ETV Bharat / bharat

Several Fall Sick: চড়কের মেলার চাট খেয়ে হাসপাতালে শতাধিক, বেশিরভাগই শিশু - খাদ্যে বিষক্রিয়া

ঝাড়খণ্ডের ধানবাদে চড়কের মেলার চাট খেয়ে হাসপাতালে ভর্তি হলেন শতাধিক লোক ৷ তাদের মধ্যে অধিকাংশই শিশু ৷

Several Fall Sick ETV bharat
চড়কের মেলার চাট খেয়ে হাসপাতালে ভর্তি শতাধিক
author img

By

Published : Apr 20, 2023, 2:31 PM IST

ধানবাদ, 20 এপ্রিল: চড়কের মেলায় গিয়ে চাট খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ ! তাদের মধ্যে বেশিরভাগই শিশু ৷ ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি গ্রামের মেলায় চাট খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন অনেকে ৷

বুধবার সন্ধ্যায় করমাতান্ড পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে । মেলা থেকে ফেরার পর গ্রামের লোকজনের অনেকেরই পেটে ব্যথা হতে থাকে বলে জানা গিয়েছে ৷ তাঁরা বমি করতে শুরু করেন বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ অসুস্থদের কাছের হাসপাতালে ভর্তি করা হয় ৷

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার ইউকে ওঝা জানিয়েছেন, শতাধিক অসুস্থের মধ্যে বেশিরভাগই শিশু ৷ তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত 10.30টার দিকে শহিদ নির্মল মাহাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসএনএমএমসিএইচ) তাদের ভর্তি করা হয় । এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন ।

তিনি আরও জানান যে, আহতদের মধ্যে সবচেয়ে ছোট 9 বছরের এক বালিকা এবং সবচেয়ে বড় 44 বছরের এক ব্যক্তি ৷ ডাক্তার ওঝা বলেন, জরুরি ওয়ার্ডে শয্যা কম, ফলে এত বিপুল সংখ্যক রোগী একসঙ্গে এসে পড়ায় কয়েকজনকে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের খালি বেডেও রাখা হয়েছে । রোগীদের ভিড় সামলাতে অতিরিক্ত চিকিৎসক ও নার্সিং স্টাফদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ ধানবাদের সিভিল সার্জন ডা. অলোক বিশ্বকর্মা হাসপাতালে পরিদর্শনে যান ৷ তিনি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ।

ধানবাদের ওই গ্রামে চড়ক পুজোর মেলা চলছিল ৷ সেখানেই চাট খেয়ে এত লোক অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন রোগীদের আত্মীয়-স্বজনেরা ৷ বলা হচ্ছে, চাট খেয়েই মানুষের স্বাস্থ্যের অবনতি হয়েছে । স্বাস্থ্যের অবনতি হলে লোকজনকে দ্রুত এসএনএমএমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ডাক্তারদের একটি দল যুদ্ধকালীন তৎপরতায় অসুস্থদের চিকিৎসা করে ৷

সবাইকে প্রথমে স্যালাইন ও ইনজেকশনের ডোজ দেওয়া হয় । এসএনএমএমসিএইচ ছাড়াও বহু রোগীর চিকিৎসা হয় অন্যান্য বেসরকারি হাসপাতালে । প্রত্যেকেরই খাদ্যে বিষক্রিয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা ৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক ডজন রোগীর অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: চড়কের মেলায় গাছ ভেঙে আহত শিশু-সহ 4

ধানবাদ, 20 এপ্রিল: চড়কের মেলায় গিয়ে চাট খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ ! তাদের মধ্যে বেশিরভাগই শিশু ৷ ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি গ্রামের মেলায় চাট খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন অনেকে ৷

বুধবার সন্ধ্যায় করমাতান্ড পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে । মেলা থেকে ফেরার পর গ্রামের লোকজনের অনেকেরই পেটে ব্যথা হতে থাকে বলে জানা গিয়েছে ৷ তাঁরা বমি করতে শুরু করেন বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ অসুস্থদের কাছের হাসপাতালে ভর্তি করা হয় ৷

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার ইউকে ওঝা জানিয়েছেন, শতাধিক অসুস্থের মধ্যে বেশিরভাগই শিশু ৷ তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত 10.30টার দিকে শহিদ নির্মল মাহাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসএনএমএমসিএইচ) তাদের ভর্তি করা হয় । এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন ।

তিনি আরও জানান যে, আহতদের মধ্যে সবচেয়ে ছোট 9 বছরের এক বালিকা এবং সবচেয়ে বড় 44 বছরের এক ব্যক্তি ৷ ডাক্তার ওঝা বলেন, জরুরি ওয়ার্ডে শয্যা কম, ফলে এত বিপুল সংখ্যক রোগী একসঙ্গে এসে পড়ায় কয়েকজনকে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের খালি বেডেও রাখা হয়েছে । রোগীদের ভিড় সামলাতে অতিরিক্ত চিকিৎসক ও নার্সিং স্টাফদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ ধানবাদের সিভিল সার্জন ডা. অলোক বিশ্বকর্মা হাসপাতালে পরিদর্শনে যান ৷ তিনি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ।

ধানবাদের ওই গ্রামে চড়ক পুজোর মেলা চলছিল ৷ সেখানেই চাট খেয়ে এত লোক অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন রোগীদের আত্মীয়-স্বজনেরা ৷ বলা হচ্ছে, চাট খেয়েই মানুষের স্বাস্থ্যের অবনতি হয়েছে । স্বাস্থ্যের অবনতি হলে লোকজনকে দ্রুত এসএনএমএমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ডাক্তারদের একটি দল যুদ্ধকালীন তৎপরতায় অসুস্থদের চিকিৎসা করে ৷

সবাইকে প্রথমে স্যালাইন ও ইনজেকশনের ডোজ দেওয়া হয় । এসএনএমএমসিএইচ ছাড়াও বহু রোগীর চিকিৎসা হয় অন্যান্য বেসরকারি হাসপাতালে । প্রত্যেকেরই খাদ্যে বিষক্রিয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা ৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক ডজন রোগীর অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: চড়কের মেলায় গাছ ভেঙে আহত শিশু-সহ 4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.