রাজকোট, 11 সেপ্টেম্বর: অন্ততপক্ষে 5 জন আহত হয়েছেন বিস্ফোরণে ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজকোটের একটি ফারনেস কারখানায়, ৷ জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সকাল 10টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে (Several injured in a furnace factory in Rajkot Gujarat) ৷
আরও পড়ুন: এবার রাজস্থানের নাম বদলে কর্তব্যস্থান করে দিন ! কেন্দ্রকে কটাক্ষ শশীর
স্থানীয়দের থেকে পুলিশ জানতে পেরেছে বিস্ফোরণের অব্যবহিত পরেই কারখানার বেশ কয়েকটি অংশে ফাটল দেখা যায় । তাছাড়া বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে । দ্রুত নিরাপদে স্থানে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় । ছুটোছুটির মাঝে পড়ে বেশ কয়েকজন আহতও হন বলে জানা গিয়েছে । বিস্ফোরণের কারণ জানতে অনুসন্ধান শুরু হয়েছে ।