নয়াদিল্লি, 7 এপ্রিল: মঞ্চে উঠে গান গাওয়া ৷ সংসদের কাজের ফাঁকে সুন্দরী মহিলা সাংসদদের নিয়ে সেলফি ৷ এমনই নানা ঘটনায় বারবার অন্য রূপে ধরা দিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর (Shashi chats with Supriya at Lok Sabha) ৷ যেখানে তিনি দুঁদে রাজনীতিক বা সাংসদ নন, আদ্যন্ত এক রঙিন মানুষ ৷ আবারও নেটিজেনদের ঈগলচক্ষু খুঁজে নিল অন্য এক শশী থারুরকে ৷ সংসদেই ৷ লোকসভার অধিবেশনে ফারুক আবদুল্লাহের বক্তব্যের সময় বারামতীর সাংসদ সুপ্রিয়া সুলের সঙ্গে শশীর একান্ত আলাপচারিতার ছবি ও ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে ৷
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একটি ছোট ক্লিপ ভাইরাল হয়েছে ৷ ফারাগো আবদুল্লা নামে একটি হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ (Shashi Tharoor chats with Supriya Sule) তখন বক্তব্য রাখছেন লোকসভায় ৷ আর তার ঠিক পেছনে দেখা যাচ্ছে, নিজের চেয়ার থেকে ঝুঁকে পড়ে সামনের সারিতে থাকা সুপ্রিয়া সুলের সঙ্গে একান্ত আলাপচারিতায় ব্যস্ত শশী থারুর ৷ তবে সেই ভিডিয়োতে অরিজিনিয়াল অডিয়ো বদলে তার জায়গায় দক্ষিণি স্টার অল্লু অর্জুনের সুপারহিট ফিল্ম পুষ্পার জনপ্রিয় গান শ্রিভালরির ট্র্যাক বাজানো হয়েছে ৷
-
It was a great speech by Farooq Abdullah. Must listen for everyone. @ShashiTharoor pic.twitter.com/STQe0yulxG
— Farrago Abdullah (@abdullah_0mar) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It was a great speech by Farooq Abdullah. Must listen for everyone. @ShashiTharoor pic.twitter.com/STQe0yulxG
— Farrago Abdullah (@abdullah_0mar) April 6, 2022It was a great speech by Farooq Abdullah. Must listen for everyone. @ShashiTharoor pic.twitter.com/STQe0yulxG
— Farrago Abdullah (@abdullah_0mar) April 6, 2022
আরও পড়ুন: Shashi Tharoor With Women MPs: সংসদে নারীসঙ্গে শশী ! মহিলা সাংসদদের নিয়ে ছবি পোস্টে বিতর্ক
সংসদে তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা চলছে ৷ সেই সময় সুপ্রিয়া সুলের দিকে ঝুঁকে পড়ে শশী থারুরের কথা ও হাসিকে রসিকতার খোরাক করেছেন নেটনাগরিকরা ৷ ছড়িয়ে পড়েছে মিম ৷
-
That admiring look 👌 😍 👀 🤣 pic.twitter.com/TObf3m09D5
— Loka samastha sukhino bhavantu (@SunithaKarthik8) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">That admiring look 👌 😍 👀 🤣 pic.twitter.com/TObf3m09D5
— Loka samastha sukhino bhavantu (@SunithaKarthik8) April 6, 2022That admiring look 👌 😍 👀 🤣 pic.twitter.com/TObf3m09D5
— Loka samastha sukhino bhavantu (@SunithaKarthik8) April 6, 2022
-
Achaaa betaa, will see you outside. pic.twitter.com/Td0oKEtNCq
— Sarcartistic 🇦🇺🇮🇳 (@tweetotsav) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Achaaa betaa, will see you outside. pic.twitter.com/Td0oKEtNCq
— Sarcartistic 🇦🇺🇮🇳 (@tweetotsav) April 6, 2022Achaaa betaa, will see you outside. pic.twitter.com/Td0oKEtNCq
— Sarcartistic 🇦🇺🇮🇳 (@tweetotsav) April 6, 2022
- — Raju Sarkar (@infinite_raju) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Raju Sarkar (@infinite_raju) April 6, 2022
">— Raju Sarkar (@infinite_raju) April 6, 2022
-
Shashi Tharoor teaching us that work life balance is important pic.twitter.com/yDflm544OF
— AIl India Memes (@allindiamemes) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shashi Tharoor teaching us that work life balance is important pic.twitter.com/yDflm544OF
— AIl India Memes (@allindiamemes) April 6, 2022Shashi Tharoor teaching us that work life balance is important pic.twitter.com/yDflm544OF
— AIl India Memes (@allindiamemes) April 6, 2022
গত বছর নভেম্বরে কয়েকজন মহিলা সাংসদের সঙ্গে তাঁর সেলফিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তিনি সেই ছবি পোস্ট করে লিখেছিলেন, "কে বলে যে কাজ করার জন্য লোকসভা আকর্ষণীয় জায়গা নয় ? আজ সকালে আমার 6 জন সহ সাংসদদের সঙ্গে ৷" সেই ছবিতে সুপ্রিয়া সুলে ছাড়াও ছিলেন বাংলার দুই তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান (Shashi Tharoor chats with Supriya Sule as Farooq Abdullah gives a speech at Lok Sabha) ৷