পিথোরাগড়, 27 জুন: পর্যটন কেন্দ্র হিসাবেই পরিচিত উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মুন্সিয়ারি এলাকা। বেশ কয়েকদিন আগে মন্দিরে যাওয়ার পথে খাদে পড়ে যায় পুণ্যার্থী বোঝাই একটি বোলেরো গাড়ি। প্রায় 600 মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ যাত্রীদের। গাড়িটিতে চালক-সহ মোট 10 জন ছিলেন। সেই ঘটনার রেশ না-কাটতেই মঙ্গলবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ৷ পিথোরাগড়ের নাচনি থানার অন্তর্গত হোকরায় এদিন একটি অল্টো গাড়ি খাদে পড়ে যায়। তাতে প্রাণ হারান 2 জন ৷ এর কিছুক্ষণের মধ্যে আরও একটি পিকআপ ভ্যান খাদে পড়ে যায় ৷ সেই দুর্ঘটনাযতেও একজনের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও এসডিআরএফের উদ্ধারকারী দল। পিথোরাগড়ের এসপি লোকেশ্বর সিং জানিয়েছেন, এদিন (মঙ্গলবার) সকালে পিক-আপ ভ্যানটি খাদে পড়ে যায়। ওই এলাকাটি প্রত্যন্ত হওয়ায় পুলিশ বাহিনী ও এসডিআরএফ-এর দল পৌঁছতে অসুবিধার মুখে পড়েছিল ৷ একই জায়গায় একটি অল্টো গাড়িও খাদে পড়ে যায়। গাড়িতে থাকা লোকজন কোথা থেকে এবং কোথায় যাচ্ছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত তার কোনও খবর পাওয়া যায়নি ৷ গাড়িতে কতজন ছিল তাও খতিয়ে হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় পিক-আপ ভ্যানের চালকের মৃত্যু হয়েছে ৷ প্রায় 4 ঘণ্টা ধরে উদ্ধারকার্যের পর পিকআপ ভ্যানটিকে খাদ থেকে তুলে আনা সম্ভব হয়েছে ৷ জানা গিয়েছে, গাড়িটি উত্তরপ্রদেশের ৷ পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ উল্লেখ্য, 6 দিন আগের ওই দুর্ঘটনাটি ঘটে সকাল 7টা নাগাদ ৷ সেদিন 600 মিটার গভীর খাদে পড়ে গিয়ে বোলেরো গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। গাড়ির আরোহীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সকলকেই মৃত বলে ঘোষণা করেন। আরোহীদের মধ্যে চালক-সহ মোট 10 জন ছিলেন। মৃতরা সকলেই উত্তরাখণ্ডেরই বাসিন্দা। ওইদিন সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদের মধ্যে পড়ে গিয়েছিল।
আরও পড়ুন: বর্ষার প্রকোপ ! হিমাচলে মৃত 9, রাজস্থানে 4; অসমে বৃষ্টি অব্যাহত