ETV Bharat / bharat

Maharashtra Political Crisis : শিবসেনায় কোন্দল, বিদ্রোহী একনাথ শিন্ডেকে পরিষদীয় পদ থেকে সরালেন উদ্ধব - মহারাষ্ট্র আপডেট

শিবসেনার অন্দরের এই কোন্দলের কোনও প্রভাব মহারাষ্ট্রের জোট সরকারের উপর পড়বে না বলে জানিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার (NCP Supremo Sharad Pawar)

turmoil in shiv sena
বিদ্রোহী মন্ত্রীকে পদ থেকে সরালেন উদ্ধব
author img

By

Published : Jun 21, 2022, 4:07 PM IST

Updated : Jun 21, 2022, 9:00 PM IST

মুম্বই, 21 জুন: বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করা নিয়ে যখন দিল্লিতে তোড়জোড় চলছে, তখনই মহারাষ্ট্রে এই জোটের অন্যতম শরিক শিবসেনার অন্দরে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হল ৷ জানা গিয়েছে, নিজের সহযোগী কয়েকজন দলীয় বিধায়ককে নিয়ে বিজেপি শাসিত গুজরাতের সুরাতে একটি হোটেলে চলে গিয়েছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে ৷

মহারাষ্ট্রের নগোরন্নয়ন মন্ত্রী হওয়া ছাড়াও, শিবসেনার পরিষদীয় দলের নেতাও একনাথ শিন্ডে ৷ তবে তাঁর এই বিদ্রোহের পরেই শিন্ডেকে পরিষদীয় দলের নেতার পদ থেকে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সরিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছেন (Shiv Sena chief Uddhav Thackeray sacks minister Eknath Shinde from party post) ৷ তাঁর বদলে এই দায়িত্ব দেওয়া হয়েছে অজয় চৌধুরীকে ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হতে আগ্রহী একনাথ শিন্ডে ৷ তাই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রের জোট সরকারের প্রতি অনাস্থা তাঁর ৷ এই জোট সরকারের শরিক শরদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেসও ৷

  • Shiv Sena has decided to remove Eknath Shinde as its Legislative party leader, Sewri MLA Ajay Chaudhary to be the new Shiv Sena Legislative Party leader: Sources pic.twitter.com/9lXJyNLQc3

    — ANI (@ANI) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি সূত্রে দাবি করা হচ্ছে, একনাথ শিন্ডের সঙ্গে গুজরাতে চলে গিয়েছেন শিবসেনার আরও 11-12 জন বিধায়ক ৷ কোনও কোনও সূত্রে দাবি সংখ্যাটা 35 ৷ শিবসেনার অন্দরের এই সমীকরণ জোট সরকারের উপর কোনও প্রভাব ফেলবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ৷ যদিও এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এদিন দিল্লিতে জানিয়েছেন, এটি শিবসেনার অন্দরের বিষয় ৷ এরফলে সরকারে কোনও প্রভাব পড়বে না ৷ একনাথ শিন্ডে যে মুখ্যমন্ত্রী হতে চান সে কথাও তিনি কখনও তাঁকে জানাননি বলেই দাবি পাওয়ারের ৷

  • Eknath Shinde has never conveyed to us that he wants to be CM...This is an internal issue of Shiv Sena, whatever they decide we're with them.We don't think there is any need for change in the govt: NCP's Sharad Pawar on some MLAs of Shiv Sena&Eknath Shinde currently not reachable pic.twitter.com/HVcAs56TaM

    — ANI (@ANI) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মহাসংকটে উদ্ধবের সরকার, বিদ্রোহী একনাথ-সহ একাধিক বিধায়ক

এসবের মাঝেই জানা গিয়েছে, নিখোঁজ হয়ে গিয়েছেন আরও এক শিবসেনা বিধায়ক নীতিন দেশমুখ ৷ আকোলা জেলার বালাপুরের এই বিধায়কের স্ত্রী ইতিমধ্যেই পুলিশে নিখোঁজ ডায়েরি করেছেন ৷ উল্লেখ্য, 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বর্তমানে 287 জন বিধায়ক আছেন ৷ সেই হিসেবে ম্যাজিক ফিগার দাঁড়ায় 144 ৷ ক্ষমতাসীন শিবসেনা-এনসিপি ও কংগ্রেস জোটের বর্তমান মোট বিধায়ক সংখ্যা 169 ৷ শিবনেসা'র 55, এনসিপি'র 53 ও কংগ্রেস-এর 44 জন বিধায়ক আছেন ৷ এছাড়াও কিছু নির্দল বিধায়কও সমর্থন করছেন এই জোটকে ৷ অন্যদিকে বিজেপির মোট বিধায়ক সংখ্যা 106 ৷

