ETV Bharat / bharat

Boat Capsized in Danapur: বিহারে 55 জন যাত্রীকে নিয়ে ডুবে গেল নৌকা - several missing on boat capsized in bihar

ভয়াবহ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়ে গেলেন বেশ কয়েকজন ৷ ঘটনাটি ঘটেছে বিহারের দানাপুরের শাহপুর থানা এলাকার কাছে গঙ্গা নদীতে (Boat Capsized in Danapur) ৷

Boat Capsized in Danapur
বিহারে নৌকাডুবি
author img

By

Published : Sep 5, 2022, 8:52 AM IST

Updated : Sep 5, 2022, 2:08 PM IST

বিহার, 5 সেপ্টেম্বর: ভয়াবহ নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হয়ে গেলেন বিহারে । রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের দানাপুরের শাহপুর থানা এলাকার কাছে গঙ্গা নদীতে (Boat Capsized in Danapur) ৷ জানা গিয়েছে, নৌকাতে 55 জন যাত্রী ছিল ৷ সূত্রের দাবি, 10 জন নিখোঁজ হওয়ার খবর পেয়েছে প্রশাসন ৷ নিখোঁজদের উদ্ধার করতে বিশেষ অভিযানও শুরু হয়েছে ।

আরও পড়ুন: তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ এক

জাহাজে থাকা সকলেই পাটনার দাউদপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়রা শ্রমিকরা দিনের কাজ শেষ করে নদী পেরিয়ে বাড়ি ফিরছিলেন । ঠিক সেসময়ই এই ঘটনা ঘটে । ডুবুরিদের সহায়তায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকায় থাকা সকলেই পাটনার দাউদপুর এলাকার বাসিন্দা । এদিন শ্রমিকরা কাজ থেকে ফেরার পর এই ঘটনা ঘটে । নৌকাডুবির খবর ছড়িয়ে পড়লে চারপাশে লোকজন জড়ো হয় । মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

আরও জানা যায়, সাঁতারুদের সহায়তায় তল্লাশি অভিযান চালানো হয় । এদিন বিকেল 5.30 মিনিটে আমরা একটি নৌকাডুবির খবর মেলে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের দল । সেখানে মোট 50 জন ছিল, যার মধ্যে 40-42 জন নিরাপদে পৌঁছেছে এবং 8-10 জন নিখোঁজ রয়েছে । সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে ।

সম্প্রতি যমুনায় 30 জনেরও বেশি লোককে নিয়ে একটি নৌকা ডুবে যায় ৷ দুই মহিলা এবং একটি শিশু সহ কমপক্ষে চারজনের মৃত্যু হয় সেই ঘটনায় ৷ নৌকাটি মার্কা থেকে ফতেহপুর জেলার জারাউলি ঘাটে যাচ্ছিল বলে পুলিশ জানায় ৷

বিহার, 5 সেপ্টেম্বর: ভয়াবহ নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হয়ে গেলেন বিহারে । রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের দানাপুরের শাহপুর থানা এলাকার কাছে গঙ্গা নদীতে (Boat Capsized in Danapur) ৷ জানা গিয়েছে, নৌকাতে 55 জন যাত্রী ছিল ৷ সূত্রের দাবি, 10 জন নিখোঁজ হওয়ার খবর পেয়েছে প্রশাসন ৷ নিখোঁজদের উদ্ধার করতে বিশেষ অভিযানও শুরু হয়েছে ।

আরও পড়ুন: তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ এক

জাহাজে থাকা সকলেই পাটনার দাউদপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়রা শ্রমিকরা দিনের কাজ শেষ করে নদী পেরিয়ে বাড়ি ফিরছিলেন । ঠিক সেসময়ই এই ঘটনা ঘটে । ডুবুরিদের সহায়তায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকায় থাকা সকলেই পাটনার দাউদপুর এলাকার বাসিন্দা । এদিন শ্রমিকরা কাজ থেকে ফেরার পর এই ঘটনা ঘটে । নৌকাডুবির খবর ছড়িয়ে পড়লে চারপাশে লোকজন জড়ো হয় । মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

আরও জানা যায়, সাঁতারুদের সহায়তায় তল্লাশি অভিযান চালানো হয় । এদিন বিকেল 5.30 মিনিটে আমরা একটি নৌকাডুবির খবর মেলে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের দল । সেখানে মোট 50 জন ছিল, যার মধ্যে 40-42 জন নিরাপদে পৌঁছেছে এবং 8-10 জন নিখোঁজ রয়েছে । সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে ।

সম্প্রতি যমুনায় 30 জনেরও বেশি লোককে নিয়ে একটি নৌকা ডুবে যায় ৷ দুই মহিলা এবং একটি শিশু সহ কমপক্ষে চারজনের মৃত্যু হয় সেই ঘটনায় ৷ নৌকাটি মার্কা থেকে ফতেহপুর জেলার জারাউলি ঘাটে যাচ্ছিল বলে পুলিশ জানায় ৷

Last Updated : Sep 5, 2022, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.