ETV Bharat / bharat

Muharram Procession in Srinagar: তিন দশক পর ভূস্বর্গে গুরুবাজার-ডালগেট রুটে মহরমের শোভাযাত্রা শিয়াদের - শিয়া সম্প্রদায়

Shia community takes out Muharram Procession in J&K: তিন দশকেরও বেশি সময় পর জম্মু ও কাশ্মীরের গুরুবাজার থেকে ডালগেট রুটে মহরমের শোভাযাত্রা বের করলেন শিয়ারা ৷

Muharram Procession in Srinagar
Muharram Procession in Srinagar
author img

By

Published : Jul 27, 2023, 12:34 PM IST

শ্রীনগর, 27 জুলাই: তিন দশকেরও বেশি সময় পর ভূস্বর্গের গুরুবাজার থেকে ডালগেট রুটে মহরমের শোভাযাত্রা বের করল শিয়া সম্প্রদায় ৷ ঐতিহাসিক সেই জনসমাগমে অংশ নেন কয়েকশো মানুষ ৷ জম্মু ও কাশ্মীর প্রশাসনের অনুমতি মেলার পরে শিয়া সম্প্রদায়ের সদস্যরা এই শোভাযাত্রা বের করেন ।

ভোর 5.30 টার দিকে গুরুবাজারে জড়ো হন শোকার্তরা ৷ কর্তৃপক্ষ ব্যস্ত লাল চক এলাকার মধ্যে দিয়ে যাওয়া রুটে শোভাযাত্রা করার জন্য সকাল 6টা থেকে সকাল আটটা- এই দুই ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল । 90-এর দশকে কাশ্মীরে সন্ত্রাসবাদের দৌরাত্ম্য শুরু হওয়ার পর থেকে আর সেখানে মহরমের শোভাযাত্রা বের হয়নি ।

কাশ্মীরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার সাংবাদিকদের বলেন যে, মিছিলের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।

তিনি বলেন, "গত কয়েক বছর ধরে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে এই মিছিলের অনুমতি দেওয়ার দাবি ছিল । সরকার সিদ্ধান্ত নেওয়ার পর আমরা এর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি ।" 30 বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম মহরমের অষ্টম দিনে এই রুটে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে৷

বুধবার কাশ্মীরের ডিভিশনাল কমিশনার ভিকে ভিদুরি বলেন যে, শোভাযাত্রাটি সপ্তাহের একটি কাজের দিনে হওয়ায়, সময়টি সকাল 6টা থেকে সকাল আটটা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে, যাতে লোকেরা কোনও অসুবিধার সম্মুখীন না হন ।

আরও পড়ুন: খঞ্জন নিয়ে মহরম পালনের সময় মৃত্যু এক যুবকের

তিনি বলেন, "আমাদের শিয়া ভাইদের দীর্ঘদিনের দাবি ছিল যে ঐতিহ্যবাহী মিছিল...গুরুবাজার থেকে ডালগেট পর্যন্ত অনুমতি দেওয়া হোক । গত 32-33 বছর ধরে এটির অনুমতি দেওয়া হয়নি ৷"

মহরমের শোভাযাত্রার অনুমতি দেওয়ার জন্য প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তাকে একটি 'ঐতিহাসিক পদক্ষেপ' হিসেবে বর্ণনা করেছেন আধিকারিকরা ৷ তিনি আরও বলেন যে, কর্মসূচির শান্তিপূর্ণ সমাপ্তি প্রশাসনকে অন্যান্য বিষয়ে অনুরূপ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ।

ভিদুরির কথায়, "আগামিকালের মিছিলের সাফল্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে । যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে ৷"

তিনি বলেন যে, কাশ্মীরের জনগণ এমন একটি পরিবেশ তৈরি করেছে, যা প্রশাসনকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে ।

শ্রীনগর, 27 জুলাই: তিন দশকেরও বেশি সময় পর ভূস্বর্গের গুরুবাজার থেকে ডালগেট রুটে মহরমের শোভাযাত্রা বের করল শিয়া সম্প্রদায় ৷ ঐতিহাসিক সেই জনসমাগমে অংশ নেন কয়েকশো মানুষ ৷ জম্মু ও কাশ্মীর প্রশাসনের অনুমতি মেলার পরে শিয়া সম্প্রদায়ের সদস্যরা এই শোভাযাত্রা বের করেন ।

ভোর 5.30 টার দিকে গুরুবাজারে জড়ো হন শোকার্তরা ৷ কর্তৃপক্ষ ব্যস্ত লাল চক এলাকার মধ্যে দিয়ে যাওয়া রুটে শোভাযাত্রা করার জন্য সকাল 6টা থেকে সকাল আটটা- এই দুই ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল । 90-এর দশকে কাশ্মীরে সন্ত্রাসবাদের দৌরাত্ম্য শুরু হওয়ার পর থেকে আর সেখানে মহরমের শোভাযাত্রা বের হয়নি ।

কাশ্মীরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার সাংবাদিকদের বলেন যে, মিছিলের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।

তিনি বলেন, "গত কয়েক বছর ধরে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে এই মিছিলের অনুমতি দেওয়ার দাবি ছিল । সরকার সিদ্ধান্ত নেওয়ার পর আমরা এর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি ।" 30 বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম মহরমের অষ্টম দিনে এই রুটে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে৷

বুধবার কাশ্মীরের ডিভিশনাল কমিশনার ভিকে ভিদুরি বলেন যে, শোভাযাত্রাটি সপ্তাহের একটি কাজের দিনে হওয়ায়, সময়টি সকাল 6টা থেকে সকাল আটটা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে, যাতে লোকেরা কোনও অসুবিধার সম্মুখীন না হন ।

আরও পড়ুন: খঞ্জন নিয়ে মহরম পালনের সময় মৃত্যু এক যুবকের

তিনি বলেন, "আমাদের শিয়া ভাইদের দীর্ঘদিনের দাবি ছিল যে ঐতিহ্যবাহী মিছিল...গুরুবাজার থেকে ডালগেট পর্যন্ত অনুমতি দেওয়া হোক । গত 32-33 বছর ধরে এটির অনুমতি দেওয়া হয়নি ৷"

মহরমের শোভাযাত্রার অনুমতি দেওয়ার জন্য প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তাকে একটি 'ঐতিহাসিক পদক্ষেপ' হিসেবে বর্ণনা করেছেন আধিকারিকরা ৷ তিনি আরও বলেন যে, কর্মসূচির শান্তিপূর্ণ সমাপ্তি প্রশাসনকে অন্যান্য বিষয়ে অনুরূপ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ।

ভিদুরির কথায়, "আগামিকালের মিছিলের সাফল্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে । যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে ৷"

তিনি বলেন যে, কাশ্মীরের জনগণ এমন একটি পরিবেশ তৈরি করেছে, যা প্রশাসনকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.