দারসি (অন্ধ্রপ্রদেশ), 11 জুলাই: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ বিয়ে বাড়ির বাস খালে উলটে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে ৷ তাদের মধ্যে রয়েছে একটি সাত বছরের শিশুও ৷ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 12 জন ৷ সোমবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের প্রকাশম জেলায় । দারসি শহরের কাছে বাসটি উলটে খালে পড়ে গিয়েছে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়ে ছিলেন । তার ফলেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ৷ পোডিলি থেকে বাসটি যাত্রা শুরু করেছিল ৷ সেখানে নেমে এসেছে শোকের ছায়া।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে 35 থেকে 40 জন যাত্রী ছিলেন । দুর্ঘটনার পর পথচারীরা পুলিশকে খবর দেন । পাশাপাশি তাঁরা নিজেরাই উদ্ধারের কাজ শুরু করেন । পরে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয় । আহতদের সকলকে আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য জেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । সূত্রের খবর, কাকিনাডায় ওই বাসটি যাচ্ছিল ৷ সেটি অন্ধ্রপ্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস ৷ সেটিকে ভাড়া করা হয় বিয়ে বাড়ির জন্য । বাসটি বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল তখনই এই দুর্ঘটনা ঘটে ।
আরও পড়ুন: হিমাচল প্রদেশে 300 ফুট খাদে পড়ল বাস, চলছে উদ্ধারকাজ
এই দুর্ঘটনায় নিহতরা হলেন, আব্দুল আজিজ (65), আব্দুল হানি (60), শেখ রমিজ (48), মোল্লা নূরজাহান (58), মোল্লা জনি বেগম (65), শেখ শাবিনা (35) ও শেখ হেনা (6) । বাসটি প্রকাশম জেলার পোডিলি থেকে পূর্ব গোদাবরী জেলার কাকিনাডা যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে । প্রসঙ্গত, এর আগে হিমাচল প্রদেশের মান্ডি জেলার কারসোগেতে 300 ফুট গভীর খাদে বাস উলটে পড়ে গিয়েছিল ৷ সেই বাসে ছিলেন 47 জন যাত্রী ৷ ওই ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে ৷ গুরুতর আহত হন অনেকে ৷