নাসিক, 8 অক্টোবর: পুড়ে মৃত্যু হল কমপক্ষে 11 বাস যাত্রীর ৷ আহত হয়েছেন কমকরে 21 জন । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে ৷ সূত্রের খবর, এই যাত্রীদের মধ্যে শিশুও আছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের ৷ শনিবার ভোর 4.20 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে নাসিক-অওরঙ্গাবাদ রুটের হোটেল মিরচি চৌকে (Private Passenger bus burnt in Nashik) ৷
জানা গিয়েছে হোটেল চিলি চৌকের কাছে বাসটির সঙ্গে এইচার ট্রাকের ধাক্কা লাগে ৷ এর ফলে ট্রাকের ডিজেল ট্যাঙ্কটিতে বিস্ফোরণ ঘটে ৷ ডিজেল চতুর্দিকে ছড়িয়ে পড়ে ৷ এদিকে বাসটি আরেকটি গাড়িতে ধাক্কা মারে ৷ এরপরেই বাসটিতে বিস্ফোরণ হয় এবং আগুন লাগে ৷ ভোর হওয়ায় বাসের অনেক যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন ৷ স্বভাবতই প্রাণ রক্ষার শেষ চেষ্টাও করে উঠতে পারেননি অনেকে । আর তাই মাত্র কয়েক সেকেন্ডের তাঁরা সম্পূর্ণ পুড়ে যান ৷ নাসিক পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে ৷
আরও পড়ুন: পুজো ভ্রমণে বেরিয়ে তাজমহলের পথে দুর্ঘটনার কবলে এ রাজ্যের বাস, মৃত 1
প্রশাসনের একটি সূত্র বলছে, বাসের আগুন এতটাই ভয়াবহ ছিল যে দেহগুলি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ বাসচালকেরও মৃত্যু হয়েছে ৷ গত রাতে বাসটি ইয়াভতমল থেকে নাসিকের (from Yavatmal towards Nashik) উদ্দেশ্যে রওনা দেয় ৷ 30 বছরেরও বেশি যাত্রী ছিল বাসটিতে ৷ ভয়াবহ এই দুর্ঘটনার খবরে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে । মহারাষ্ট্র প্রশাসন সূত্রে বলা হয়েছে ঠিক কী করে এত ভয়াবহ ঘটনা ঘটে গেল তা খতিয়ে দেখা হচ্ছে । সমস্ত দিক খতিয়ে দেখলেই দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে বোঝা যাবে । বাস এবং ট্রাক দুটিও পরীক্ষা করে দেখা হবে । তাতে কোনও ত্রুটি ছিল কি না তা দেখা হচ্ছে প্রশাসনের তরফে।