ETV Bharat / bharat

কোভিড বাড়ছে, কমছে বেড-অক্সিজেন ! মন্ত্রিসভার বৈঠক ডাকলেন কেজরি - Delhi Covid Surge

হু হু করে বাড়ছে দিল্লির করোনাভাইরাসের সংক্রমণ ৷ তার মধ্যে দেখা দিয়েছে হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের অভাব ৷ এই অবস্থায় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

Shortage Of Oxygen, Remdesivir, Arvind Kejriwal Calls Meeting Today Amid Huge Delhi Covid Surge
কোভিড বাড়ছে, কমছে বেড-অক্সিজেন ! মন্ত্রিসভার বৈঠক ডাকলেন কেজরি
author img

By

Published : Apr 18, 2021, 1:36 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল: দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করলেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ করোনাভাইরাসের সংক্রমণ সেখানে সাংঘাতিক বাড়লেও, হাসপাতালের বেড, অক্সিজেন ও প্রাণদায়ী ওষুধ রেমডেসিভিরের ঘাটতি রীতিমতো ভাবাচ্ছে বলে জানান তিনি ৷ কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন কেজরিওয়াল ৷ অন্যান্য মন্ত্রীদের পাশাপাশি ওই বৈঠকে থাকছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ৷

গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন 24,375 জন ৷ সংক্রমিতের হার বেড়ে 24 শতাংশ হয়েছে অর্থাত্ পরীক্ষিত প্রতি চার জনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছেন ৷ এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করে কেজরি বলেন, "পরিস্থিতি খুবই গুরুতর ও আশঙ্কার ৷ খুবই দ্রুত বাড়ছে সংক্রমণ ৷ সেই কারণেই কয়েকদিন আগেও সব নিয়ন্ত্রণে থাকলেও এখন অভাব দেখা দিচ্ছে ৷ এ দিকে, করোনা দ্রুত গতিতে এগোচ্ছে ৷ কেউ জানে না, এটা কোথায় গিয়ে পৌঁছবে ৷"

আরও পড়ুন: মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাবে প্রাণ গেল 12 জন কোভিড রোগীর

কেজরির কথায়, "যে কোনও স্বাস্থ্য পরিকাঠামোরই সীমাবদ্ধতা রয়েছে ৷ বেডের সংখ্যা বাড়াতে সরকার সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ৷ আগামী 2-4 দিনের মধ্যে আরও 6000 বেড বাড়ানো সম্ভব বলে আশা করা হচ্ছে ৷"

করোনার সংক্রমণ সাংঘাতিক বেড়ে যাওয়ায় সপ্তাহান্তে লকডাউন চলছে দিল্লিতে ৷

নয়াদিল্লি, 18 এপ্রিল: দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করলেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ করোনাভাইরাসের সংক্রমণ সেখানে সাংঘাতিক বাড়লেও, হাসপাতালের বেড, অক্সিজেন ও প্রাণদায়ী ওষুধ রেমডেসিভিরের ঘাটতি রীতিমতো ভাবাচ্ছে বলে জানান তিনি ৷ কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন কেজরিওয়াল ৷ অন্যান্য মন্ত্রীদের পাশাপাশি ওই বৈঠকে থাকছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ৷

গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন 24,375 জন ৷ সংক্রমিতের হার বেড়ে 24 শতাংশ হয়েছে অর্থাত্ পরীক্ষিত প্রতি চার জনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছেন ৷ এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করে কেজরি বলেন, "পরিস্থিতি খুবই গুরুতর ও আশঙ্কার ৷ খুবই দ্রুত বাড়ছে সংক্রমণ ৷ সেই কারণেই কয়েকদিন আগেও সব নিয়ন্ত্রণে থাকলেও এখন অভাব দেখা দিচ্ছে ৷ এ দিকে, করোনা দ্রুত গতিতে এগোচ্ছে ৷ কেউ জানে না, এটা কোথায় গিয়ে পৌঁছবে ৷"

আরও পড়ুন: মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাবে প্রাণ গেল 12 জন কোভিড রোগীর

কেজরির কথায়, "যে কোনও স্বাস্থ্য পরিকাঠামোরই সীমাবদ্ধতা রয়েছে ৷ বেডের সংখ্যা বাড়াতে সরকার সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ৷ আগামী 2-4 দিনের মধ্যে আরও 6000 বেড বাড়ানো সম্ভব বলে আশা করা হচ্ছে ৷"

করোনার সংক্রমণ সাংঘাতিক বেড়ে যাওয়ায় সপ্তাহান্তে লকডাউন চলছে দিল্লিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.