ETV Bharat / bharat

Soldiers Dead in Ladakh: লাদাখে খাদে পড়ল সেনার গাড়ি, মৃত কমপক্ষে 9 জওয়ান

লাদাখের লেহ জেলায় দুর্ঘটনায় প্রাণ গেল নয় ভারতীয় সেনা জওয়ানের ৷ শনিবার লেহতে রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে যায় সেনার গাড়িটি ৷ দুর্ঘটনায় শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

Etv Bharat
Soldiers Dead
author img

By

Published : Aug 19, 2023, 9:28 PM IST

Updated : Aug 19, 2023, 9:54 PM IST

লেহ, 19 অগস্ট: লাদাখের লেহ জেলায় দুর্ঘনায় প্রাণ গেল 9 জন ভারতীয় সেনা জওয়ানের ৷ শনিবার লেহতে রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে যায় সেনার গাড়িটি ৷ যার জেরে বেশ কয়েকজন সেনা জওয়ানের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল ৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কিয়ারি শহর থেকে সাত কিলোমিটার দূরে এদিন সন্ধ্য়ার দুর্ঘটনায় 9 ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এখনও ৷ লাদাখের এক সেনা আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনা। পাশাপাশি তিনি জানিয়েছেন, ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা জওয়ান ৷ জানা গিয়েছে, এদিন কারু গ্যারিসন থেকে লেহর কাছে কিয়ারির দিকে যাচ্ছিল সেনার গাড়িটি।

ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, একটি এএলএস গাড়ি যেটি লেহ থেকে নয়োমা পর্যন্ত একটি কনভয়ের অংশ হিসাবে যাচ্ছিল, আনুমানিক সন্ধ্যা ছ'টা নাগাদ কিয়ারির থেকে সাত কিমি দূরে উপত্যকার পাশের খাদে ছিটকে পড়ে। গাড়িতে মোট 10 জন সেনাকর্মী ছিলেন বলে জানা গিয়েছে ৷ যার মধ্যে 9 জনেরই মৃত্যু হয়েছে ৷ একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আরও পড়ুন: গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোক বসাচ্ছে বিজেপি-আরএসএস, তোপ রাহুল গান্ধির

লেহ-র সিনিয়র পুলিশ সুপার পি ডি নিত্য জানিয়েছেন, সেনাবাহিনীর গাড়িটি মোট 10 জন সেনাকর্মীকে নিয়ে লেহ থেকে নয়োমা যাচ্ছিল ৷ পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই তা আচমকাই খাদে পড়ে যায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি ৷ দ্রুত আহত সেনা জওয়ানদের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে আট সেনা কর্মীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ৷ পরে আরও একজন জওয়ানের মৃত্যু হয় হাসপাতালে ৷ পুলিশ সুপার জানান, আরও একজন জওয়ানের চিকিৎসা চলছে হাসপাতালে ৷ যদিও তাঁর অবস্থা সংকটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷

লেহ, 19 অগস্ট: লাদাখের লেহ জেলায় দুর্ঘনায় প্রাণ গেল 9 জন ভারতীয় সেনা জওয়ানের ৷ শনিবার লেহতে রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে যায় সেনার গাড়িটি ৷ যার জেরে বেশ কয়েকজন সেনা জওয়ানের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল ৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কিয়ারি শহর থেকে সাত কিলোমিটার দূরে এদিন সন্ধ্য়ার দুর্ঘটনায় 9 ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এখনও ৷ লাদাখের এক সেনা আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনা। পাশাপাশি তিনি জানিয়েছেন, ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা জওয়ান ৷ জানা গিয়েছে, এদিন কারু গ্যারিসন থেকে লেহর কাছে কিয়ারির দিকে যাচ্ছিল সেনার গাড়িটি।

ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, একটি এএলএস গাড়ি যেটি লেহ থেকে নয়োমা পর্যন্ত একটি কনভয়ের অংশ হিসাবে যাচ্ছিল, আনুমানিক সন্ধ্যা ছ'টা নাগাদ কিয়ারির থেকে সাত কিমি দূরে উপত্যকার পাশের খাদে ছিটকে পড়ে। গাড়িতে মোট 10 জন সেনাকর্মী ছিলেন বলে জানা গিয়েছে ৷ যার মধ্যে 9 জনেরই মৃত্যু হয়েছে ৷ একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আরও পড়ুন: গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোক বসাচ্ছে বিজেপি-আরএসএস, তোপ রাহুল গান্ধির

লেহ-র সিনিয়র পুলিশ সুপার পি ডি নিত্য জানিয়েছেন, সেনাবাহিনীর গাড়িটি মোট 10 জন সেনাকর্মীকে নিয়ে লেহ থেকে নয়োমা যাচ্ছিল ৷ পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই তা আচমকাই খাদে পড়ে যায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি ৷ দ্রুত আহত সেনা জওয়ানদের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে আট সেনা কর্মীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ৷ পরে আরও একজন জওয়ানের মৃত্যু হয় হাসপাতালে ৷ পুলিশ সুপার জানান, আরও একজন জওয়ানের চিকিৎসা চলছে হাসপাতালে ৷ যদিও তাঁর অবস্থা সংকটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷

Last Updated : Aug 19, 2023, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.