ETV Bharat / bharat

Villagers, Jawan Killed in Nagaland : নাগাল্যান্ডে জঙ্গি দমন অভিযানে প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর, মৃত জওয়ানও - নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে হত্যা গ্রামবাসীদের

জঙ্গি দমন অভিযানের (Nagaland Security Operations) সময় ভুল পরিচয়ের কারণে নাগাল্যান্ডে (Nagaland incident) প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর (Villagers, Jawan Killed in Nagaland) ৷ মৃত্যু হয়েছে এক জওয়ানেরও ৷

Several Villagers, Jawan Killed in Nagaland During counter-insurgency Security Operations, Amit Shah announces high-level SIT to probe the incident
নাগাল্যান্ডে জঙ্গি দমনে অভিযানে প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর, মৃত জওয়ানও
author img

By

Published : Dec 5, 2021, 10:13 AM IST

Updated : Dec 5, 2021, 11:17 AM IST

কোহিমা, 5 ডিসেম্বর : জঙ্গি দমন অভিযানের (Nagaland Security Operations) সময় নাগাল্যান্ডে বেঘোরে প্রাণ হারালেন বেশ কয়েকজন গ্রামবাসী (Villagers, Jawan Killed in Nagaland) ৷ ভুলবশত জঙ্গি সন্দেহে সাধারণ মানুষের উপর চলল গুলি ৷ এই ঘটনায় জনতার রোষ গিয়ে পড়ল নিরাপত্তা রক্ষীদের উপর ৷ জ্বালানো হল পুলিশের গাড়ি ৷ মৃত্যু হল এক জওয়ানের ৷

নিরপরাধ গ্রামবাসীদের মৃত্যুর ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah on Nagaland)৷ মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ গোটা ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল (high-level SIT) গঠন করা হয়েছে বলে ঘোষণা করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও (Nagaland Chief Minister Neiphiu Rio) ৷ ক্ষুব্ধ জনতার উদ্দেশে শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি ৷

তীব্র উত্তেজনার আবহ নাগাল্যান্ডের (Nagaland incident) মায়ানমার সীমান্তের মন জেলায় ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, সেখানকারই তিরু ও ওটিং বস্তি এলাকার মাঝে জঙ্গি লুকিয়ে রয়েছে সন্দেহ করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ৷ ভুল করে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় বেশ কয়েকজন গ্রামবাসীকে ৷ এখনও পর্যন্ত পাঁচজন নাগা যুবকের মৃত্যুর খবর মিলেছে ৷

আরও পড়ুন: Omar Abdullah: ভূস্বর্গের এনকাউন্টারে মৃতদের দেহ ফেরাতে অবস্থান বিক্ষোভ ওমরের

এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ৷ জনতার বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তারক্ষীরা ফের গুলি চালান বলে জানা গিয়েছে ৷ তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ নিরাপত্তারক্ষীদের গাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা ৷ এই ঘটনায় অসম রাইফেলসের এক জওয়ানের মৃত্যু হয় ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

জঙ্গি ভেবে সাধারণ নাগরিকদের গুলি করে হত্যার ঘটনার নিন্দা করে স্থানীয়দের শান্ত থাকার আর্জি জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও ৷ তিনি টুইটে লেখেন, "মনের ওটিঙে সাধারণ নাগরিকদের হত্যার দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত নিন্দনীয় ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করবে এবং ভূখণ্ডের আইন মেনে সুবিচার হবে ৷ সব পক্ষকে শান্ত থাকার আবেদন জানাচ্ছি ৷"

  • The unfortunate incident leading to killing of civilians at Oting, Mon is highly condemnable.Condolences to the bereaved families & speedy recovery of those injured. High level SIT will investigate & justice delivered as per the law of the land.Appeal for peace from all sections

    — Neiphiu Rio (@Neiphiu_Rio) December 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাগাল্যান্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ তিনি টুইটে লিখেছেন, "নাগাল্যান্ডের মনের ওটিঙে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তাতে ব্যথিত ৷ যারা পরিজনদের হারিয়েছে, সেই পরিবারগুলির প্রতি জানাই সমবেদনা ৷ রাজ্য সরকার উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, তারা এই ঘটনার তদন্ত করে স্বজন হারানো পরিবারদের সুবিচার পাওয়া নিশ্চিত করবে ৷"

  • Anguished over an unfortunate incident in Nagaland’s Oting, Mon. I express my deepest condolences to the families of those who have lost their lives. A high-level SIT constituted by the State govt will thoroughly probe this incident to ensure justice to the bereaved families.

