ETV Bharat / bharat

Death Threat: শরদ পাওয়ার, সঞ্জয় রাউত ও তাঁর ভাইকে প্রাণনাশের হুমকি - সঞ্জয় রাউত

এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও তাঁর ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ৷ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে ৷ শুরু হয়েছে তদন্ত ৷

Sharad Pawar
Sharad Pawar
author img

By

Published : Jun 9, 2023, 2:39 PM IST

মুম্বই, 9 জুন: হোয়টসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে ৷ তাঁর কন্যা সাংসদ সুপ্রিয়া সুলে শুক্রবার এ কথা জানিয়েছেন ৷ তাঁর দাবি, শরদ পাওয়ারকে একটি ওয়েবসাইটের মাধ্যমে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়েছে । পাওয়ার ছাড়াও সঞ্জয় রাউত ও তাঁর ভাই সুনীল রাউতও পেয়েছেন প্রাণনাশের হুমকি ৷

শরদ পাওয়ার যে হুমকি বার্তা পেয়েছেন তার প্রিন্টআউট দেখিয়ে লোকসভায় বারামতীর সাংসদ সুপ্রিয়া সাংবাদিকদের বলেন, "আমি পাওয়ার সাহেবের জন্য হোয়াটসঅ্যাপে একটি বার্তা পেয়েছি । তাঁকে একটি ওয়েবসাইটের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে ।" বিষয়টি জানানোর জন্য 53 বছর বয়সি সুপ্রিয়া মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারের সঙ্গে দেখা করেন ৷ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে রয়েছেন, সেই দেবেন্দ্র ফড়ণবীস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়য়ে নজর দেওয়ার জন্য অনুরোধ করেছেন সুপ্রিয়া । পুলিশের কাছে হুমকির স্ক্রিনশটের প্রিন্টআউট জমা দিয়েছেন তিনি । তাঁর কথায়, "আমি বিচারের দাবিতে পুলিশের কাছে এসেছি । আমি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি । এই ধরনের কর্মকাণ্ড নিম্ন-স্তরের রাজনীতি এবং এটি বন্ধ হওয়া উচিত ৷"

মুম্বই পুলিশের আধিকারিকরা বলেছেন যে, শহরের দক্ষিণ সাইবার থানায় এই বিষয়ে এফআইআর দায়ের করার প্রক্রিয়া চলছে । অতীতেও কেন্দ্র এবং মহারাষ্ট্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা শরদ পাওয়ার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন ।

এ দিকে, শুধু পাওয়ারই নন, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের দলের সাংসদ সঞ্জয় রাউত এবং তাঁর ভাই সুনীল রাউতও গতকাল থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন । সুনীল রাউত একটি হুমকি ফোন কল পান । মুম্বইয়ের পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঘটনার কথা জানানো হয়েছে ।

আরও পড়ুন: নয়া সংসদ ভবন উদ্বোধনের আচার-অনুষ্ঠান দেশকে পিছিয়ে দিচ্ছে, অভিযোগ শরদ পাওয়ারের

অন্যদিকে, উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে । সঞ্জয় রাউতের বিধায়ক ভাই সুনীল রাউত এক অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়েছিলেন, যিনি সঞ্জয় রাউতকে হত্যার হুমকি দেন । ভাইরাল হয়েছে সেই কথোপকথন । সেখানে ফোনের ওপারের লোকটি সঞ্জয় রাউতকে সাংবাদিক সম্মেলন বন্ধ করতে বলছেন এবং তা না করলে তাঁকে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে । পাশাপাশি কথাবার্তায় উভয় পক্ষের গালিগালাজও শোনা গিয়েছে ।

আজ সকালে শারদ পাওয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে । তারপরই জানা যায়, সঞ্জয় রাউতের কাছে আসা হুমকি ফোনের কথা ৷ এর আগে, এপ্রিল মাসে হুমকি পেয়েছিলেন সঞ্জয় রাউত । এই ঘটনায় পুনের এক যুবককে আটক করা হয়েছিল । সেই যুবকের নাম রাহুল তালেকার । 8 জুন বিকেল 5টার দিকে সঞ্জয় রাউত আবার হুমকি পান । হুমকি ফোনে হিন্দিতে কথা বলা হয়।

