ETV Bharat / bharat

Jammu Kashmir Terror Attack : জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরে মৃত 2 পুলিশ কর্মী - two policemen killed in terror attack in bandipora

জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় প্রাণ হারালেন দুই পুলিশ কর্মী (two policemen killed in terror attack in bandipora) ৷ এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ৷

Jammu Kashmir
জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরে মৃত 2 পুলিশ কর্মী
author img

By

Published : Dec 10, 2021, 6:41 PM IST

শ্রীনগর, 10 ডিসেম্বর : জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিহানায় প্রাণ হারালেন দুই পুলিশ কর্মী (two policemen killed in terror attack in bandipora) ৷ মৃতরা হলেন মহম্মদ সুলতান ও ফায়াজ আহমেদ ৷

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার যখন বান্দিপোরার গুলশন চক এলাকায় পুলিশ কর্মীরা টহল দিচ্ছিলেন, সেই সময় তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা ৷ পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয় ৷

আরও পড়ুন : Jammu-Kashmir Encounter: সাহসিকতার পুরস্কার প্রাপকের ছেলে মৃত 'ভুয়ো এনকাউন্টারে', চাপের মুখে কাশ্মীরে তদন্তের নির্দেশ

গুরুতর আহত হন দুই পুলিশ কর্মী ৷ তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখানেই তাঁদের মূত্যু হয় ৷ বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ৷

শ্রীনগর, 10 ডিসেম্বর : জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিহানায় প্রাণ হারালেন দুই পুলিশ কর্মী (two policemen killed in terror attack in bandipora) ৷ মৃতরা হলেন মহম্মদ সুলতান ও ফায়াজ আহমেদ ৷

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার যখন বান্দিপোরার গুলশন চক এলাকায় পুলিশ কর্মীরা টহল দিচ্ছিলেন, সেই সময় তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা ৷ পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয় ৷

আরও পড়ুন : Jammu-Kashmir Encounter: সাহসিকতার পুরস্কার প্রাপকের ছেলে মৃত 'ভুয়ো এনকাউন্টারে', চাপের মুখে কাশ্মীরে তদন্তের নির্দেশ

গুরুতর আহত হন দুই পুলিশ কর্মী ৷ তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখানেই তাঁদের মূত্যু হয় ৷ বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.