ETV Bharat / bharat

Shashi Tharoor: শশীর কণ্ঠে কিশোরের গান, মন কাড়ল নেটিজেনদের - শশী থারুরের ছবি

মঞ্চে দাঁড়িয়ে গান গাইলেন কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ কিশোর কুমারের এক আজনবি হাসিনা সে (Ek Ajnabee Haseena Se) গানটি গেয়ে নেট নাগরিকদের মন জন করে নিয়েছেন তিনি ৷

Shashi Tharoor Sang Ek Ajnabee Haseena Se On Stage, Video gets viral
শশীর কণ্ঠে কিশোরের গান, মন কাড়ল নেটিজেনদের
author img

By

Published : Sep 6, 2021, 8:31 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : তাঁর শিক্ষাগত যোগ্যতা, শব্দের ভান্ডার, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব - নানা কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ এ বার তাঁর নয়া চমক ৷ সোশ্যাল মিডিয়ায় ফলোয়াররা তাঁকে পেলেন গায়ক অবতারে ৷ নিজের পারফরম্যান্সের ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন শশী স্বয়ং ৷ দক্ষ গায়ক না-হলেও তাঁর সাবলীল গায়কী মুগ্ধ করেছে নেট নাগরিকদের ৷

1974 সালে রাজেশ খান্না ও জিনত আমনের আজনবি ফিল্মের বিখ্যাত গানটি গেয়েছেন তিরুবনন্তপুরমের সাংসদ ৷ মঞ্চে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে গেয়েছেন, এক আজনবি হাসিনা সে (Ek Ajnabee Haseena Se) ৷ কিশোর কুমারের গানের বাণী ফোনে দেখতে দেখতে অবলীলায় গাইলেন শশী থারুর ৷ দুঁদে রাজনীতিককে এই নয়া অবতারে দেখে উচ্ছ্বাস ফেটে পড়তে দেখা গিয়েছে দর্শকদের ৷

Shashi Tharoor Sang Ek Ajnabee Haseena Se On Stage, Video gets viral
শশীর কণ্ঠে কিশোরের গান, মন কাড়ল নেটিজেনদের

আরও পড়ুন: BRICS Summit : এবারের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি

ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে কংগ্রেস সাংসদ লিখেছেন, "তথ্য ও প্রযুক্তি দফতরের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির হয়ে দূরদর্শন শ্রীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমি কোনও মহড়া ছাড়াই অপটু কণ্ঠে গানটি গাইলাম, তবে দারুণ উপভোগ করেছি ৷"

  • Oh! I though you gonna sing something from "Beatles" or old school rock. :). Good Sir.

    — S Soni (@SSoni61521739) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শশী থারুরের এই পারফরম্যান্স মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের ৷ তাঁর গায়কীকে কুর্নিশ জানিয়েছেন ফলোয়াররা ৷

  • After the cultural programme by Doordarshan Srinagar for the Parliamentary Standing Committee on Information Technology, I was persuaded to sing for the Members. Unrehearsed and amateur but do enjoy! pic.twitter.com/QDT4dwC6or

    — Shashi Tharoor (@ShashiTharoor) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Afghanistan: আলোচনায় রাজি মাসুদ, পঞ্জশিরের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

তবে শুধু সাধারণ মানুষই নন, শ্রীনিবাসের মতো পেশাদার গায়কও শশীর গানের প্রশংসা করেছেন ৷

  • Not bad at all sir

    — Srinivas singer (@singersrinivas) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শ্রীনগরে গিয়ে শনিবার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ৷ তবে বৈঠকের বিষয়ে সবিস্তার বিবৃতি দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: Bhawanipur By Election : ভবানীপুরে মমতার বিরুদ্ধে এগিয়ে প্রতাপ, আগামিকাল চূড়ান্ত হতে পারে বিজেপির প্রার্থী

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : তাঁর শিক্ষাগত যোগ্যতা, শব্দের ভান্ডার, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব - নানা কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ এ বার তাঁর নয়া চমক ৷ সোশ্যাল মিডিয়ায় ফলোয়াররা তাঁকে পেলেন গায়ক অবতারে ৷ নিজের পারফরম্যান্সের ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন শশী স্বয়ং ৷ দক্ষ গায়ক না-হলেও তাঁর সাবলীল গায়কী মুগ্ধ করেছে নেট নাগরিকদের ৷

1974 সালে রাজেশ খান্না ও জিনত আমনের আজনবি ফিল্মের বিখ্যাত গানটি গেয়েছেন তিরুবনন্তপুরমের সাংসদ ৷ মঞ্চে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে গেয়েছেন, এক আজনবি হাসিনা সে (Ek Ajnabee Haseena Se) ৷ কিশোর কুমারের গানের বাণী ফোনে দেখতে দেখতে অবলীলায় গাইলেন শশী থারুর ৷ দুঁদে রাজনীতিককে এই নয়া অবতারে দেখে উচ্ছ্বাস ফেটে পড়তে দেখা গিয়েছে দর্শকদের ৷

Shashi Tharoor Sang Ek Ajnabee Haseena Se On Stage, Video gets viral
শশীর কণ্ঠে কিশোরের গান, মন কাড়ল নেটিজেনদের

আরও পড়ুন: BRICS Summit : এবারের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি

ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে কংগ্রেস সাংসদ লিখেছেন, "তথ্য ও প্রযুক্তি দফতরের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির হয়ে দূরদর্শন শ্রীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমি কোনও মহড়া ছাড়াই অপটু কণ্ঠে গানটি গাইলাম, তবে দারুণ উপভোগ করেছি ৷"

  • Oh! I though you gonna sing something from "Beatles" or old school rock. :). Good Sir.

    — S Soni (@SSoni61521739) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শশী থারুরের এই পারফরম্যান্স মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের ৷ তাঁর গায়কীকে কুর্নিশ জানিয়েছেন ফলোয়াররা ৷

  • After the cultural programme by Doordarshan Srinagar for the Parliamentary Standing Committee on Information Technology, I was persuaded to sing for the Members. Unrehearsed and amateur but do enjoy! pic.twitter.com/QDT4dwC6or

    — Shashi Tharoor (@ShashiTharoor) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Afghanistan: আলোচনায় রাজি মাসুদ, পঞ্জশিরের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

তবে শুধু সাধারণ মানুষই নন, শ্রীনিবাসের মতো পেশাদার গায়কও শশীর গানের প্রশংসা করেছেন ৷

  • Not bad at all sir

    — Srinivas singer (@singersrinivas) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শ্রীনগরে গিয়ে শনিবার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ৷ তবে বৈঠকের বিষয়ে সবিস্তার বিবৃতি দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: Bhawanipur By Election : ভবানীপুরে মমতার বিরুদ্ধে এগিয়ে প্রতাপ, আগামিকাল চূড়ান্ত হতে পারে বিজেপির প্রার্থী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.