ETV Bharat / bharat

SRK Dials Himanta: 'কে শাহরুখ' মন্তব্যের পর অসমের মুখ্যমন্ত্রীকে ফোন বাদশার, কী বললেন ? - Actor Shah Rukh Khan

শাহরুখ খানকে (Shah Rukh Khan) চেনেন না মন্তব্যের পরদিনই বাদশার তরফে এল হিমন্তর কাছে ফোন ৷ রবিবার সেকথা খোদ টুইটারে জানালেন অসমের মুখ্যমন্ত্রী (Assam CM) ৷ সিনেমা প্রদর্শনের সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে তিনি শাহরুখকে আশ্বস্ত করেছেন বলেও জানান ৷

SRK Dials Himanta
অসমের মুখ্যমন্ত্রীকে ফোন বাদশার
author img

By

Published : Jan 22, 2023, 4:07 PM IST

গুয়াহাটি, 22 জানুয়ারি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) শনিবার জানিয়েছিলেন শাহরুখ খান (Actor Shah Rukh Khan) তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যাপারটি খতিয়ে দেখবেন ৷ বলিউড বাদশাকে 'শাহরুখ খান কে?' বলে তিরস্কার করেছিলেন তিনি ৷ কিন্তু এরপরেই আজ এল ফোন ৷ খোদ বাদশা ফোন করলেন হিমন্তকে (SRK Dials Himanta) ৷

শাহরুখের ফোন হিমন্তকে: আর একথা নিজেই রবিবার সকালে টুইট করে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ তিনি জানান, শাহরুখ খান তাঁর সিনেমার স্ক্রিনিংয়ের সময় গুয়াহাটিতে একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন । তাঁর ফিল্মের প্রদর্শনের সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না ৷ হিমন্ত বাদশাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন ৷ তাঁর সরকার রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি শাহরুখ খানকে জানান ।

অসমের মুখ্যমন্ত্রী টুইট করেন: "বলিউড অভিনেতা শাহরুখ খান আমাকে ফোন করেছিলেন এবং আমরা রাত 2টোয় দুজনে ফোনে কথা বলেছি । তিনি তাঁর চলচ্চিত্রের প্রদর্শনের সময় গুয়াহাটিতে একটি ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । আমি তাঁকে আশ্বস্ত করেছি যে আইনশৃঙ্খলা বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব । আমরা তদন্ত করব এবং এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না, তা নিশ্চিত করব ৷ "

বজরং দলের তাণ্ডব: প্রসঙ্গত, শুক্রবার অসমের নরেঙ্গির একটি সিনেমাহলে বজরং দলের সদস্যরা পাঠানের পোস্টার ছিঁড়ে পুড়িয়ে তাণ্ডব চালিয়েছে । তাদের দাবি, অসমে 'পাঠান' দেখানো হবে না । শনিবার মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা এই ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "শাহরুখ খান কে? আমি তাঁর বা পাঠান সিনেমা সম্পর্কে কিছুই জানি না ।" এরপর সাংবাদিকরা বিশ্বশর্মাকে জানান, শাহরুখ খান একজন বলিউড সুপারস্টার । এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "অসমবাসীর হিন্দি সিনেমা নয়, অসমিয়া সিনেমা নিয়ে আগ্রহ থাকা উচিত ।" এ প্রসঙ্গে নিপন গোস্বামী পরিচালিত প্রথম সিনেমা 'ডঃ বেজবরুয়া, পার্ট 2'-এর উল্লেখ করে তিনি বলেন, "খুব শিগগিরি সিনেমাটি মুক্তি পাবে। মানুষের সেটি দেখা উচিত।"

  • Bollywood actor Shri @iamsrk called me and we talked today morning at 2 am. He expressed concern about an incident in Guwahati during screening of his film. I assured him that it’s duty of state govt to maintain law & order. We’ll enquire and ensure no such untoward incidents.

    — Himanta Biswa Sarma (@himantabiswa) January 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফোন করলে ব্যাপারটা খতিয়ে দেখা হবে: গুয়াহাটির কাণ্ড নিয়ে সাংবাদিকরা হিমন্ত বিশ্বশর্মাকে প্রশ্ন করেন । তখন তিনি বলেন, "খান আমাকে ফোন করেননি, যদিও এই সমস্যা নিয়ে বলিউডের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন । তিনি যদি যোগাযোগ করেন, আমি এই ব্যাপারটা খতিয়ে দেখব । আইনশৃঙ্খলা লঙ্ঘন করা হলে এবং মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে ৷" তারপরেই রবিবার ফোন এল বাদশার তরফে ৷

পাঠান সিনেমা: উল্লেখ্য, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এবং সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত 'পাঠান' সিনেমাটি মুক্তি পাবে 25 জানুয়ারি । ইতিমধ্যে সিনেমার 'বেশরম' গানটি নিয়ে দেশজুড়ে বিতর্কের আগুন জ্বলছে । সিনেমাহলে মুক্তির আগেই আরও বেশি করে আলোয় এসেছেন কিং খান আর তাঁর 'পাঠান' (Himanta Biswa Sarma comments over Shahrukh Khan)।

বেশরম রং গান: এই গানটি (Pathan Besharam Rang song) মুক্তি পাওয়ার পরে এ নিয়ে মাঠে নামেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম সিং । দীপিকা পাড়ুকোন ও শাহরুখ অভিনীত গানটিতে দীপিকার পোশাকের রং গেরুয়া, যা বিজেপির প্রতীকের রং । গানে এই রঙের পোশাকে অভিনেত্রীর দৃশ্যায়ন অনেকের অপমানজনক বলে মনে হয়েছে । একাধিক বিজেপি নেতা, বিশ্ব হিন্দু পরিষদ সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে । এছাড়া গানটিতে নায়ক-নায়িকার বিভিন্ন দৃশ্য অশ্লীল বলে উল্লেখ করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ৷