    — Amit Shah (@AmitShah) December 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নাগাল্যান্ডে আফস্পার মেয়াদ আরও 6 মাস বাড়াল কেন্দ্র

এ দিকে, অসম রাইফেলসের (Assam Rifles on Nagaland incident) দাবি, মনের তিরুতে জঙ্গি কার্যকলাপের সম্ভাবনার খবর এসেছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা সূত্রে ৷ তারই ভিত্তিতে তিরুতে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছিল ৷ প্রাণহানির ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় ৷ এই ঘটনা ও তার পরের জনতার রোষের ঘটনাকে গভীর ভাবে দুঃখজনক বলে উল্লেখ করেছেন অসম রাইফেলসের আধিকারিকরা ৷

কোহিমা, 5 ডিসেম্বর : জঙ্গি দমন অভিযানের (Nagaland Security Operations) সময় নাগাল্যান্ডে বেঘোরে প্রাণ হারালেন বেশ কয়েকজন গ্রামবাসী (Villagers, Jawan Killed in Nagaland) ৷ ভুলবশত জঙ্গি সন্দেহে সাধারণ মানুষের উপর চলল গুলি ৷ এই ঘটনায় জনতার রোষ গিয়ে পড়ল নিরাপত্তা রক্ষীদের উপর ৷ জ্বালানো হল পুলিশের গাড়ি ৷ মৃত্যু হল এক জওয়ানের ৷

নিরপরাধ গ্রামবাসীদের মৃত্যুর ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah on Nagaland)৷ মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ গোটা ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল (high-level SIT) গঠন করা হয়েছে বলে ঘোষণা করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও (Nagaland Chief Minister Neiphiu Rio) ৷ ক্ষুব্ধ জনতার উদ্দেশে শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি ৷

তীব্র উত্তেজনার আবহ নাগাল্যান্ডের (Nagaland incident) মায়ানমার সীমান্তের মন জেলায় ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, সেখানকারই তিরু ও ওটিং বস্তি এলাকার মাঝে জঙ্গি লুকিয়ে রয়েছে সন্দেহ করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ৷ ভুল করে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় বেশ কয়েকজন গ্রামবাসীকে ৷ এখনও পর্যন্ত পাঁচজন নাগা যুবকের মৃত্যুর খবর মিলেছে ৷

আরও পড়ুন: Omar Abdullah: ভূস্বর্গের এনকাউন্টারে মৃতদের দেহ ফেরাতে অবস্থান বিক্ষোভ ওমরের

এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ৷ জনতার বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তারক্ষীরা ফের গুলি চালান বলে জানা গিয়েছে ৷ তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ নিরাপত্তারক্ষীদের গাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা ৷ এই ঘটনায় অসম রাইফেলসের এক জওয়ানের মৃত্যু হয় ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

জঙ্গি ভেবে সাধারণ নাগরিকদের গুলি করে হত্যার ঘটনার নিন্দা করে স্থানীয়দের শান্ত থাকার আর্জি জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও ৷ তিনি টুইটে লেখেন, "মনের ওটিঙে সাধারণ নাগরিকদের হত্যার দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত নিন্দনীয় ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করবে এবং ভূখণ্ডের আইন মেনে সুবিচার হবে ৷ সব পক্ষকে শান্ত থাকার আবেদন জানাচ্ছি ৷"

  • The unfortunate incident leading to killing of civilians at Oting, Mon is highly condemnable.Condolences to the bereaved families & speedy recovery of those injured. High level SIT will investigate & justice delivered as per the law of the land.Appeal for peace from all sections

    — Neiphiu Rio (@Neiphiu_Rio) December 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাগাল্যান্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ তিনি টুইটে লিখেছেন, "নাগাল্যান্ডের মনের ওটিঙে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তাতে ব্যথিত ৷ যারা পরিজনদের হারিয়েছে, সেই পরিবারগুলির প্রতি জানাই সমবেদনা ৷ রাজ্য সরকার উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, তারা এই ঘটনার তদন্ত করে স্বজন হারানো পরিবারদের সুবিচার পাওয়া নিশ্চিত করবে ৷"

  • Anguished over an unfortunate incident in Nagaland’s Oting, Mon. I express my deepest condolences to the families of those who have lost their lives. A high-level SIT constituted by the State govt will thoroughly probe this incident to ensure justice to the bereaved families.

    — Amit Shah (@AmitShah) December 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নাগাল্যান্ডে আফস্পার মেয়াদ আরও 6 মাস বাড়াল কেন্দ্র

এ দিকে, অসম রাইফেলসের (Assam Rifles on Nagaland incident) দাবি, মনের তিরুতে জঙ্গি কার্যকলাপের সম্ভাবনার খবর এসেছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা সূত্রে ৷ তারই ভিত্তিতে তিরুতে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছিল ৷ প্রাণহানির ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় ৷ এই ঘটনা ও তার পরের জনতার রোষের ঘটনাকে গভীর ভাবে দুঃখজনক বলে উল্লেখ করেছেন অসম রাইফেলসের আধিকারিকরা ৷

Last Updated : Dec 5, 2021, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.