মুম্বই, 21 জুন: বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করা নিয়ে যখন দিল্লিতে তোড়জোড় চলছে, তখনই মহারাষ্ট্রে এই জোটের অন্যতম শরিক শিবসেনার অন্দরে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হল ৷ জানা গিয়েছে, নিজের সহযোগী কয়েকজন দলীয় বিধায়ককে নিয়ে বিজেপি শাসিত গুজরাতের সুরাতে একটি হোটেলে চলে গিয়েছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে ৷

মহারাষ্ট্রের নগোরন্নয়ন মন্ত্রী হওয়া ছাড়াও, শিবসেনার পরিষদীয় দলের নেতাও একনাথ শিন্ডে ৷ তবে তাঁর এই বিদ্রোহের পরেই শিন্ডেকে পরিষদীয় দলের নেতার পদ থেকে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সরিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছেন (Shiv Sena chief Uddhav Thackeray sacks minister Eknath Shinde from party post) ৷ তাঁর বদলে এই দায়িত্ব দেওয়া হয়েছে অজয় চৌধুরীকে ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হতে আগ্রহী একনাথ শিন্ডে ৷ তাই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রের জোট সরকারের প্রতি অনাস্থা তাঁর ৷ এই জোট সরকারের শরিক শরদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেসও ৷

  • Shiv Sena has decided to remove Eknath Shinde as its Legislative party leader, Sewri MLA Ajay Chaudhary to be the new Shiv Sena Legislative Party leader: Sources pic.twitter.com/9lXJyNLQc3

    — ANI (@ANI) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি সূত্রে দাবি করা হচ্ছে, একনাথ শিন্ডের সঙ্গে গুজরাতে চলে গিয়েছেন শিবসেনার আরও 11-12 জন বিধায়ক ৷ কোনও কোনও সূত্রে দাবি সংখ্যাটা 35 ৷ শিবসেনার অন্দরের এই সমীকরণ জোট সরকারের উপর কোনও প্রভাব ফেলবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ৷ যদিও এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এদিন দিল্লিতে জানিয়েছেন, এটি শিবসেনার অন্দরের বিষয় ৷ এরফলে সরকারে কোনও প্রভাব পড়বে না ৷ একনাথ শিন্ডে যে মুখ্যমন্ত্রী হতে চান সে কথাও তিনি কখনও তাঁকে জানাননি বলেই দাবি পাওয়ারের ৷

  • Eknath Shinde has never conveyed to us that he wants to be CM...This is an internal issue of Shiv Sena, whatever they decide we're with them.We don't think there is any need for change in the govt: NCP's Sharad Pawar on some MLAs of Shiv Sena&Eknath Shinde currently not reachable pic.twitter.com/HVcAs56TaM

    — ANI (@ANI) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মহাসংকটে উদ্ধবের সরকার, বিদ্রোহী একনাথ-সহ একাধিক বিধায়ক

এসবের মাঝেই জানা গিয়েছে, নিখোঁজ হয়ে গিয়েছেন আরও এক শিবসেনা বিধায়ক নীতিন দেশমুখ ৷ আকোলা জেলার বালাপুরের এই বিধায়কের স্ত্রী ইতিমধ্যেই পুলিশে নিখোঁজ ডায়েরি করেছেন ৷ উল্লেখ্য, 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বর্তমানে 287 জন বিধায়ক আছেন ৷ সেই হিসেবে ম্যাজিক ফিগার দাঁড়ায় 144 ৷ ক্ষমতাসীন শিবসেনা-এনসিপি ও কংগ্রেস জোটের বর্তমান মোট বিধায়ক সংখ্যা 169 ৷ শিবনেসা'র 55, এনসিপি'র 53 ও কংগ্রেস-এর 44 জন বিধায়ক আছেন ৷ এছাড়াও কিছু নির্দল বিধায়কও সমর্থন করছেন এই জোটকে ৷ অন্যদিকে বিজেপির মোট বিধায়ক সংখ্যা 106 ৷

Last Updated : Jun 21, 2022, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.