ETV Bharat / bharat

Oil Tanker Incident in Andhra: অন্ধ্রপ্রদেশে তেলের ট্যাঙ্কার পরিষ্কার করতে গিয়ে মৃত 7 - ট্যাঙ্কার পরিষ্কারের কাজ করছিলেন

অম্বতী সুব্বান্না অয়েল ফ্যাক্টরিতে তেলের ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমেছিলেন কয়েকজন কর্মী ৷ তাঁদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে (Seven people died after getting into the oil tanker for cleaning in Kakinada) ৷

Oil Tanker Cleaning Death
তেলের ট্যাঙ্কার পরিষ্কারে মৃত কর্মী
author img

By

Published : Feb 9, 2023, 10:49 AM IST

Updated : Feb 9, 2023, 12:44 PM IST

কাকিনাড়া, 9 ফেব্রুয়ারি: ট্যাঙ্কার পরিষ্কার করার সময় প্রাণ গেল কমপক্ষে 7 জনের ৷ কর্মীরা তেলের ট্যাঙ্কারের ভিতরে ঢুকেছিলেন ৷ তাঁরা ট্যাঙ্কার পরিষ্কারের কাজ করছিলেন ৷ সেই সময় প্রাণ যায় এই 7 জনের ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থিত কাকিনাড়া জেলার অম্বতী সুব্বান্না অয়েল ফ্যাক্টরিতে৷ মৃতদের মধ্যে পাঁচজন পাদেরু জেলার বাসিন্দা ৷ বাকিরা পুলিমেরুতে থাকতেন বলে জানা গিয়েছে ৷

সূত্র অনুযায়ী, মাত্র 10 দিন আগে তারা কাজে যোগ দিয়েছিলেন ৷ অয়েল ফ্যাক্টরিটি, ফ্যাক্টরি অ্যাক্টের আওতায় নথিভুক্ত ছিল না ৷ পুলিশ জানিয়েছে, এক কর্মী ওই ভোজ্য তেলের অয়েল ট্যাঙ্কারে মধ্যে নামেন ৷ কিছুক্ষণ পরেই তিনি দম বন্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ৷ তাঁকে উদ্ধার করতে আরও 7 জন কর্মী মইয়ের সাহায্যে ওই ট্যাঙ্কারের মধ্যে ঢোকেন ৷ কিন্তু তাঁদের পরিণতিও একই হয় ৷ মনে করা হচ্ছে কোনও বিষাক্ত গ্যাসের ফলেই সবার মৃত্যু হয়েছে ৷

অয়েল ট্যাঙ্কার থেকে জীবিত অবস্থায় ফিরে আসা ব্যক্তি জানান, তিনি ভিতরে গিয়ে নিঃশ্বাস নিতে পারছিলেন না ৷ দম বন্ধ হয়ে আসছিল ৷ তখনই সংজ্ঞা হারান ৷ এই পরিস্থিতিতে কোম্পানির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ কোনও রকম সুরক্ষার বন্দোবস্ত ছাড়াই কীভাবে কর্মীদের ওই ট্যাঙ্কারের মধ্যে নামতে দেওয়া হল ৷ এমনকী কোম্পানির কোনও আইনি নথিভুক্তিকরণও নেই ৷ পুলিশ তদন্তে নেমেছে ৷

কারও গাফিলতিতে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি কারখানার মালিক কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে । এই ধরনের কাজে প্রাণের ঝুঁকি থাকে তাই সুরক্ষা ব্যবস্থা ভালো হতে হয় । সে কথা মাথায় রেখেই পরিকাঠামো সাজাতে হয় । এখানে সেসব কিছু ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে । সংশ্লিষ্টদে সঙ্গে কথা বলে গোটা বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: ডিজেল ভর্তি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মহারাষ্ট্রে দগ্ধ হয়ে মৃত 9

কাকিনাড়া, 9 ফেব্রুয়ারি: ট্যাঙ্কার পরিষ্কার করার সময় প্রাণ গেল কমপক্ষে 7 জনের ৷ কর্মীরা তেলের ট্যাঙ্কারের ভিতরে ঢুকেছিলেন ৷ তাঁরা ট্যাঙ্কার পরিষ্কারের কাজ করছিলেন ৷ সেই সময় প্রাণ যায় এই 7 জনের ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থিত কাকিনাড়া জেলার অম্বতী সুব্বান্না অয়েল ফ্যাক্টরিতে৷ মৃতদের মধ্যে পাঁচজন পাদেরু জেলার বাসিন্দা ৷ বাকিরা পুলিমেরুতে থাকতেন বলে জানা গিয়েছে ৷

সূত্র অনুযায়ী, মাত্র 10 দিন আগে তারা কাজে যোগ দিয়েছিলেন ৷ অয়েল ফ্যাক্টরিটি, ফ্যাক্টরি অ্যাক্টের আওতায় নথিভুক্ত ছিল না ৷ পুলিশ জানিয়েছে, এক কর্মী ওই ভোজ্য তেলের অয়েল ট্যাঙ্কারে মধ্যে নামেন ৷ কিছুক্ষণ পরেই তিনি দম বন্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ৷ তাঁকে উদ্ধার করতে আরও 7 জন কর্মী মইয়ের সাহায্যে ওই ট্যাঙ্কারের মধ্যে ঢোকেন ৷ কিন্তু তাঁদের পরিণতিও একই হয় ৷ মনে করা হচ্ছে কোনও বিষাক্ত গ্যাসের ফলেই সবার মৃত্যু হয়েছে ৷

অয়েল ট্যাঙ্কার থেকে জীবিত অবস্থায় ফিরে আসা ব্যক্তি জানান, তিনি ভিতরে গিয়ে নিঃশ্বাস নিতে পারছিলেন না ৷ দম বন্ধ হয়ে আসছিল ৷ তখনই সংজ্ঞা হারান ৷ এই পরিস্থিতিতে কোম্পানির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ কোনও রকম সুরক্ষার বন্দোবস্ত ছাড়াই কীভাবে কর্মীদের ওই ট্যাঙ্কারের মধ্যে নামতে দেওয়া হল ৷ এমনকী কোম্পানির কোনও আইনি নথিভুক্তিকরণও নেই ৷ পুলিশ তদন্তে নেমেছে ৷

কারও গাফিলতিতে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি কারখানার মালিক কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে । এই ধরনের কাজে প্রাণের ঝুঁকি থাকে তাই সুরক্ষা ব্যবস্থা ভালো হতে হয় । সে কথা মাথায় রেখেই পরিকাঠামো সাজাতে হয় । এখানে সেসব কিছু ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে । সংশ্লিষ্টদে সঙ্গে কথা বলে গোটা বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: ডিজেল ভর্তি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মহারাষ্ট্রে দগ্ধ হয়ে মৃত 9

Last Updated : Feb 9, 2023, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.