ETV Bharat / bharat

Road Accident in Tamil Nadu: তামিলনাড়ুতে ভ্যানে দ্রুতগামী লরির ধাক্কা, মৃত্যু 7 মহিলার - দাঁড়িয়ে থাকা ভ্যানে দ্রুতগতিতে আসা লরির ধাক্কা

তামিলনাড়ুতে দাঁড়িয়ে থাকা ভ্যানে দ্রুতগতিতে এসে ধাক্কা মারল লরি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত সাত মহিলার। তাঁরা কর্ণাটকের ধর্মস্থান ভ্রমণ করে ফিরছিলেন বলে জানা গিয়েছে ৷

Tamil Nadu road accident
তামিলনাড়ুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 10:00 AM IST

Updated : Sep 11, 2023, 10:39 AM IST

তিরুপাথুর (তামিলনাড়ু), 11 সেপ্টেম্বর: তামিলনাড়ুতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে 7 মহিলার মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার তিরুপাথুর জেলায় ৷ জানা গিয়েছে, পিছন থেকে একটি দ্রুতগামী লরি এসে দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা মারে ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷ ভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের পিষে দেয় লরিটি । মৃত মহিলারা সকলেই তিরুপাথুর জেলার বাসিন্দা বলে সূত্রের খবর ৷ তাঁরা কর্ণাটকে ঘুরতে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনায় কবলে পড়ে তাঁদের ভ্যানটি ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় 7 মহিলার ।

জানা গিয়েছে, 8 সেপ্টেম্বর আম্বুরের পাশের ওনানগুত্তাই গ্রাম থেকে প্রায় 45 জনের একটি দল দুটি ভ্যানে করে কর্ণাটক রাজ্যের ধর্মস্থলগুলিতে ঘুরতে গিয়েছিলেন ৷ আজ অর্থাৎ 11 সেপ্টেম্বর ভোরে সবাই ট্যুর শেষ করে নিজ নিজ শহরে ফিরছিলেন । কিন্তু সেসময় হঠাৎ বেঙ্গালুরু-চেন্নাই জাতীয় সড়কে নটরামপল্লির কাছে চান্দিউরিতে তাদের মধ্যে একটি ট্যুরিস্ট ভ্যান পাংচার হয়ে যায় । এরপরেই ভ্যানের চালক রাস্তার ধারে গাড়ি থামিয়ে দেন ৷ এরপর সমস্ত যাত্রীরা গাড়ি থেকে নেমে যান এবং তাঁরা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন । তখনই একই রাস্তায় দ্রুতগামী একটি মিনি লরি এসে পিছন থেকে দাঁড়িয়ে থাকা ওই ভ্যানটিকে ধাক্কা মারে ।

এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উলটে গিয়ে বেশি কিছুজনকে পিষে দেয় । যার জেরে ঘটনাস্থলেই সাত মহিলার মৃত্যু হয় । আশেপাশের এলাকার বাসিন্দারা দুর্ঘটনাটি দেখে সেখানে ছুটে আসে ৷ এরপর তারাই দুর্ঘটনায় গুরুতর আহত লরি চালক ও ক্লিনার-সহ 10 জনকে উদ্ধার করে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভানিয়ামপাদি, নটরামপল্লি এবং তিরুপাথুর সরকারি হাসপাতালে নিয়ে যায় । পরবর্তীতে তাঁদের আরও ভালো চিকিৎসার জন্য ভেলোর এবং কৃষ্ণগিরি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় ।

আরও পড়ুন: রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে বোলেরোর সংঘর্ষে মৃত 5

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তিরুপাথুর ও ভানিয়ামবাদি সরকারি হাসপাতালে পাঠায় । নটরামপল্লির পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত মহিলারা হলেন মীরা, দেবনাই, চেতামমল, দেবকী, সাবিথিরি এবং কালবতী । শুধুমাত্র একটি মৃত মহিলার পরিচয় এখনও মেলেনি, পুলিশ তদন্ত করছে ।

তিরুপাথুর (তামিলনাড়ু), 11 সেপ্টেম্বর: তামিলনাড়ুতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে 7 মহিলার মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার তিরুপাথুর জেলায় ৷ জানা গিয়েছে, পিছন থেকে একটি দ্রুতগামী লরি এসে দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা মারে ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷ ভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের পিষে দেয় লরিটি । মৃত মহিলারা সকলেই তিরুপাথুর জেলার বাসিন্দা বলে সূত্রের খবর ৷ তাঁরা কর্ণাটকে ঘুরতে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনায় কবলে পড়ে তাঁদের ভ্যানটি ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় 7 মহিলার ।

জানা গিয়েছে, 8 সেপ্টেম্বর আম্বুরের পাশের ওনানগুত্তাই গ্রাম থেকে প্রায় 45 জনের একটি দল দুটি ভ্যানে করে কর্ণাটক রাজ্যের ধর্মস্থলগুলিতে ঘুরতে গিয়েছিলেন ৷ আজ অর্থাৎ 11 সেপ্টেম্বর ভোরে সবাই ট্যুর শেষ করে নিজ নিজ শহরে ফিরছিলেন । কিন্তু সেসময় হঠাৎ বেঙ্গালুরু-চেন্নাই জাতীয় সড়কে নটরামপল্লির কাছে চান্দিউরিতে তাদের মধ্যে একটি ট্যুরিস্ট ভ্যান পাংচার হয়ে যায় । এরপরেই ভ্যানের চালক রাস্তার ধারে গাড়ি থামিয়ে দেন ৷ এরপর সমস্ত যাত্রীরা গাড়ি থেকে নেমে যান এবং তাঁরা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন । তখনই একই রাস্তায় দ্রুতগামী একটি মিনি লরি এসে পিছন থেকে দাঁড়িয়ে থাকা ওই ভ্যানটিকে ধাক্কা মারে ।

এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উলটে গিয়ে বেশি কিছুজনকে পিষে দেয় । যার জেরে ঘটনাস্থলেই সাত মহিলার মৃত্যু হয় । আশেপাশের এলাকার বাসিন্দারা দুর্ঘটনাটি দেখে সেখানে ছুটে আসে ৷ এরপর তারাই দুর্ঘটনায় গুরুতর আহত লরি চালক ও ক্লিনার-সহ 10 জনকে উদ্ধার করে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভানিয়ামপাদি, নটরামপল্লি এবং তিরুপাথুর সরকারি হাসপাতালে নিয়ে যায় । পরবর্তীতে তাঁদের আরও ভালো চিকিৎসার জন্য ভেলোর এবং কৃষ্ণগিরি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় ।

আরও পড়ুন: রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে বোলেরোর সংঘর্ষে মৃত 5

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তিরুপাথুর ও ভানিয়ামবাদি সরকারি হাসপাতালে পাঠায় । নটরামপল্লির পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত মহিলারা হলেন মীরা, দেবনাই, চেতামমল, দেবকী, সাবিথিরি এবং কালবতী । শুধুমাত্র একটি মৃত মহিলার পরিচয় এখনও মেলেনি, পুলিশ তদন্ত করছে ।

Last Updated : Sep 11, 2023, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.