ETV Bharat / bharat

Ladakh Army Vehicle Accident : নদীতে পড়ল সেনার গাড়ি, লাদাখে মৃত 9 জওয়ান - নদীতে পড়ল সেনার গাড়ি

শুক্রবার সেনার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 50 ফুট নিচে শিয়ক নদীতে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে (9 Indian Army soldiers lost their lives so far in a vehicle accident in ladakh) ৷

Ladakh Army Vehicle
লাদাখে মৃত 7 জওয়ান
author img

By

Published : May 27, 2022, 4:52 PM IST

Updated : May 27, 2022, 8:39 PM IST

শ্রীনগর, 27 মে : লাদাখে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 9 জওয়ান ৷ জানা গিয়েছে, শুক্রবার সেনার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে ৷ গড়িটিতে 26 জন জওয়ান ছিলেন (9 Indian Army soldiers lost their lives so far in a vehicle accident in ladakh) ৷ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • Deeply distressed by the traumatic road accident death of our 7 brave soldiers in Ladakh today afternoon. Some more seriously injured in the case. Sincere condolences for the bereaved, solidarity for all.

    — Mamata Banerjee (@MamataOfficial) May 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেনার গাড়িটি এদিন যখন পর্তাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে লেহ জেলার তুরটুকে ফরওয়ার্ড ক্যাম্পে যাচ্ছিল সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় সেনার গাড়িটি প্রায় 50 ফুট নিচে পড়ে যায় ৷ দ্রুত উদ্ধারকাজ শুরু হয় ৷ আহত জওয়ানদের উদ্ধার করে পর্তাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই গুরুতর আহত 7 সেনা জওয়ানের মৃত্যু হয় ৷ পরে হরিয়ানার পঞ্চকুলার হাসপাতালে আরও 2 জওয়ানের মৃত্যু হয় ৷

আরও পড়ুন : আমরিন ভাটের হত্যাকারীদের সঙ্গে অবন্তীপুরায় সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর

সেনা সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশকয়েকজন জওয়ানের চোট গুরুতর ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "আহতরা যাতে সবরকম আধুনিক চিকিৎসা পান তার ব্যবস্থা করা হয়েছে ৷ প্রয়োজনে গুরুতর আহতদের বায়ু সেনার সাহায্যে ওয়েস্টার্ন কমান্ডে পাঠানো হবে ৷"

শ্রীনগর, 27 মে : লাদাখে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 9 জওয়ান ৷ জানা গিয়েছে, শুক্রবার সেনার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে ৷ গড়িটিতে 26 জন জওয়ান ছিলেন (9 Indian Army soldiers lost their lives so far in a vehicle accident in ladakh) ৷ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • Deeply distressed by the traumatic road accident death of our 7 brave soldiers in Ladakh today afternoon. Some more seriously injured in the case. Sincere condolences for the bereaved, solidarity for all.

    — Mamata Banerjee (@MamataOfficial) May 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেনার গাড়িটি এদিন যখন পর্তাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে লেহ জেলার তুরটুকে ফরওয়ার্ড ক্যাম্পে যাচ্ছিল সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় সেনার গাড়িটি প্রায় 50 ফুট নিচে পড়ে যায় ৷ দ্রুত উদ্ধারকাজ শুরু হয় ৷ আহত জওয়ানদের উদ্ধার করে পর্তাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই গুরুতর আহত 7 সেনা জওয়ানের মৃত্যু হয় ৷ পরে হরিয়ানার পঞ্চকুলার হাসপাতালে আরও 2 জওয়ানের মৃত্যু হয় ৷

আরও পড়ুন : আমরিন ভাটের হত্যাকারীদের সঙ্গে অবন্তীপুরায় সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর

সেনা সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশকয়েকজন জওয়ানের চোট গুরুতর ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "আহতরা যাতে সবরকম আধুনিক চিকিৎসা পান তার ব্যবস্থা করা হয়েছে ৷ প্রয়োজনে গুরুতর আহতদের বায়ু সেনার সাহায্যে ওয়েস্টার্ন কমান্ডে পাঠানো হবে ৷"

Last Updated : May 27, 2022, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.