ETV Bharat / bharat

Anti CAA Protest New Planning : কৃষকদের সাফল্যে উৎসাহিত হয়ে সিএএ-বিরোধী আন্দোলন ফের শুরু করার তোড়জোড় - সিএএ

2019-এর শীতকালীন অধিবেশনে যখন সংসদে নাগরিকত্ব আইন পাস করায় মোদি সরকার ৷ তার পর বিক্ষোভ শুরু হয় ৷ কিন্তু করোনা অতিমারীর জেরে আন্দোলন বন্ধ হয়ে যায় ৷

several organization planning intensify anti caa protest
Anti CAA Protest New Planning : কৃষকদের সাফল্যে উৎসাহিত হয়ে সিএএ-বিরোধী আন্দোলন ফের শুরু করার তোড়জোড়
author img

By

Published : Nov 22, 2021, 9:00 PM IST

গুয়াহাটি, 22 নভেম্বর : কৃষক আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narndra Modi's Announcement to repeal farm laws) ৷ সেই সাফল্যে উৎসাহিত হয়ে আবার সিএএ-বিরোধী আন্দোলন ফের শুরু করার তোড়জোড় চলছে ৷ (several organization planning intensify anti caa protest) ৷ অসমের বেশ কয়েকটি সংগঠন এই নিয়ে ইতিমধ্যে আলোচনাও সেরে ফেলেছে বলে খবর ৷

2019 সালের শীতকালীন অধিবেশনে যখন সংসদে নাগরিকত্ব আইন (CAA) পাস করানো হয় ৷ তার পর দেশের বিভিন্ন অংশে আন্দোলন শুরু হয় (Anti CAA Protest) ৷ সেই আন্দোলনে সামিল ছিলেন অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু), কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস), রাইজোর দল (আরডি) এবং অসম জাতীয় পরিষদ৷ ওই সংগঠনগুলির নেতারা ইতিমধ্যে বৈঠক করেছেন ৷ সেখানে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে নতুন করে কীভাবে প্রাণ দেওয়া যায়, সেই নিয়ে আলোচনা হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : Farmers adamant on MSP : এমএসপি আইনের দাবিতে অনড় কৃষকরা, আজ লখনউয়ে মহাপঞ্চায়েত

প্রসঙ্গত, শুরুতে আন্দোলনের তীব্রতা ছিল ৷ বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও এই আন্দোলনে সামিল হয়েছিলেন ৷ কিন্তু করোনা অতিমারীর জেরে আন্দোলনে ভাটা পড়ে যায় ৷

কিন্তু লাগাতার আন্দোলন যেভাবে কৃষি আইন প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করল, এবার সেই পথেই হাঁটতে চাইছে ওই সংগঠনগুলি ৷ আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জল কুমার ভট্টাচার্যর দাবি, মোদি সরকার যে মানুষের উপর অবিচার করছে, তা এই কৃষি আইন প্রত্যাহারের মাধ্যমে প্রমাণিত হয়েছে ৷ তাই কেন্দ্রকে সংশোধিত নাগরিকত্ব আইনও বাতিল করতে হবে ৷ কারণ এই আইন উত্তর-পূর্বের আদি বাসিন্দাদের পক্ষে নয় ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?

অসম জাতীয় পরিষদের জিয়াউর রহমান জানিয়েছেন যে রাজনৈতিক দল হিসেবে তাঁরা এই আইনের মোকাবিলা রাজনৈতিক ভাবেই করবেন ৷ তবে যারা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে, তাদের প্রতি অসম জাতীয় পরিষদের সমর্থন থাকবে ৷

গুয়াহাটি, 22 নভেম্বর : কৃষক আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narndra Modi's Announcement to repeal farm laws) ৷ সেই সাফল্যে উৎসাহিত হয়ে আবার সিএএ-বিরোধী আন্দোলন ফের শুরু করার তোড়জোড় চলছে ৷ (several organization planning intensify anti caa protest) ৷ অসমের বেশ কয়েকটি সংগঠন এই নিয়ে ইতিমধ্যে আলোচনাও সেরে ফেলেছে বলে খবর ৷

2019 সালের শীতকালীন অধিবেশনে যখন সংসদে নাগরিকত্ব আইন (CAA) পাস করানো হয় ৷ তার পর দেশের বিভিন্ন অংশে আন্দোলন শুরু হয় (Anti CAA Protest) ৷ সেই আন্দোলনে সামিল ছিলেন অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু), কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস), রাইজোর দল (আরডি) এবং অসম জাতীয় পরিষদ৷ ওই সংগঠনগুলির নেতারা ইতিমধ্যে বৈঠক করেছেন ৷ সেখানে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে নতুন করে কীভাবে প্রাণ দেওয়া যায়, সেই নিয়ে আলোচনা হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : Farmers adamant on MSP : এমএসপি আইনের দাবিতে অনড় কৃষকরা, আজ লখনউয়ে মহাপঞ্চায়েত

প্রসঙ্গত, শুরুতে আন্দোলনের তীব্রতা ছিল ৷ বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও এই আন্দোলনে সামিল হয়েছিলেন ৷ কিন্তু করোনা অতিমারীর জেরে আন্দোলনে ভাটা পড়ে যায় ৷

কিন্তু লাগাতার আন্দোলন যেভাবে কৃষি আইন প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করল, এবার সেই পথেই হাঁটতে চাইছে ওই সংগঠনগুলি ৷ আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জল কুমার ভট্টাচার্যর দাবি, মোদি সরকার যে মানুষের উপর অবিচার করছে, তা এই কৃষি আইন প্রত্যাহারের মাধ্যমে প্রমাণিত হয়েছে ৷ তাই কেন্দ্রকে সংশোধিত নাগরিকত্ব আইনও বাতিল করতে হবে ৷ কারণ এই আইন উত্তর-পূর্বের আদি বাসিন্দাদের পক্ষে নয় ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?

অসম জাতীয় পরিষদের জিয়াউর রহমান জানিয়েছেন যে রাজনৈতিক দল হিসেবে তাঁরা এই আইনের মোকাবিলা রাজনৈতিক ভাবেই করবেন ৷ তবে যারা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে, তাদের প্রতি অসম জাতীয় পরিষদের সমর্থন থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.