ETV Bharat / bharat

Blast in Pharma Company: ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানায় বিস্ফোরণ, অন্ধ্রে মৃত কমপক্ষে 3

হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশের একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে ৷ মারা গিয়েছেন 3 জন (People died in blast in Pharma Company) ৷

Blast in Pharma Company
ETV Bharat
author img

By

Published : Nov 15, 2022, 5:27 PM IST

Updated : Nov 15, 2022, 11:02 PM IST

গোদাবরী, 15 নভেম্বর: ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ মঙ্গলবার এই ঘটনায় অন্ধ্রে প্রাণ হারালেন 3 জন ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের গোদাবরী (পূর্ব) জেলায় (Blast in Pharma Company in East Godavari) ৷ সংস্থার আধিকারিকদের কথায়, এদিন কারখানার ইথাইল কলমের টিউব বা পাইপ পরিষ্কার করার সময় টেকনিক্যাল ত্রুটির কারণে বিপত্তি ঘটে ৷

সংস্থার কর্মীরা ইথাইল পাইপ পরিষ্কার করার সময় আচমকাই বিস্ফোরণটি ঘটে ৷ ঘটনায় গুরুতর আহত হন তিনজন ৷ তাদের নিকটবর্তী কোভ্ভুরু সরকারি নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার প্রতিবাদে সুর চড়িয়েছে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু ৷ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়ে মৃত কারখানার কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সংগঠনটি ৷

আরও পড়ুন: Football Player Death: চিকিৎসকদের গাফিলতিতে চেন্নাইয়ের হাসপাতালে প্রাণ গেল খুদে ফুটবল প্রতিভার

আসনে নেমেছে প্রশাসনও ৷ ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণের তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে ৷

গোদাবরী, 15 নভেম্বর: ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ মঙ্গলবার এই ঘটনায় অন্ধ্রে প্রাণ হারালেন 3 জন ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের গোদাবরী (পূর্ব) জেলায় (Blast in Pharma Company in East Godavari) ৷ সংস্থার আধিকারিকদের কথায়, এদিন কারখানার ইথাইল কলমের টিউব বা পাইপ পরিষ্কার করার সময় টেকনিক্যাল ত্রুটির কারণে বিপত্তি ঘটে ৷

সংস্থার কর্মীরা ইথাইল পাইপ পরিষ্কার করার সময় আচমকাই বিস্ফোরণটি ঘটে ৷ ঘটনায় গুরুতর আহত হন তিনজন ৷ তাদের নিকটবর্তী কোভ্ভুরু সরকারি নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার প্রতিবাদে সুর চড়িয়েছে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু ৷ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়ে মৃত কারখানার কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সংগঠনটি ৷

আরও পড়ুন: Football Player Death: চিকিৎসকদের গাফিলতিতে চেন্নাইয়ের হাসপাতালে প্রাণ গেল খুদে ফুটবল প্রতিভার

আসনে নেমেছে প্রশাসনও ৷ ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণের তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে ৷

Last Updated : Nov 15, 2022, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.