ETV Bharat / bharat

Smriti Daughter Wedding: খিমসার দুর্গে বড় মেয়ের বিয়ে, রাজস্থানে পৌঁছলেন স্মৃতি - রাজস্থানে স্মৃতি

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর বড় মেয়ে শানেল জুবিন ইরানির বিয়ের জন্য পৌঁছলেন রাজস্থানের খিমসারে (Smriti Daughter Wedding)৷ ইরানি পরিবার শুক্রবার পর্যন্ত এই দুর্গ বুক করেছে ।

Smriti Daughter Wedding ETV Bharat
স্মৃতির মেয়ের বিয়ে
author img

By

Published : Feb 8, 2023, 12:58 PM IST

যোধপুর, 8 ফেব্রুয়ারি: স্মৃতি ইরানির বড় মেয়ে শানেল জুবিন ইরানির বিয়ে (Shanelle Zubin Irani Wedding) বৃহস্পতিবার ৷ বিয়ে হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং-এর অন্যতম সেরা ঠিকানা রাজস্থানে ৷ তাই বিয়ের আসরে যোগ দিতে বুধবার সকাল সকাল যোধপুর পৌঁছলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী (Smriti Irani In Khimsar Fort)। সেখান থেকে তিনি সরাসরি খিমসার চলে যান । প্রাক্তন মন্ত্রী গজেন্দ্র সিং-কে নিয়ে খিমসারে পৌঁছন স্মৃতি (Smriti Daughter Wedding)। এই বিয়ের অনুষ্ঠানের পুরো দায়িত্ব নিজে হাতে সামলাচ্ছেন প্রাক্তন মন্ত্রী স্বয়ং ।

ভিভিআইপিদের মেলা বসবে খিমসারে: 500 বছরের পুরনো খিমসার দুর্গ । বালিয়াড়িতে ঘেরা এই দুর্গ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দুটোই চমৎকার । শোনা যাচ্ছে, আগামী দুই দিন (আজ ও আগামিকাল) 50 জনেরও বেশি ভিভিআইপি অতিথি মন্ত্রী-কন্যার বিয়ে উপলক্ষে এই ঐতিহাসিক দুর্গে পৌঁছবেন । থাকবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেকেই । আজ থেকেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান ৷

দুই রীতিতে বিয়ে: মনে করা হচ্ছে, পার্সি ও পঞ্জাবি উভয় পদ্ধতিতেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পন্ন হবে । ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান অর্জুন ভাল্লাকে বিয়ে করছেন শানেল । বরের পরিবারের সদস্যরাও পৌঁছে গিয়েছে খিমসারে । শানেলের বাবা জুবিন ইরানি বিয়েতে যোগ দিতে মঙ্গলবারই যোধপুর পৌঁছে গিয়েছেন ৷ নাগৌর যাওয়ার আগে তিনি হাত জোড় করে সংবাদমাধ্যমের অভিবাদন গ্রহণ করেছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ।

আরও পড়ুন: স্মৃতির অভিযোগের পর নারী ও শিশু কল্যাণ দফতরের অর্থ খরচ নিয়ে বৈঠকে নবান্ন

খিমসারের বিশেষত্ব: এই বিয়ের জন্য খিমসার দুর্গ একেবারে নতুন বউয়ের রূপ নিয়েছে ৷ ফুল ও আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা দুর্গ ৷ এর বিশেষ আকর্ষণ দুর্গের কাছাকাছি অবস্থিত বালুকাময় উপকূল । শুক্রবার পর্যন্ত এই দুর্গ বুক করেছে স্মৃতি ইরানির পরিবার ৷ এখানেই আংটি পরিয়ে শানেলকে প্রোপোজ করেছিলেন অর্জুন ।

