ETV Bharat / bharat

Shiv Sena Leader Shot Dead: বিক্ষোভ চলাকালীন আততায়ী হামলা, গুলিতে মৃত শিবসেনা নেতা সুধীর সুরি - সুধীর সুরি

শিবসেনা নেতারা গোপাল মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন । সেই সময়ই সুধীর সুরিকে গুলি করে আততায়ী (Sudhir Suri Shot Dead) । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান । ঘটনায় ফের প্রশ্নের মুখে পঞ্জাবের আপ সরকার ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 4, 2022, 6:34 PM IST

Updated : Nov 4, 2022, 8:50 PM IST

অমৃতসর, 4 নভেম্বর: সিধু মুসেওয়ালা হত্যার পাঁচ মাস পরেই ফের রাজনৈতিক হত্যায় উত্তাল পঞ্জাব । অমৃতসরে আততায়ী হামলায় প্রয়াত শিবসেনা নেতা সুধীর সুরি (Shiv Sena leader Sudhir Suri) । পুলিশ সূত্রে খবর, শিবসেনা নেতারা গোপাল মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন । সেই সময়ই তাঁকে গুলি করে আততায়ী । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান । ঘটনায় ফের প্রশ্নের মুখে পঞ্জাবের আপ সরকারের নেতৃত্ব ।

গোপাল মন্দির চত্বরে আবর্জনার মধ্যে দেব-দেবীদের ভাঙা মূর্তির খোঁজ মেলার পরই শিবসেনা নেতারা মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে বসেছিলেন। বিক্ষোভ চলাকালীন এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলেন ওই শিবসেনা নেতা । তখনই তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড রাউন্ড গুলি চালানো হয় ।

গুলিতে মৃত শিবসেনা নেতা সুধীর সুরি

আরও পড়ুন: সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে জঙ্গি-যোগ, 4 জায়গায় এনআইএ তল্লাশি

অমৃতসর, 4 নভেম্বর: সিধু মুসেওয়ালা হত্যার পাঁচ মাস পরেই ফের রাজনৈতিক হত্যায় উত্তাল পঞ্জাব । অমৃতসরে আততায়ী হামলায় প্রয়াত শিবসেনা নেতা সুধীর সুরি (Shiv Sena leader Sudhir Suri) । পুলিশ সূত্রে খবর, শিবসেনা নেতারা গোপাল মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন । সেই সময়ই তাঁকে গুলি করে আততায়ী । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান । ঘটনায় ফের প্রশ্নের মুখে পঞ্জাবের আপ সরকারের নেতৃত্ব ।

গোপাল মন্দির চত্বরে আবর্জনার মধ্যে দেব-দেবীদের ভাঙা মূর্তির খোঁজ মেলার পরই শিবসেনা নেতারা মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে বসেছিলেন। বিক্ষোভ চলাকালীন এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলেন ওই শিবসেনা নেতা । তখনই তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড রাউন্ড গুলি চালানো হয় ।

গুলিতে মৃত শিবসেনা নেতা সুধীর সুরি

আরও পড়ুন: সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে জঙ্গি-যোগ, 4 জায়গায় এনআইএ তল্লাশি

Last Updated : Nov 4, 2022, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.