ETV Bharat / bharat

Telangana Accident: তেলাঙ্গানায় পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত 5 - তেলাঙ্গানায় দুর্ঘটনা

তেলাঙ্গানার (Telangana Accident) সূর্যপেটে মর্মান্তিক পথদুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল পাঁচ জনের ৷ আয়াপ্পা পাড়িপুজো সেরে ট্র্যাক্টরে চড়ে বাড়ি ফেরার সময় একটি লরির সঙ্গে সেই ট্রাক্টরের ধাক্কা লাগে ৷

Several people killed in Road Accident in Suyapet, Telangana
তেলাঙ্গানায় পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত 5
author img

By

Published : Nov 13, 2022, 1:39 PM IST

সূর্যপেট (তেলাঙ্গানা), 13 নভেম্বর: তেলাঙ্গানায় মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের ৷ সূর্যপেট জেলার মুনাগালায় এই দুর্ঘটনা ঘটে । আয়াপ্পা পাড়িপুজোয় গিয়েছিলেন গ্রামবাসীরা ৷ সেখান থেকে ট্রাক্টরে চড়ে বাড়ি ফেরার সময় হায়দরাবাদ থেকে বিজয়ওয়াড়াগামী একটি লরি সে ট্রাক্টরে ধাক্কা মারে ।

শনিবার রাতে নিকটবর্তী আয়াপ্পাস্বামী মন্দিরের পুজোয় অংশ নিতে গিয়েছিলেন মুনাগালা মণ্ডল কেন্দ্রের বহু লোক ৷ তাঁদের মধ্যে প্রায় 38 জন ট্রাক্টর-ট্রলিতে চড়ে বাড়ি ফিরছিলেন । যে ট্রাক্টরটিতে তাঁরা ফিরছিলেন, বিজয়ওয়াড়া-হায়দরাবাদ জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বিজয়ওয়াড়াগামী লরির সঙ্গে তার ধাক্কা লাগে । ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের ৷ মৃতদের নাম উদয় লোকেশ, তান্নিরু প্রমিলা, গ্যান্ডু জ্যোতি, চিন্তাকায়ালা প্রমিলা এবং কোটায়া ।

দুর্ঘটনাস্থল থেকে আহতদের কোডাডা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলান্সও পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ । স্থানীয় গাড়িতে করেই আহতদের কোডাডা হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষজন । যাঁদের অবস্থা আশংকাজনক তাঁদের খাম্মাম এবং সূর্যপেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

আরও পড়ুন: উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত একই পরিবারের 3

স্থানীয়রা বলছেন, ভুল পথে যাওয়ার জন্য এই মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটেছে । আয়াপ্পাস্বামী পাড়িপুজোর পর গ্রামবাসীরা মুনাগালায় ফেরার জন্য ট্র্যাক্টর ধরেন । আয়াপ্পা মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে ফিরতে হত তাঁদের । ট্রাক্টর চালক ফেরার জন্য সঠিক রুট বাছেননি ৷ তিনি এমন একটি রাস্তা বেছেছিলেন যেখান দিয়ে 200 মিটার গেলেই মুনাগালা পৌঁছে যাওয়া যায় ৷ ফলে সেই রুটে আসা ট্র্যাক্টরকে এড়ানোর কোনও সুযোগ ছিল না বলে জানা গিয়েছে । লরিচালক পুলিশের হেফাজতে রয়েছে ।

সূর্যপেট (তেলাঙ্গানা), 13 নভেম্বর: তেলাঙ্গানায় মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের ৷ সূর্যপেট জেলার মুনাগালায় এই দুর্ঘটনা ঘটে । আয়াপ্পা পাড়িপুজোয় গিয়েছিলেন গ্রামবাসীরা ৷ সেখান থেকে ট্রাক্টরে চড়ে বাড়ি ফেরার সময় হায়দরাবাদ থেকে বিজয়ওয়াড়াগামী একটি লরি সে ট্রাক্টরে ধাক্কা মারে ।

শনিবার রাতে নিকটবর্তী আয়াপ্পাস্বামী মন্দিরের পুজোয় অংশ নিতে গিয়েছিলেন মুনাগালা মণ্ডল কেন্দ্রের বহু লোক ৷ তাঁদের মধ্যে প্রায় 38 জন ট্রাক্টর-ট্রলিতে চড়ে বাড়ি ফিরছিলেন । যে ট্রাক্টরটিতে তাঁরা ফিরছিলেন, বিজয়ওয়াড়া-হায়দরাবাদ জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বিজয়ওয়াড়াগামী লরির সঙ্গে তার ধাক্কা লাগে । ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের ৷ মৃতদের নাম উদয় লোকেশ, তান্নিরু প্রমিলা, গ্যান্ডু জ্যোতি, চিন্তাকায়ালা প্রমিলা এবং কোটায়া ।

দুর্ঘটনাস্থল থেকে আহতদের কোডাডা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলান্সও পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ । স্থানীয় গাড়িতে করেই আহতদের কোডাডা হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষজন । যাঁদের অবস্থা আশংকাজনক তাঁদের খাম্মাম এবং সূর্যপেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

আরও পড়ুন: উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত একই পরিবারের 3

স্থানীয়রা বলছেন, ভুল পথে যাওয়ার জন্য এই মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটেছে । আয়াপ্পাস্বামী পাড়িপুজোর পর গ্রামবাসীরা মুনাগালায় ফেরার জন্য ট্র্যাক্টর ধরেন । আয়াপ্পা মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে ফিরতে হত তাঁদের । ট্রাক্টর চালক ফেরার জন্য সঠিক রুট বাছেননি ৷ তিনি এমন একটি রাস্তা বেছেছিলেন যেখান দিয়ে 200 মিটার গেলেই মুনাগালা পৌঁছে যাওয়া যায় ৷ ফলে সেই রুটে আসা ট্র্যাক্টরকে এড়ানোর কোনও সুযোগ ছিল না বলে জানা গিয়েছে । লরিচালক পুলিশের হেফাজতে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.