নয়াদিল্লি, 4 ডিসেম্বর: শ্রদ্ধা ওয়াকার হত্যা (Shraddha murder case) মামলার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা তিহাড় সংশোধনাগারে বসে দাবা খেলছেন (Aaftab in Tihar)৷ তাঁর অনুরোধে জেলেই তাঁকে এনে দেওয়া হয়েছে একটি ইংরেজি উপন্যাস, 'দ্য গ্রেট রেলওয়ে বাজার'৷ তিহাড়ের একটি সূত্র জানিয়েছে, আফতাব কখনও একা আবার কখনও কয়েকজন সহবন্দির সঙ্গে দিনের বেশ কয়েক ঘণ্টা সময় ধরে দাবা খেলছেন ৷ শুধু তাই নয়, তিনি সংশোধনাগারে বসেই পড়ছেন মার্কিন ঔপন্যাসিক পল থেরাক্সের ভ্রমণকাহিনী 'দ্য গ্রেট রেলওয়ে বাজার: বাই ট্রেন থ্রু এশিয়া' ।
জেল কর্তৃপক্ষ তাঁকে বইটি দিয়েছে কারণ এটি অপরাধের উপর ভিত্তি করে নয় এবং এতে এমন কোনও বিষয়বস্তু নেই যা তাঁকে অন্যদের বা নিজের ক্ষতি করতে উৎসাহ দেবে । আফতাব তাঁর লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এবং তাঁর শরীরের অঙ্গগুলি কেটেছেন বলে অভিযোগ ৷ দক্ষিণ দিল্লির মেহরাউলিতে দেহাংশগুলি লোপাট করার আগে সেগুলি ফ্রিজে সংরক্ষণও করেছেন তিনি ৷
পুলিশ জানায়, জেলে আফতাব বেশির ভাগ সময় দাবা খেলেন । এক আধিকারিকের কথায়, "পুনাওয়ালা দাবা খেলার পরিকল্পনা করে সময় কাটায়, প্রায়শই একাকী এবং মাঝে মাঝে দুই সহবন্দির সঙ্গেও খেলে ৷" সূত্রের মতে, আফতাব তাঁর সেলে আরও দুই বন্দির সঙ্গে দাবা খেলেন ৷ প্রায়ই আফতাব তীক্ষ্ণভাবে অন্য দুই বন্দির খেলা পর্যবেক্ষণ করেন ৷ তিনি একক খেলোয়াড় হয়ে উভয় পক্ষের দানও দেন ।
আরও পড়ুন: তিহারে বসে ইংরেজি উপন্যাস চাইলেন 'ডেক্সটার' আফতাব
সূত্র জানিয়েছে, "আফতাব দাবা পছন্দ করেন এবং তিনি বিভিন্ন কৌশল তৈরি করে এবং উভয় প্রান্ত থেকে বোর্ড খেলেন ৷" সূত্রের মতে, তিনি দাবার ভালো খেলোয়াড় । আফতাবের সেল শেয়ার করেন চুরির মামলায় অভিযুক্ত বিচারাধীন এক বন্দি ৷ দুজনের উপরই কড়া নজর রাখতে বলা হয়েছে । জেল সূত্র আরও জানিয়েছে যে, দাবা খেলায় আফতাব নিজের বিরুদ্ধে নিজের পদক্ষেপের পরিকল্পনা করে ৷ দিল্লি পুলিশ প্রথম থেকেই সন্দেহ করেছিল, "আফতাব খুব ধূর্ত । তাঁর প্রতিটি পদক্ষেপ একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে, যেন সে খেলছে । উভয় প্রান্ত থেকে একা...৷"