ETV Bharat / bharat

Road Accident in Maharashtra: মুম্বই-গোয়া হাইওয়েতে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মৃত 9 - Several killed in road accident

মুম্বই-গোয়া হাইওয়েতে সাত সকালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ন'জনের (Road Accident in Maharashtra)। নিহতদের মধ্যে একজন শিশুকন্যা, বাকি তিনজন মহিলা ও পাঁচজন পুরুষ রয়েছেন ।

Road Accident
মুম্বই গোয়া হাইওয়েতে সাত সকালে দুর্ঘটনা
author img

By

Published : Jan 19, 2023, 9:47 AM IST

Updated : Jan 19, 2023, 10:21 AM IST

মুম্বই, 19 জানুয়ারি: বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের রায়গড় জেলার মুম্বই-গোয়া হাইওয়ে বড়সড় দুর্ঘটনা (Mumbai Goa highway in Maharashtra) ৷ ট্রাক এসে সজরে ধাক্কা মারে ভ্যানে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ন'জনের (Several killed in road accident) ৷ এই মর্মান্তিক ঘটনায় প্রাণ গিয়েছে একটি শিশুর । মুম্বই থেকে 130 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত রায়গড়ের রেপোলি গ্রামে (Repoli village) ভোর 4.45 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ।

পুলিশ সুপার সোমনাথ ঘর্গে জানিয়েছেন, ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ন'জন-সহ বাকি সমস্ত আত্মীয়রা ওই ভ্যানে করে রত্নাগিরি জেলার গুহাগড়ে যাচ্ছিলেন । সেসময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রাকটি মুম্বইয়ের দিকে যাচ্ছিল । ন'জন নিহত হয়েছে । নিহতদের মধ্যে একটি শিশু, তিনজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে বলে তিনি জানান । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ৷ দুর্ঘটনায় আহত হয়েছে চার বছর বয়সি একটি শিশু ৷ তাকে মানগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (hospital in Mangaon) ৷ এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে । ন'জনের দেহগুলি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে । ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

আরও পড়ুন: অসমে কুয়াশার কারণে ট্রাকে ধাক্কা বাসের, মৃত 3 তীর্থযাত্রী

প্রসঙ্গত, শুধু মহারাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গেও প্রায়শই এরকম পথ দুর্ঘটনার ঘটনা ঘটে ৷ বিশেষ করে শীতের সকালে বিভিন্ন রাজ্যে একাধিক পথ দুর্ঘটনার খবর সামনে আসে ৷ কুয়াশার মাত্রা অনেক বেশি থাকে এই সময় ভোরের দিকে ৷ গত মঙ্গলবার কোচবিহারের সাতমাইল এলাকায় ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয় ৷ যেখানে আহত হন সিবিআই আধিকারিক-সহ তিনজন ৷ কুয়াশার জেরে দৃশ্যমানতা কম ছিল যার জেরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বলে অনুমান করা হয় ৷

আরও পড়ুন: ট্রাকের সঙ্গে সংঘর্ষ গাড়ির, আহত সিবিআই আধিকারিক-সহ 3

মুম্বই, 19 জানুয়ারি: বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের রায়গড় জেলার মুম্বই-গোয়া হাইওয়ে বড়সড় দুর্ঘটনা (Mumbai Goa highway in Maharashtra) ৷ ট্রাক এসে সজরে ধাক্কা মারে ভ্যানে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ন'জনের (Several killed in road accident) ৷ এই মর্মান্তিক ঘটনায় প্রাণ গিয়েছে একটি শিশুর । মুম্বই থেকে 130 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত রায়গড়ের রেপোলি গ্রামে (Repoli village) ভোর 4.45 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ।

পুলিশ সুপার সোমনাথ ঘর্গে জানিয়েছেন, ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ন'জন-সহ বাকি সমস্ত আত্মীয়রা ওই ভ্যানে করে রত্নাগিরি জেলার গুহাগড়ে যাচ্ছিলেন । সেসময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রাকটি মুম্বইয়ের দিকে যাচ্ছিল । ন'জন নিহত হয়েছে । নিহতদের মধ্যে একটি শিশু, তিনজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে বলে তিনি জানান । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ৷ দুর্ঘটনায় আহত হয়েছে চার বছর বয়সি একটি শিশু ৷ তাকে মানগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (hospital in Mangaon) ৷ এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে । ন'জনের দেহগুলি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে । ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

আরও পড়ুন: অসমে কুয়াশার কারণে ট্রাকে ধাক্কা বাসের, মৃত 3 তীর্থযাত্রী

প্রসঙ্গত, শুধু মহারাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গেও প্রায়শই এরকম পথ দুর্ঘটনার ঘটনা ঘটে ৷ বিশেষ করে শীতের সকালে বিভিন্ন রাজ্যে একাধিক পথ দুর্ঘটনার খবর সামনে আসে ৷ কুয়াশার মাত্রা অনেক বেশি থাকে এই সময় ভোরের দিকে ৷ গত মঙ্গলবার কোচবিহারের সাতমাইল এলাকায় ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয় ৷ যেখানে আহত হন সিবিআই আধিকারিক-সহ তিনজন ৷ কুয়াশার জেরে দৃশ্যমানতা কম ছিল যার জেরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বলে অনুমান করা হয় ৷

আরও পড়ুন: ট্রাকের সঙ্গে সংঘর্ষ গাড়ির, আহত সিবিআই আধিকারিক-সহ 3

Last Updated : Jan 19, 2023, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.