ETV Bharat / bharat

সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত 12, আহত 30

Road Accident in Assam: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল 12 জনের ৷ আহতের সংখ্যা প্রায় 30 ৷ অসমের গোলাঘাটের দেরগাঁওয়ের কাছে বুধবার বালিজান এলাকায় ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 9:06 AM IST

Updated : Jan 3, 2024, 12:27 PM IST

সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা
Road Accident in Assam
সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা

গোলাঘাট (অসম) , 3 জানুয়ারি: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ বুধবার অসমের গোলাঘাট জেলার দেরগাঁও এলাকার কাছে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ জানা যায়, একটি ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাতেই মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 12 জনের ৷ পাশাপাশি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 জন ৷ বুধবার বালিজান এলাকায় ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং সংবাদসংস্থা পিটিআইকে জানান, অসমের গোলাঘাট জেলায় বুধবার একটি কয়লা বোঝাই ট্রাক এবং একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 12 জনের মৃ্ত্যু হয়েছে ৷ দুর্ঘটনায় প্রায় 30 জন আহত হয়েছেন ৷ আজ সকালে দেরগাঁওয়ের কাছে বালিজানে দুর্ঘটনাটি ঘটে ৷ বাসটিতে 45 জন যাত্রী ছিলেন। তার সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয় ৷ জোড়হাট মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের একজন প্রবীণ চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন, 30 জন আহত ব্যক্তি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।"

  • #WATCH | Assam: At least 12 people died and 25 others injured after a bus collided with a truck in Golaghat district. The accident took place at around 5 am in Balijan area near Dergaon in Golaghat: Rajen Singh, Golaghat SP pic.twitter.com/1F9JavLkJh

    — ANI (@ANI) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্থানীয় পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, গোলাঘাটের কামারগাঁও থেকে পিকনিকের জন্য তিনসুকিয়া জেলার তিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল বাসটি ৷ চার লেনের মহাসড়কের একটি অংশ নষ্ট হয়ে যাওয়ায় ট্রাকটি জোড়হাটের দিক থেকে ভুল দিক থেকে আসছিল। বাসটি অবশ্য সঠিক পথেই ছিল। ঘন কুয়াশার পাশাপাশি দুটো যানবাহনই বেশি গতি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ এই দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালকের মৃত্যু হয়েছে ৷ বাসের যাত্রীদের অধিকাংশই ভারালুখুয়া গ্রামের বাসিন্দা। তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে এবং সেখান থেকে বগিবিলে পিকনিক করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। গতি এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷

আরও পড়ুন:

  1. নববর্ষে পিকনিকে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় জামশেদপুরে মৃত 6
  2. মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত্যু একই পরিবারের 5 ভারতীয়ের
  3. ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ল বাস, জীবন্ত দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 12 ; আহত 14

সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা

গোলাঘাট (অসম) , 3 জানুয়ারি: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ বুধবার অসমের গোলাঘাট জেলার দেরগাঁও এলাকার কাছে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ জানা যায়, একটি ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাতেই মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 12 জনের ৷ পাশাপাশি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 জন ৷ বুধবার বালিজান এলাকায় ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং সংবাদসংস্থা পিটিআইকে জানান, অসমের গোলাঘাট জেলায় বুধবার একটি কয়লা বোঝাই ট্রাক এবং একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 12 জনের মৃ্ত্যু হয়েছে ৷ দুর্ঘটনায় প্রায় 30 জন আহত হয়েছেন ৷ আজ সকালে দেরগাঁওয়ের কাছে বালিজানে দুর্ঘটনাটি ঘটে ৷ বাসটিতে 45 জন যাত্রী ছিলেন। তার সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয় ৷ জোড়হাট মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের একজন প্রবীণ চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন, 30 জন আহত ব্যক্তি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।"

  • #WATCH | Assam: At least 12 people died and 25 others injured after a bus collided with a truck in Golaghat district. The accident took place at around 5 am in Balijan area near Dergaon in Golaghat: Rajen Singh, Golaghat SP pic.twitter.com/1F9JavLkJh

    — ANI (@ANI) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্থানীয় পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, গোলাঘাটের কামারগাঁও থেকে পিকনিকের জন্য তিনসুকিয়া জেলার তিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল বাসটি ৷ চার লেনের মহাসড়কের একটি অংশ নষ্ট হয়ে যাওয়ায় ট্রাকটি জোড়হাটের দিক থেকে ভুল দিক থেকে আসছিল। বাসটি অবশ্য সঠিক পথেই ছিল। ঘন কুয়াশার পাশাপাশি দুটো যানবাহনই বেশি গতি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ এই দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালকের মৃত্যু হয়েছে ৷ বাসের যাত্রীদের অধিকাংশই ভারালুখুয়া গ্রামের বাসিন্দা। তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে এবং সেখান থেকে বগিবিলে পিকনিক করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। গতি এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷

আরও পড়ুন:

  1. নববর্ষে পিকনিকে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় জামশেদপুরে মৃত 6
  2. মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত্যু একই পরিবারের 5 ভারতীয়ের
  3. ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ল বাস, জীবন্ত দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 12 ; আহত 14
Last Updated : Jan 3, 2024, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.