ETV Bharat / bharat

Bus Accident in Himachal: হিমাচলে বাস দুর্ঘটনা, কলকাতার বাসিন্দা-সহ আহত কমপক্ষে 21 - private bus accident in Himachal Pradesh

কাংড়ার থুরালে দুর্ঘটনার কবলে বেসরকারি বাস (Private bus accident in Kangra) ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন চালক-অপারেটর-সহ কমপক্ষে 21 জন যাত্রী । আহতদের মধ্যে রয়েছেন কলকাতার এক বাসিন্দাও ৷

Bus Accident in Himachal
Bus Accident in Himachal
author img

By

Published : Dec 5, 2022, 11:21 AM IST

কাংড়া, 5 ডিসেম্বর: হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনা (Bus Accident in Himachal) ৷ আহত হয়েছেন কমপক্ষে 21 জন যাত্রী ৷ তার মধ্যে রয়েছেন কলকাতার এক বাসিন্দা ৷ ঘটনাটি ঘটেছে কাংড়া জেলার থুরাল এলাকায় ৷ আহতদের চিকিৎসার জন্য থুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

জানা গিয়েছে, রবিবার একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে (Private bus accident) । থুরাল থেকে তিন কিলোমিটার দূরে চুলা এলাকায় বেসরকারি বাসটি উল্টে যায় । বাসটি পালামপুর থেকে সুজনপুর যাচ্ছিল । দুর্ঘটনায় বাসের চালক-অপারেটর-সহ 21 জন আহত হয়েছেন । আহতদের থুরাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । দুর্ঘটনায় গুরুতর আহত 10 জন যাত্রীকে থুরাল হাসপাতালে থেকে চিকিৎসার জন্য তান্ডা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে । সবার অবস্থা স্থিতিশীল বলে খবর ।

এসডিএম আশিস শর্মা জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য থুরাল হাসপাতালে নিয়ে আসা হয় । 10 জন রোগীকে তান্ডা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে । তিনি আরও জানান, আহত রোগীরা হলেন- নেহা, বালিয়া, রাকেশ চন্দ, সঞ্জীব শর্মা, অমিতা, বলরাম, পুনম শর্মা, সিদ্ধার্থ রানা, রানী দেবী, রায়শ চাঁদ ও পঙ্কজ ।

আরও পড়ুন: ওড়িশায় গাড়ি দুর্ঘটনায় 4 জনের মৃত্যু, আশঙ্কাজনক এক

দু'জন রোগীকে তাৎক্ষণিকভাবে 5500 টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । ওই বাসে ছিলেন কলকাতার বাসিন্দা শিঞ্জিনী দত্তের মেয়ে ৷ তিনি ঘটনায় আহত হয়েছেন ৷ তাঁর প্রাথমিক চিকিৎসা থুরাল হাসপাতালে হয়েছে । বাসটি উল্টে যাওয়ার পর থুরাল খাস ও আশেপাশের গ্রামের লোকজন পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ৷ এরপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় ।

কাংড়া, 5 ডিসেম্বর: হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনা (Bus Accident in Himachal) ৷ আহত হয়েছেন কমপক্ষে 21 জন যাত্রী ৷ তার মধ্যে রয়েছেন কলকাতার এক বাসিন্দা ৷ ঘটনাটি ঘটেছে কাংড়া জেলার থুরাল এলাকায় ৷ আহতদের চিকিৎসার জন্য থুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

জানা গিয়েছে, রবিবার একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে (Private bus accident) । থুরাল থেকে তিন কিলোমিটার দূরে চুলা এলাকায় বেসরকারি বাসটি উল্টে যায় । বাসটি পালামপুর থেকে সুজনপুর যাচ্ছিল । দুর্ঘটনায় বাসের চালক-অপারেটর-সহ 21 জন আহত হয়েছেন । আহতদের থুরাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । দুর্ঘটনায় গুরুতর আহত 10 জন যাত্রীকে থুরাল হাসপাতালে থেকে চিকিৎসার জন্য তান্ডা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে । সবার অবস্থা স্থিতিশীল বলে খবর ।

এসডিএম আশিস শর্মা জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য থুরাল হাসপাতালে নিয়ে আসা হয় । 10 জন রোগীকে তান্ডা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে । তিনি আরও জানান, আহত রোগীরা হলেন- নেহা, বালিয়া, রাকেশ চন্দ, সঞ্জীব শর্মা, অমিতা, বলরাম, পুনম শর্মা, সিদ্ধার্থ রানা, রানী দেবী, রায়শ চাঁদ ও পঙ্কজ ।

আরও পড়ুন: ওড়িশায় গাড়ি দুর্ঘটনায় 4 জনের মৃত্যু, আশঙ্কাজনক এক

দু'জন রোগীকে তাৎক্ষণিকভাবে 5500 টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । ওই বাসে ছিলেন কলকাতার বাসিন্দা শিঞ্জিনী দত্তের মেয়ে ৷ তিনি ঘটনায় আহত হয়েছেন ৷ তাঁর প্রাথমিক চিকিৎসা থুরাল হাসপাতালে হয়েছে । বাসটি উল্টে যাওয়ার পর থুরাল খাস ও আশেপাশের গ্রামের লোকজন পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ৷ এরপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.