ্রবাবু ৷

আরও পড়ুন: আধুনিক সাজপোশাক, লম্বা চুল; সানগ্লাস আর মাস্কে দিল্লির রাস্তায় ক্য়ামেরাবন্দি 'অমৃতপাল' !

উল্লেখ্য, খুনের ঘটনায় ধৃত ওই ব্যক্তিরা অভিযোগ করেছে, আম্বাসামুদ্রাম থানায় গিয়ে তাদের উপর চড়াও হন ওই পুলিশ আধিকারিক ৷ তাদের দাঁত উপড়ে নেওয়া হয় ৷ তাদের মুখের ভিতর নুড়ি-পাথর ঢুকিয়ে দিয়ে পেটানো হয় ৷ পুলিশের পাশাপাশি, জেলাশাসককেও ওই ঘটনার পৃথক তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তামিলনাড়ু সরকার ৷ সরব হয়েছে বিরোধীরা ৷ সরব হয়েছেন মানবাধিকার কর্মীরাও ৷

চেন্নাই, 28 মার্চ: আইন অমান্য করে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তদের উপর উর্দিধারীদের নৃসংশ অত্যাচার বা পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ এদেশে নতুন নয় ৷ সম্প্রতি এরকমই এক ঘটনা সামনে এসেছে তামিলনাড়ুর তিড়ুনেলভেলির আম্বাসামুদ্রম পুলিশ স্টেশনে ৷ অভিযোগ জিজ্ঞাসাবাদের নামে এই পুলিশ স্টেশনে এসে অভিযুক্তদের উপর অত্যাচার চালিয়েছেন এক আইপিএস অফিসার ৷ অভিযুক্তের নাম, বলবীর সিং ৷ তিনি এএসপি পদে রয়েছেন (police custodial torture case in Tamil Nadu)৷

অভিযোগ, খুনের ঘটনায় ধৃত কয়েকজন ব্যক্তির উপর সম্প্রতি অকথ্য অত্যাচার করেন এই আইপিএস আধিকারিক ৷ অভিযুক্তদের গোপনাঙ্গে আঘাত ও টেনে দাঁত তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ 40 জন অভিযুক্তের মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ৷ এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তামিলনাড়ু পুলিশ ৷ ঘটনায় স্বতঃপ্রণদিত হয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য মানবাধিকার কমিশন (Tamil Nadu State Human Right Commission) ৷

Etv Bharat
রাজ্য মানবাধিকার কমিশনের চিঠি

এই ঘটনার তদন্ত করে পুলিশের এইজি-কে রিপোর্ট জমা দিতে বলেছে মানবাধিকার কমিশন ৷ 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ পুলিশ অবশ্য ইতিমধ্যেই এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে ৷ সোমবারই ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ওই পদক্ষেপ ঘোষণা করেন তামিলনাড়ু পুলিশের ডিজি শৈলেন্দ্রবাবু ৷

আরও পড়ুন: আধুনিক সাজপোশাক, লম্বা চুল; সানগ্লাস আর মাস্কে দিল্লির রাস্তায় ক্য়ামেরাবন্দি 'অমৃতপাল' !

উল্লেখ্য, খুনের ঘটনায় ধৃত ওই ব্যক্তিরা অভিযোগ করেছে, আম্বাসামুদ্রাম থানায় গিয়ে তাদের উপর চড়াও হন ওই পুলিশ আধিকারিক ৷ তাদের দাঁত উপড়ে নেওয়া হয় ৷ তাদের মুখের ভিতর নুড়ি-পাথর ঢুকিয়ে দিয়ে পেটানো হয় ৷ পুলিশের পাশাপাশি, জেলাশাসককেও ওই ঘটনার পৃথক তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তামিলনাড়ু সরকার ৷ সরব হয়েছে বিরোধীরা ৷ সরব হয়েছেন মানবাধিকার কর্মীরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.