স্মৃতির স্বামীর প্রথম স্ত্রীর কন্যা শানেল: শানেল স্মৃতি ইরানির স্বামী জুবিনের প্রথম স্ত্রী মোনার মেয়ে । শানেল এলএলবি করেছেন এবং তিনি পেশায় একজন আইনজীবী । তাঁর হবু বর অর্জুনও একজন আইনজীবী । দুজনে 2021 সালে বাগদান করেন । আর এ বার তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ৷ নবদম্পতির জন্য রইল শুভেচ্ছা ৷

যোধপুর, 8 ফেব্রুয়ারি: স্মৃতি ইরানির বড় মেয়ে শানেল জুবিন ইরানির বিয়ে (Shanelle Zubin Irani Wedding) বৃহস্পতিবার ৷ বিয়ে হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং-এর অন্যতম সেরা ঠিকানা রাজস্থানে ৷ তাই বিয়ের আসরে যোগ দিতে বুধবার সকাল সকাল যোধপুর পৌঁছলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী (Smriti Irani In Khimsar Fort)। সেখান থেকে তিনি সরাসরি খিমসার চলে যান । প্রাক্তন মন্ত্রী গজেন্দ্র সিং-কে নিয়ে খিমসারে পৌঁছন স্মৃতি (Smriti Daughter Wedding)। এই বিয়ের অনুষ্ঠানের পুরো দায়িত্ব নিজে হাতে সামলাচ্ছেন প্রাক্তন মন্ত্রী স্বয়ং ।

ভিভিআইপিদের মেলা বসবে খিমসারে: 500 বছরের পুরনো খিমসার দুর্গ । বালিয়াড়িতে ঘেরা এই দুর্গ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দুটোই চমৎকার । শোনা যাচ্ছে, আগামী দুই দিন (আজ ও আগামিকাল) 50 জনেরও বেশি ভিভিআইপি অতিথি মন্ত্রী-কন্যার বিয়ে উপলক্ষে এই ঐতিহাসিক দুর্গে পৌঁছবেন । থাকবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেকেই । আজ থেকেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান ৷

দুই রীতিতে বিয়ে: মনে করা হচ্ছে, পার্সি ও পঞ্জাবি উভয় পদ্ধতিতেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পন্ন হবে । ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান অর্জুন ভাল্লাকে বিয়ে করছেন শানেল । বরের পরিবারের সদস্যরাও পৌঁছে গিয়েছে খিমসারে । শানেলের বাবা জুবিন ইরানি বিয়েতে যোগ দিতে মঙ্গলবারই যোধপুর পৌঁছে গিয়েছেন ৷ নাগৌর যাওয়ার আগে তিনি হাত জোড় করে সংবাদমাধ্যমের অভিবাদন গ্রহণ করেছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ।

আরও পড়ুন: স্মৃতির অভিযোগের পর নারী ও শিশু কল্যাণ দফতরের অর্থ খরচ নিয়ে বৈঠকে নবান্ন

খিমসারের বিশেষত্ব: এই বিয়ের জন্য খিমসার দুর্গ একেবারে নতুন বউয়ের রূপ নিয়েছে ৷ ফুল ও আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা দুর্গ ৷ এর বিশেষ আকর্ষণ দুর্গের কাছাকাছি অবস্থিত বালুকাময় উপকূল । শুক্রবার পর্যন্ত এই দুর্গ বুক করেছে স্মৃতি ইরানির পরিবার ৷ এখানেই আংটি পরিয়ে শানেলকে প্রোপোজ করেছিলেন অর্জুন ।

স্মৃতির স্বামীর প্রথম স্ত্রীর কন্যা শানেল: শানেল স্মৃতি ইরানির স্বামী জুবিনের প্রথম স্ত্রী মোনার মেয়ে । শানেল এলএলবি করেছেন এবং তিনি পেশায় একজন আইনজীবী । তাঁর হবু বর অর্জুনও একজন আইনজীবী । দুজনে 2021 সালে বাগদান করেন । আর এ বার তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ৷ নবদম্পতির জন্য রইল শুভেচ্ছা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.