ETV Bharat / bharat

Shah Rukh Khan: দামি ঘড়ির শুল্ক না-মেটানোর অভিযোগ, বিমানবন্দর থেকে বেরোতে বাধা শাহরুখকে - মুম্বই বিমানবন্দর

মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) থেকে বেরোতে বাধা দেওয়া হল শাহরুখ খানকে (Shah Rukh Khan) ৷ শুক্রবার রাতে ঠিক কী ঘটেছিল ?

Shah Rukh Khan stopped by customs officials at Mumbai airport
Shah Rukh Khan: দামি ঘড়ির শুল্ক না মেটানোর অভিযোগ, বিমানবন্দর থেকে বেরোতে বাধা শাহরুখকে
author img

By

Published : Nov 12, 2022, 6:12 PM IST

মুম্বই, 12 নভেম্বর: বিদেশ থেকে ফেরার পর মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) আটকানো হল বলিউড অভিনেতা শাহরুখ খানকে (Shah Rukh Khan) ৷ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুল্ক দফতরের (Customs Department) তরফে কিং খানকে আটকানো হয় ৷ শাহরুখ ও তাঁর দলের সঙ্গে যে লটবহর ছিল, তাতে বেশ কয়েকটি দামি ঘড়ি ছিল ৷ তার জেরেই অভিনেতাকে বিমানবন্দরে আটকে রাখা হয় ৷ সূত্রের দাবি, বহুমূল্যের ওই ঘড়িগুলি নিয়ে দেশে ঢোকার আগে তাঁকে 6 লক্ষ 83 হাজার টাকা শুল্ক দফতরকে মেটাতে হত ৷ সেই টাকা না পেয়েই শুল্ক দফতরের পক্ষ থেকে তাঁকে আটকে দেওয়া হয় ৷ বলা হয়, শুল্ক দফতরকে পাওনা টাকা না মিটিয়ে বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না অভিনেতা ৷

উল্লেখ্য, একটি অনুষ্ঠানে যোগ দিতে শারজা (Sharjah) গিয়েছিলেন বলিউডের বাদশা ৷ শুক্রবার রাতে প্রাইভেট জেটে দেশে ফেরেন তিনি ৷ মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে অবতরণ করে তাঁর বিমান ৷ আর তারপরই এই বিপত্তি ঘটে ৷ শাহরুখ ও তাঁর দলের বাকিদের সঙ্গে থাকা ব্যাগের ভিতর ওই দামি ঘড়িগুলি পাওয়া যায় ৷

আরও পড়ুন: SRK Looking At Deepika: 2007 সাল থেকে দীপিকার দিকে তাকিয়ে রয়েছেন, বললেন শাহরুখ

সূত্রের খবর, শুল্ক দফতরের সমস্ত ঝক্কি সামলানোর পরই শাহরুখ ও তাঁর ম্য়ানেজার বিমানবন্দরের বাইরে বের হতে পারেন ৷ অন্যদিকে, তাঁর বডিগার্ড-সহ দলের বাকি কয়েকজন সদস্য শনিবার সকালে বিমানবন্দর ছাড়ার অনুমতি পান ৷ শোনা যাচ্ছে, শাহরুখের সঙ্গে থাকা ব্যাগের ভিতরেই ছ'টি এমন ঘড়ি পাওয়া যায়, যার দাম প্রায় 18 লক্ষ টাকা !

প্রসঙ্গত, শারজায় আন্তর্জাতিক বইমেলার (Sharjah International Book Fair 2022) আসর বসেছে ৷ শুক্রবার সেই অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ ৷ অনুষ্ঠানমঞ্চে শাহরুখকে সিনেমা ও সাংস্কৃতিক জগতের 'আইকন' হিসাবে পুরস্কৃত (Global Icon of Cinema and Cultural Narrative Award) করা হয় ৷ আন্তর্জাতিক পরিসরে সিনেমা ও সংস্কৃতিতে তাঁর অবদানের জন্যই শাহরুখকে এই স্বীকৃতি দেওয়া হয় ৷ আর তার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বই বিমানবন্দরে এসে আটকে থাকতে হয় বলিউডের এই সুপারস্টারকে ৷

মুম্বই, 12 নভেম্বর: বিদেশ থেকে ফেরার পর মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) আটকানো হল বলিউড অভিনেতা শাহরুখ খানকে (Shah Rukh Khan) ৷ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুল্ক দফতরের (Customs Department) তরফে কিং খানকে আটকানো হয় ৷ শাহরুখ ও তাঁর দলের সঙ্গে যে লটবহর ছিল, তাতে বেশ কয়েকটি দামি ঘড়ি ছিল ৷ তার জেরেই অভিনেতাকে বিমানবন্দরে আটকে রাখা হয় ৷ সূত্রের দাবি, বহুমূল্যের ওই ঘড়িগুলি নিয়ে দেশে ঢোকার আগে তাঁকে 6 লক্ষ 83 হাজার টাকা শুল্ক দফতরকে মেটাতে হত ৷ সেই টাকা না পেয়েই শুল্ক দফতরের পক্ষ থেকে তাঁকে আটকে দেওয়া হয় ৷ বলা হয়, শুল্ক দফতরকে পাওনা টাকা না মিটিয়ে বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না অভিনেতা ৷

উল্লেখ্য, একটি অনুষ্ঠানে যোগ দিতে শারজা (Sharjah) গিয়েছিলেন বলিউডের বাদশা ৷ শুক্রবার রাতে প্রাইভেট জেটে দেশে ফেরেন তিনি ৷ মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে অবতরণ করে তাঁর বিমান ৷ আর তারপরই এই বিপত্তি ঘটে ৷ শাহরুখ ও তাঁর দলের বাকিদের সঙ্গে থাকা ব্যাগের ভিতর ওই দামি ঘড়িগুলি পাওয়া যায় ৷

আরও পড়ুন: SRK Looking At Deepika: 2007 সাল থেকে দীপিকার দিকে তাকিয়ে রয়েছেন, বললেন শাহরুখ

সূত্রের খবর, শুল্ক দফতরের সমস্ত ঝক্কি সামলানোর পরই শাহরুখ ও তাঁর ম্য়ানেজার বিমানবন্দরের বাইরে বের হতে পারেন ৷ অন্যদিকে, তাঁর বডিগার্ড-সহ দলের বাকি কয়েকজন সদস্য শনিবার সকালে বিমানবন্দর ছাড়ার অনুমতি পান ৷ শোনা যাচ্ছে, শাহরুখের সঙ্গে থাকা ব্যাগের ভিতরেই ছ'টি এমন ঘড়ি পাওয়া যায়, যার দাম প্রায় 18 লক্ষ টাকা !

প্রসঙ্গত, শারজায় আন্তর্জাতিক বইমেলার (Sharjah International Book Fair 2022) আসর বসেছে ৷ শুক্রবার সেই অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ ৷ অনুষ্ঠানমঞ্চে শাহরুখকে সিনেমা ও সাংস্কৃতিক জগতের 'আইকন' হিসাবে পুরস্কৃত (Global Icon of Cinema and Cultural Narrative Award) করা হয় ৷ আন্তর্জাতিক পরিসরে সিনেমা ও সংস্কৃতিতে তাঁর অবদানের জন্যই শাহরুখকে এই স্বীকৃতি দেওয়া হয় ৷ আর তার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বই বিমানবন্দরে এসে আটকে থাকতে হয় বলিউডের এই সুপারস্টারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.