নয়াদিল্লি, 29 অক্টোবর : মেয়াদ বাড়ল শক্তিকান্ত দাসের ৷ কেন্দ্রীয় সরকার ভারতের 'রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া'-র (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাসের মেয়াদ আরও 3 বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল ৷
শক্তিকান্ত দাস দেশের 25তম গভর্নর হিসেবে 2018-র 11 ডিসেম্বর নিযুক্ত হন ৷ সেই সময় 3 বছরের জন্য তাঁকে নিয়োগ করা হয়েছিল ৷ সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে 28 অক্টোবর একটি সরকারি আদেশনামা প্রকাশ করে 10 ডিসেম্বর, 2021-এর পরেও দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কে তাঁর গভর্নর পদে আসীন থাকার কথা জানানো হয় ৷ এর ফলে 2024-এর ডিসেম্বর পর্যন্ত আরবিআই-এর গভর্নর থাকবেন শক্তিকান্ত দাস (Shaktikanta Das) ৷
আরও পড়ুন : RBI: আরবিআই-এর নজরদারি শহরের একাধিক সমবায় ব্যাঙ্কের উপর, বাতিল করা হতে পারে লাইসেন্সও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নেতৃত্বে গঠিত 'অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ ক্যাবিনেট' (Appointments Committee of Cabinet) এই সিদ্ধান্ত নিয়েছে ৷