ETV Bharat / bharat

Delhi Rohini court : দিল্লির রোহিণী কোর্টে এলোপাথাড়ি গুলি, নিহত অন্তত তিন - Rohini court

গ্যাংস্টারদের গুলির পাল্টা জবাব দেয় পুলিশ ৷ আর তাতেই মারা যায় দিল্লির কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগি ৷

Delhi Rohini court
Delhi Rohini court
author img

By

Published : Sep 24, 2021, 2:12 PM IST

Updated : Sep 24, 2021, 5:47 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : দিনেদুপুরে গ্যাংস্টারদের তাণ্ডব দিল্লির রোহিণী কোর্টে ৷ আদালতের উপস্থিত সকলকে চমকে দিয়ে চলল গোলাগুলি ৷ গ্যাংস্টারদের গুলির পাল্টা জবাব দেয় পুলিশ ৷ আর তাতেই খতম হয়েছে দিল্লির কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগি ৷ ওই গ্যাংস্টার ছাড়াও আরও দু‘জনের মৃত্যুর খবর শোনা যাচ্ছে ৷ জানা গিয়েছে, উকিলের পোশাক পরে ছদ্মবেশে আদালতে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা ৷

2020 সালে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ গোগীকে গ্রেফতার করে ৷ গোগীকে গ্রেফতারের জন্য 8 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৷ খুন, অপহরণ, পুলিশের উপর হামলার মতো একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে ৷ আজ এই কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র ওরফ গোগীকে আজ দিল্লির রোহিণী কোর্টে পেশ করার জন্য নিয়ে আসা হয়েছিল ৷ 207 নম্বর ঘরে চলছিল শুনানি ৷ সেই সময়ই দু‘জন দুষ্কৃতী উকিলের পোশাকে ছদ্মবেশে আদালতে ঢোকে ৷ 207 নম্বর ঘরের কাছে গিয়ে গোগীর উপর এলোপাথাড়ি গুলি চালায় তারা ৷ জবাবে পুলিশও গুলি চালায় ৷ পুলিশের গুলিতে দু‘জন হামলাকারীর মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয় গোগী ৷ পরে তারও মৃত্যু হয় ৷ হামলাকারী দুইজন গোগীর বিরোধী গোষ্ঠী টিল্লুর গ্যাংয়ের বলে মনে করা হচ্ছে ৷

আদালত চত্বরে গ্যাংওয়ার

জানা যাচ্ছে, এই গোগী সঙ্গে আলিপুরের তাজপুরিয়ায় বাসিন্দা সুনীল ওরফে টিল্লুর অনেকদিন ধরেই ঝামেলা চলছে ৷ দুই গোষ্ঠীর গ্যাং ওয়ারে প্রায় 20 জনের বেশি প্রাণ গিয়েছে ৷ আজকের এই ঘটনার পিছনে টিল্লু গোষ্ঠীর লোকজন জড়িত আছে বলে মনে করা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : দিনেদুপুরে গ্যাংস্টারদের তাণ্ডব দিল্লির রোহিণী কোর্টে ৷ আদালতের উপস্থিত সকলকে চমকে দিয়ে চলল গোলাগুলি ৷ গ্যাংস্টারদের গুলির পাল্টা জবাব দেয় পুলিশ ৷ আর তাতেই খতম হয়েছে দিল্লির কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগি ৷ ওই গ্যাংস্টার ছাড়াও আরও দু‘জনের মৃত্যুর খবর শোনা যাচ্ছে ৷ জানা গিয়েছে, উকিলের পোশাক পরে ছদ্মবেশে আদালতে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা ৷

2020 সালে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ গোগীকে গ্রেফতার করে ৷ গোগীকে গ্রেফতারের জন্য 8 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৷ খুন, অপহরণ, পুলিশের উপর হামলার মতো একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে ৷ আজ এই কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র ওরফ গোগীকে আজ দিল্লির রোহিণী কোর্টে পেশ করার জন্য নিয়ে আসা হয়েছিল ৷ 207 নম্বর ঘরে চলছিল শুনানি ৷ সেই সময়ই দু‘জন দুষ্কৃতী উকিলের পোশাকে ছদ্মবেশে আদালতে ঢোকে ৷ 207 নম্বর ঘরের কাছে গিয়ে গোগীর উপর এলোপাথাড়ি গুলি চালায় তারা ৷ জবাবে পুলিশও গুলি চালায় ৷ পুলিশের গুলিতে দু‘জন হামলাকারীর মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয় গোগী ৷ পরে তারও মৃত্যু হয় ৷ হামলাকারী দুইজন গোগীর বিরোধী গোষ্ঠী টিল্লুর গ্যাংয়ের বলে মনে করা হচ্ছে ৷

আদালত চত্বরে গ্যাংওয়ার

জানা যাচ্ছে, এই গোগী সঙ্গে আলিপুরের তাজপুরিয়ায় বাসিন্দা সুনীল ওরফে টিল্লুর অনেকদিন ধরেই ঝামেলা চলছে ৷ দুই গোষ্ঠীর গ্যাং ওয়ারে প্রায় 20 জনের বেশি প্রাণ গিয়েছে ৷ আজকের এই ঘটনার পিছনে টিল্লু গোষ্ঠীর লোকজন জড়িত আছে বলে মনে করা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Sep 24, 2021, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.