ETV Bharat / bharat

Road Accident Near Hassan: মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনা, কর্নাটকে মৃত কমপক্ষে 9 - বাস দুর্ঘটনা

সবাই মিলে মন্দিরে দেবতা দর্শনে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পথে গভীর রাতে দুর্ঘটনা ঘটে ৷ একটি ছোট গাড়ি, কেএসআরটিসি বাস এবং একটি দুধবাহী ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের 6 জন (Terrible Road Accident in Karanata) ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ।

Road Accident in Karnataka
ETV Bharat
author img

By

Published : Oct 16, 2022, 8:46 AM IST

Updated : Oct 16, 2022, 9:22 AM IST

হাসান, 16 অক্টোবর: একটি মর্মান্তিক পথদুর্ঘটনায় কমপক্ষে 9 জন প্রাণ হারিয়েছেন ৷ মৃতদের মধ্যে 4 জন শিশু ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 10 জন জখম হয়েছেন ৷ শনিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটে কর্নাটকের গান্ধি নগর গ্রামের কাছে আরাসেইকেরে তালুকে ৷ একটি টেম্পো ট্রাভেলার, কেএসআরটিসি বাস (Karnataka State Road Transport Corporation, KSRTC) এবং একটি দুধবহনকারী ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ হয় শিমোগা-আরাসেইকেরের 69 নম্বর জাতীয়সড়কে ৷ দুধবহনকারী ট্যাঙ্কার এবং বাসটির মধ্যে পুরোপুরি চেপ্টে যায় টেম্পো ট্রাভেলারটি ৷ মৃতরা সকলে এই টেম্পো ট্রাভেলারের যাত্রী এবং এই ন'জন একই পরিবারের সদস্য ৷

সূত্রে জানা গিয়েছে, 6 জন ঘটনাস্থলেই মারা যান ৷ বাকি 3 জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান ৷ টেম্পো ট্রাভেলারের সব যাত্রীরাই ঘুমিয়ে ছিলেন ৷ দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থালার মঞ্জুনাথস্বামী (darshan of Manjunathswamy) মন্দির থেকে ফিরছিলেন সবাই (Tragic incident took place in Hassan district where 9 people died) ৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ হাসানের এসপি হরিরাম শঙ্কর এবং অন্য উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷

  • ಹಾಸನ ಜಿಲ್ಲೆಯ ಅರಸೀಕೆರೆಯಲ್ಲಿ ನಿನ್ನೆ ನಡೆದ ಭೀಕರ ರಸ್ತೆ ಅಪಘಾತದಲ್ಲಿ 9 ಮಂದಿ ಮೃತರಾಗಿರುವುದು ತೀವ್ರ ದುಃಖದಾಯಕ. ಮೃತರ ಆತ್ಮಗಳಿಗೆ ಶಾಂತಿಯನ್ನು ಕೋರುತ್ತೇನೆ. ಮೃತರ ಕುಟುಂಬಗಳಿಗೆ ಸೂಕ್ತ ಪರಿಹಾರ ನೀಡಲಾಗುವುದು ಮತ್ತು ಗಾಯಾಳುಗಳ ಸೂಕ್ತ ಚಿಕಿತ್ಸೆಗೆ ವ್ಯವಸ್ಥೆ ಮಾಡಲಾಗುವುದು.

    — Basavaraj S Bommai (@BSBommai) October 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রামগড়ে পথ দুর্ঘটনায় মৃত 6

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (CM Basavaraj S Bommai) ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে টুইট করেছেন, "গতকাল হাসান জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় 9 জন মারা গিয়েছেন ৷ এটা অত্যন্ত দুঃখজনক ৷ মৃতের আত্মা শান্তি পান ৷ যাঁরা প্রাণ হারিয়েছে তাঁদের পরিবারকে যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আহতরা যথাযথ চিকিৎসা পাবেন ৷"

হাসান, 16 অক্টোবর: একটি মর্মান্তিক পথদুর্ঘটনায় কমপক্ষে 9 জন প্রাণ হারিয়েছেন ৷ মৃতদের মধ্যে 4 জন শিশু ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 10 জন জখম হয়েছেন ৷ শনিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটে কর্নাটকের গান্ধি নগর গ্রামের কাছে আরাসেইকেরে তালুকে ৷ একটি টেম্পো ট্রাভেলার, কেএসআরটিসি বাস (Karnataka State Road Transport Corporation, KSRTC) এবং একটি দুধবহনকারী ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ হয় শিমোগা-আরাসেইকেরের 69 নম্বর জাতীয়সড়কে ৷ দুধবহনকারী ট্যাঙ্কার এবং বাসটির মধ্যে পুরোপুরি চেপ্টে যায় টেম্পো ট্রাভেলারটি ৷ মৃতরা সকলে এই টেম্পো ট্রাভেলারের যাত্রী এবং এই ন'জন একই পরিবারের সদস্য ৷

সূত্রে জানা গিয়েছে, 6 জন ঘটনাস্থলেই মারা যান ৷ বাকি 3 জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান ৷ টেম্পো ট্রাভেলারের সব যাত্রীরাই ঘুমিয়ে ছিলেন ৷ দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থালার মঞ্জুনাথস্বামী (darshan of Manjunathswamy) মন্দির থেকে ফিরছিলেন সবাই (Tragic incident took place in Hassan district where 9 people died) ৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ হাসানের এসপি হরিরাম শঙ্কর এবং অন্য উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷

  • ಹಾಸನ ಜಿಲ್ಲೆಯ ಅರಸೀಕೆರೆಯಲ್ಲಿ ನಿನ್ನೆ ನಡೆದ ಭೀಕರ ರಸ್ತೆ ಅಪಘಾತದಲ್ಲಿ 9 ಮಂದಿ ಮೃತರಾಗಿರುವುದು ತೀವ್ರ ದುಃಖದಾಯಕ. ಮೃತರ ಆತ್ಮಗಳಿಗೆ ಶಾಂತಿಯನ್ನು ಕೋರುತ್ತೇನೆ. ಮೃತರ ಕುಟುಂಬಗಳಿಗೆ ಸೂಕ್ತ ಪರಿಹಾರ ನೀಡಲಾಗುವುದು ಮತ್ತು ಗಾಯಾಳುಗಳ ಸೂಕ್ತ ಚಿಕಿತ್ಸೆಗೆ ವ್ಯವಸ್ಥೆ ಮಾಡಲಾಗುವುದು.

    — Basavaraj S Bommai (@BSBommai) October 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রামগড়ে পথ দুর্ঘটনায় মৃত 6

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (CM Basavaraj S Bommai) ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে টুইট করেছেন, "গতকাল হাসান জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় 9 জন মারা গিয়েছেন ৷ এটা অত্যন্ত দুঃখজনক ৷ মৃতের আত্মা শান্তি পান ৷ যাঁরা প্রাণ হারিয়েছে তাঁদের পরিবারকে যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আহতরা যথাযথ চিকিৎসা পাবেন ৷"

Last Updated : Oct 16, 2022, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.