ETV Bharat / bharat

Jamia Violence Case: জামিয়া হিংসা মামলায় বেকসুর খালাস শারজিল ইমাম ও আসিফ ইকবাল তানহা

author img

By

Published : Feb 4, 2023, 2:52 PM IST

দিল্লির সাকেত আদালত (Delhi Saket Court) 2019 সালের জামিয়া হিংসা মামলায় শারজিল ইমাম ও আসিফ ইকবাল তানহাকে বেকসুর খালাস করে দিয়েছে । যদিও আরও অনেক মামলার জন্য শারজিলকে আপাতত কারাগারেই থাকতে হবে ।

Jamia Violence Case
Jamia Violence Case

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: দিল্লির সাকেত আদালতের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেলেন শারজিল ইমাম (Sharjeel Imam) ৷ 2019 সালের জামিয়া হিংসা মামলায় জেএনইউ (JNU)-এর এই প্রাক্তন ছাত্রকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত ৷ শনিবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে ৷ তার মধ্যে অন্যতম দিল্লি হিংসার (Delhi Violence) সময় উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ৷ সেই কারণে তাঁকে আপাতত জেলেই থাকতে হবে ৷ একই মামলায় আসিফ ইকবাল তানহাকেও বেকসুর খালাস করে দিয়েছে আদালত ৷

2019 সালে নাগরিকত্ব আইন সংশোধন (CAA) করে কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি (BJP) বিরোধী দলগুলি ৷ দেশের বিভিন্ন অংশে বিক্ষোভও হয় ৷ সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লিতে পুলিশের (Delhi Police) মধ্যে সংঘর্ষ হয় ৷ সেই সময় শারজিলের বিরুদ্ধে হিংসাতে উস্কানি দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছিল ৷ দিল্লি হিংসা মামলাতেও জামিনের আবেদন করেছে শারজিল ৷ সেই আবেদন দিল্লি হাইকোর্টে (Delhi High Court) করা হয়েছে ৷ তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত আদালত জানায়নি ৷

দিল্লি পুলিশ থেকে জানা গিয়েছে, 2019 সালের 15 ডিসেম্বর 2019 সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির (NRC) বিরুদ্ধে প্রতিবাদ করে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকায় রাস্তা অবরোধ করে । এই মামলার তদন্তের সময় তদন্তকারীরা দেখেন যে এটি স্পষ্ট হয়ে যায় যে ওই বিক্ষোভের দু’দিন আগে 13 ডিসেম্বর জামিয়া এলাকায় শারজিল ইমাম একটি উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন ৷ তার পরে 15 ডিসেম্বর বিক্ষোভকারীরা হিংসাত্মক বিক্ষোভ দেখায়৷ এর পরই পুলিশ শারজিল ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সাম্প্রদায়িক হিংসা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে ৷ বিশৃঙ্খলা ছড়ানোর ধারাতেও একটি মামলা দায়ের করা হয় । সেই মামলাতেই বেকসুর খালাস পেলেন শারজিল ইমাম ৷

শারজিল ইমামের গ্রেফতারি নিয়ে কেন্দ্রের সরকার ও বিজেপিকে কাঠগড়ায় তুলেছিল বিরোধীরা ৷ সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বলেই শারজিলকে গ্রেফতার করা হয় বলে বিরোধীরা অভিযোগ করেছিল ৷ তাই শনিবার আদালতের এই সিদ্ধান্তের পর বিরোধীরা ফের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াবে বলে মনে করেছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন: শারজিল ইমামের এক বছরের হাজতবাস : গণতন্ত্রের এক ধাঁধা

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: দিল্লির সাকেত আদালতের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেলেন শারজিল ইমাম (Sharjeel Imam) ৷ 2019 সালের জামিয়া হিংসা মামলায় জেএনইউ (JNU)-এর এই প্রাক্তন ছাত্রকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত ৷ শনিবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে ৷ তার মধ্যে অন্যতম দিল্লি হিংসার (Delhi Violence) সময় উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ৷ সেই কারণে তাঁকে আপাতত জেলেই থাকতে হবে ৷ একই মামলায় আসিফ ইকবাল তানহাকেও বেকসুর খালাস করে দিয়েছে আদালত ৷

2019 সালে নাগরিকত্ব আইন সংশোধন (CAA) করে কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি (BJP) বিরোধী দলগুলি ৷ দেশের বিভিন্ন অংশে বিক্ষোভও হয় ৷ সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লিতে পুলিশের (Delhi Police) মধ্যে সংঘর্ষ হয় ৷ সেই সময় শারজিলের বিরুদ্ধে হিংসাতে উস্কানি দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছিল ৷ দিল্লি হিংসা মামলাতেও জামিনের আবেদন করেছে শারজিল ৷ সেই আবেদন দিল্লি হাইকোর্টে (Delhi High Court) করা হয়েছে ৷ তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত আদালত জানায়নি ৷

দিল্লি পুলিশ থেকে জানা গিয়েছে, 2019 সালের 15 ডিসেম্বর 2019 সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির (NRC) বিরুদ্ধে প্রতিবাদ করে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকায় রাস্তা অবরোধ করে । এই মামলার তদন্তের সময় তদন্তকারীরা দেখেন যে এটি স্পষ্ট হয়ে যায় যে ওই বিক্ষোভের দু’দিন আগে 13 ডিসেম্বর জামিয়া এলাকায় শারজিল ইমাম একটি উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন ৷ তার পরে 15 ডিসেম্বর বিক্ষোভকারীরা হিংসাত্মক বিক্ষোভ দেখায়৷ এর পরই পুলিশ শারজিল ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সাম্প্রদায়িক হিংসা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে ৷ বিশৃঙ্খলা ছড়ানোর ধারাতেও একটি মামলা দায়ের করা হয় । সেই মামলাতেই বেকসুর খালাস পেলেন শারজিল ইমাম ৷

শারজিল ইমামের গ্রেফতারি নিয়ে কেন্দ্রের সরকার ও বিজেপিকে কাঠগড়ায় তুলেছিল বিরোধীরা ৷ সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বলেই শারজিলকে গ্রেফতার করা হয় বলে বিরোধীরা অভিযোগ করেছিল ৷ তাই শনিবার আদালতের এই সিদ্ধান্তের পর বিরোধীরা ফের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াবে বলে মনে করেছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন: শারজিল ইমামের এক বছরের হাজতবাস : গণতন্ত্রের এক ধাঁধা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.