ETV Bharat / bharat

ক্ষমা চেয়ে টুইট করলেন শশী থারুর - শশী থারুর

গতকাল শশী থারুর একটি টুইটে লেখেন, " আন্তর্জাতিক শিক্ষা : আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভারতের ফেক নিউজের স্বাদ দিচ্ছেন । অদ্ভূত ব্যাপার এটাই যে সবাই জানে কে বাংলাদেশকে স্বাধীন করেছে ।" পরে অবশ্য এই টুইটের জন্য তিনি ক্ষমা চেয়ে নেন ৷

শশী থারুর
শশী থারুর
author img

By

Published : Mar 27, 2021, 12:05 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতা আন্দোলোনের বক্তব্য বুঝতে ভুল হয়েছিল । এই কথা লিখে ক্ষমা চেয়ে টুইট করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর । তিনি টুইটে উল্লেখ্য করেন, তাড়াহুড়ো করে শিরানাম পড়তে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুল বুঝেছিলেন ।

গতকাল শশী থারুর একটি টুইটে লেখেন, " আন্তর্জাতিক শিক্ষা : আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভারতের 'ফেক নিউজের' স্বাদ দিচ্ছেন । অদ্ভুত ব্যাপার এটাই যে সবাই জানে কে বাংলাদেশকে স্বাধীন করেছে ।"

গতকালের একটি খবর দেখে তিনি এই টুইট করেন । যাতে লেখা ছিল, নরেন্দ্র মোদি বলেছেন, তিনি সত্যাগ্রহ আন্দোলনে করেছিলেন । এবং জেলে গিয়েছিলেন । এই খবর দেখার পরই টুইট করেন থারুর ।

পরে সম্পূর্ণ খবরটি পড়ে তিনি বুঝতে পারেন যে প্রধানমন্ত্রী বলেছেন, " বন্ধুদের সঙ্গে আমি সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়েছিলাম । আমায় গ্রেফতারও হতে হয়েছিল । তখন আমার বয়স ছিল ২২ বছর ।"

আরও পড়ুন : "রেকর্ড সংখ্যক ভোট দিন", বাংলায় টুইট মোদি-শাহের

সম্পূর্ণ খবরটি পরেই ভুল ভাঙ্গে শশী থারুরের । এরপর আজ সকালে তিনি ক্ষমা চেয়ে টুইট করেন । তাতে তিনি লিখেছেন, " আমি যদি ভুল হই তাহলে আমি ক্ষমা চাইতে দ্বিধা বোধ করি না ৷"

নয়াদিল্লি, 27 মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতা আন্দোলোনের বক্তব্য বুঝতে ভুল হয়েছিল । এই কথা লিখে ক্ষমা চেয়ে টুইট করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর । তিনি টুইটে উল্লেখ্য করেন, তাড়াহুড়ো করে শিরানাম পড়তে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুল বুঝেছিলেন ।

গতকাল শশী থারুর একটি টুইটে লেখেন, " আন্তর্জাতিক শিক্ষা : আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভারতের 'ফেক নিউজের' স্বাদ দিচ্ছেন । অদ্ভুত ব্যাপার এটাই যে সবাই জানে কে বাংলাদেশকে স্বাধীন করেছে ।"

গতকালের একটি খবর দেখে তিনি এই টুইট করেন । যাতে লেখা ছিল, নরেন্দ্র মোদি বলেছেন, তিনি সত্যাগ্রহ আন্দোলনে করেছিলেন । এবং জেলে গিয়েছিলেন । এই খবর দেখার পরই টুইট করেন থারুর ।

পরে সম্পূর্ণ খবরটি পড়ে তিনি বুঝতে পারেন যে প্রধানমন্ত্রী বলেছেন, " বন্ধুদের সঙ্গে আমি সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়েছিলাম । আমায় গ্রেফতারও হতে হয়েছিল । তখন আমার বয়স ছিল ২২ বছর ।"

আরও পড়ুন : "রেকর্ড সংখ্যক ভোট দিন", বাংলায় টুইট মোদি-শাহের

সম্পূর্ণ খবরটি পরেই ভুল ভাঙ্গে শশী থারুরের । এরপর আজ সকালে তিনি ক্ষমা চেয়ে টুইট করেন । তাতে তিনি লিখেছেন, " আমি যদি ভুল হই তাহলে আমি ক্ষমা চাইতে দ্বিধা বোধ করি না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.