মুম্বই, 9 জুন: হোয়টসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে ৷ তাঁর কন্যা সাংসদ সুপ্রিয়া সুলে শুক্রবার এ কথা জানিয়েছেন ৷ তাঁর দাবি, শরদ পাওয়ারকে একটি ওয়েবসাইটের মাধ্যমে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়েছে । পাওয়ার ছাড়াও সঞ্জয় রাউত ও তাঁর ভাই সুনীল রাউতও পেয়েছেন প্রাণনাশের হুমকি ৷

শরদ পাওয়ার যে হুমকি বার্তা পেয়েছেন তার প্রিন্টআউট দেখিয়ে লোকসভায় বারামতীর সাংসদ সুপ্রিয়া সাংবাদিকদের বলেন, "আমি পাওয়ার সাহেবের জন্য হোয়াটসঅ্যাপে একটি বার্তা পেয়েছি । তাঁকে একটি ওয়েবসাইটের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে ।" বিষয়টি জানানোর জন্য 53 বছর বয়সি সুপ্রিয়া মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারের সঙ্গে দেখা করেন ৷ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে রয়েছেন, সেই দেবেন্দ্র ফড়ণবীস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়য়ে নজর দেওয়ার জন্য অনুরোধ করেছেন সুপ্রিয়া । পুলিশের কাছে হুমকির স্ক্রিনশটের প্রিন্টআউট জমা দিয়েছেন তিনি । তাঁর কথায়, "আমি বিচারের দাবিতে পুলিশের কাছে এসেছি । আমি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি । এই ধরনের কর্মকাণ্ড নিম্ন-স্তরের রাজনীতি এবং এটি বন্ধ হওয়া উচিত ৷"

মুম্বই পুলিশের আধিকারিকরা বলেছেন যে, শহরের দক্ষিণ সাইবার থানায় এই বিষয়ে এফআইআর দায়ের করার প্রক্রিয়া চলছে । অতীতেও কেন্দ্র এবং মহারাষ্ট্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা শরদ পাওয়ার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন ।

এ দিকে, শুধু পাওয়ারই নন, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের দলের সাংসদ সঞ্জয় রাউত এবং তাঁর ভাই সুনীল রাউতও গতকাল থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন । সুনীল রাউত একটি হুমকি ফোন কল পান । মুম্বইয়ের পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঘটনার কথা জানানো হয়েছে ।

আরও পড়ুন: নয়া সংসদ ভবন উদ্বোধনের আচার-অনুষ্ঠান দেশকে পিছিয়ে দিচ্ছে, অভিযোগ শরদ পাওয়ারের

অন্যদিকে, উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে । সঞ্জয় রাউতের বিধায়ক ভাই সুনীল রাউত এক অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়েছিলেন, যিনি সঞ্জয় রাউতকে হত্যার হুমকি দেন । ভাইরাল হয়েছে সেই কথোপকথন । সেখানে ফোনের ওপারের লোকটি সঞ্জয় রাউতকে সাংবাদিক সম্মেলন বন্ধ করতে বলছেন এবং তা না করলে তাঁকে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে । পাশাপাশি কথাবার্তায় উভয় পক্ষের গালিগালাজও শোনা গিয়েছে ।

আজ সকালে শারদ পাওয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে । তারপরই জানা যায়, সঞ্জয় রাউতের কাছে আসা হুমকি ফোনের কথা ৷ এর আগে, এপ্রিল মাসে হুমকি পেয়েছিলেন সঞ্জয় রাউত । এই ঘটনায় পুনের এক যুবককে আটক করা হয়েছিল । সেই যুবকের নাম রাহুল তালেকার । 8 জুন বিকেল 5টার দিকে সঞ্জয় রাউত আবার হুমকি পান । হুমকি ফোনে হিন্দিতে কথা বলা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.