আরও পড়ুন: 'শাহরুখ খান কে ? পাঠান কী জানি না !', দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, 22 জানুয়ারি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) শনিবার জানিয়েছিলেন শাহরুখ খান (Actor Shah Rukh Khan) তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যাপারটি খতিয়ে দেখবেন ৷ বলিউড বাদশাকে 'শাহরুখ খান কে?' বলে তিরস্কার করেছিলেন তিনি ৷ কিন্তু এরপরেই আজ এল ফোন ৷ খোদ বাদশা ফোন করলেন হিমন্তকে (SRK Dials Himanta) ৷

শাহরুখের ফোন হিমন্তকে: আর একথা নিজেই রবিবার সকালে টুইট করে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ তিনি জানান, শাহরুখ খান তাঁর সিনেমার স্ক্রিনিংয়ের সময় গুয়াহাটিতে একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন । তাঁর ফিল্মের প্রদর্শনের সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না ৷ হিমন্ত বাদশাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন ৷ তাঁর সরকার রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি শাহরুখ খানকে জানান ।

অসমের মুখ্যমন্ত্রী টুইট করেন: "বলিউড অভিনেতা শাহরুখ খান আমাকে ফোন করেছিলেন এবং আমরা রাত 2টোয় দুজনে ফোনে কথা বলেছি । তিনি তাঁর চলচ্চিত্রের প্রদর্শনের সময় গুয়াহাটিতে একটি ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । আমি তাঁকে আশ্বস্ত করেছি যে আইনশৃঙ্খলা বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব । আমরা তদন্ত করব এবং এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না, তা নিশ্চিত করব ৷ "

বজরং দলের তাণ্ডব: প্রসঙ্গত, শুক্রবার অসমের নরেঙ্গির একটি সিনেমাহলে বজরং দলের সদস্যরা পাঠানের পোস্টার ছিঁড়ে পুড়িয়ে তাণ্ডব চালিয়েছে । তাদের দাবি, অসমে 'পাঠান' দেখানো হবে না । শনিবার মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা এই ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "শাহরুখ খান কে? আমি তাঁর বা পাঠান সিনেমা সম্পর্কে কিছুই জানি না ।" এরপর সাংবাদিকরা বিশ্বশর্মাকে জানান, শাহরুখ খান একজন বলিউড সুপারস্টার । এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "অসমবাসীর হিন্দি সিনেমা নয়, অসমিয়া সিনেমা নিয়ে আগ্রহ থাকা উচিত ।" এ প্রসঙ্গে নিপন গোস্বামী পরিচালিত প্রথম সিনেমা 'ডঃ বেজবরুয়া, পার্ট 2'-এর উল্লেখ করে তিনি বলেন, "খুব শিগগিরি সিনেমাটি মুক্তি পাবে। মানুষের সেটি দেখা উচিত।"

  • Bollywood actor Shri @iamsrk called me and we talked today morning at 2 am. He expressed concern about an incident in Guwahati during screening of his film. I assured him that it’s duty of state govt to maintain law & order. We’ll enquire and ensure no such untoward incidents.

    — Himanta Biswa Sarma (@himantabiswa) January 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফোন করলে ব্যাপারটা খতিয়ে দেখা হবে: গুয়াহাটির কাণ্ড নিয়ে সাংবাদিকরা হিমন্ত বিশ্বশর্মাকে প্রশ্ন করেন । তখন তিনি বলেন, "খান আমাকে ফোন করেননি, যদিও এই সমস্যা নিয়ে বলিউডের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন । তিনি যদি যোগাযোগ করেন, আমি এই ব্যাপারটা খতিয়ে দেখব । আইনশৃঙ্খলা লঙ্ঘন করা হলে এবং মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে ৷" তারপরেই রবিবার ফোন এল বাদশার তরফে ৷

পাঠান সিনেমা: উল্লেখ্য, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এবং সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত 'পাঠান' সিনেমাটি মুক্তি পাবে 25 জানুয়ারি । ইতিমধ্যে সিনেমার 'বেশরম' গানটি নিয়ে দেশজুড়ে বিতর্কের আগুন জ্বলছে । সিনেমাহলে মুক্তির আগেই আরও বেশি করে আলোয় এসেছেন কিং খান আর তাঁর 'পাঠান' (Himanta Biswa Sarma comments over Shahrukh Khan)।

বেশরম রং গান: এই গানটি (Pathan Besharam Rang song) মুক্তি পাওয়ার পরে এ নিয়ে মাঠে নামেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম সিং । দীপিকা পাড়ুকোন ও শাহরুখ অভিনীত গানটিতে দীপিকার পোশাকের রং গেরুয়া, যা বিজেপির প্রতীকের রং । গানে এই রঙের পোশাকে অভিনেত্রীর দৃশ্যায়ন অনেকের অপমানজনক বলে মনে হয়েছে । একাধিক বিজেপি নেতা, বিশ্ব হিন্দু পরিষদ সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে । এছাড়া গানটিতে নায়ক-নায়িকার বিভিন্ন দৃশ্য অশ্লীল বলে উল্লেখ করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ৷

আরও পড়ুন: 'শাহরুখ খান কে ? পাঠান কী জানি না !', দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.