ETV Bharat / bharat

ঘুমিয়ে পড়লেন চালক! গিরিডিতে বিয়েবাড়ি থেকে ফিরতি পথে দুর্ঘটনায় মৃত 6; জখম 2 শিশু-সহ আরও 4

author img

By PTI

Published : Nov 18, 2023, 11:06 AM IST

Updated : Nov 18, 2023, 11:37 AM IST

Jharkhand Road Accident: বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে এসইউভি-তে বাড়ি ফিরছিলেন 10 জন ৷ যাত্রীদের মধ্যে শিশুরাও ছিল ৷ পথে একটি গাছে সজোরে ধাক্কা মারে এসইউভি-টি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জনের ৷ পরে চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়েছে ৷ জখম হন আরও 5 জন।

ETV Bharat
ঝাড়খণ্ডে পথদুর্ঘটনা

গিরিডি, 18 নভেম্বর: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে ছ'জনের মৃত্যু ৷ আহত হয়েছেন আরও 5 জন ৷ তাদের মধ্যে 2 জন শিশুও আছে ৷ শিশুদের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর ৷ পুলিশ জানিয়েছে, একটি এসইউভি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল ৷ সেই সময় রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে ৷ শনিবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডিতে ৷

এসইউভি-তে 10 জন যাত্রী ছিলেন ৷ তাঁরা বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন ৷ ভোর 3টে নাগাদ মুফাসিল থানা এলাকার বাঘমারায় এসইউভি-টি একটি গাছে সজোরে ধাক্কা মারে ৷ তাতেই 5 জনের মৃত্যু হয় ৷ বাকিরা জখম হয়েছেন ৷ তাদের মধ্যে দুই শিশুর অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে ৷ চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

গিরিডি সদরের সাব-ডিভিশনের পুলিশ আধিকারিক অনিল সিং বলেন, "ওই যাত্রীরা বিরনি থানা এলাকার থোরিয়া গ্রাম থেকে আসছিলেন ৷ তারা তিকোডিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা হয় ৷" তিনি আরও জানান, 5 জন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ পরে চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়েছে ৷ বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশের অনুমান, চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ৷ সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে ৷

  • #WATCH | Jharkhand: 5 people died after their car collided with a tree in Baghmara, Giridih. The injured have been admitted to hospital. They were returning after attending a wedding function: Kamlesh Paswan, station in-charge, Mufassil police station, Giridih pic.twitter.com/pBLLnin0jR

    — ANI (@ANI) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে শুক্রবার সকালে উত্তরাখণ্ডের নৈনিতালে একটি জিপ 500 ফুট গভীর খাদে পড়ে যায় ৷ এই দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয় ৷ জখম হয়েছেন 5 জন ৷ জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ এর আগে 15 নভেম্বর সকালে জম্মু ও কাশ্মীরের ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে 36 জনের মৃত্যু হয় ৷ একটি বাস 300 ফুট গভীর খাদে পড়ে যায় ৷

14 নভেম্বর আরেকটি বড় দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে দিল্লি-দেরাদুন হাইওয়ের উপর ছাপার কাছে ৷ মঙ্গলবার ভোরে মুজাফফরনগর থেকে একটি ট্রাক হরিদ্বারের দিকে যাচ্ছিল ৷ পথে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাতে ধাক্কা মারে ৷ গাড়িতে থাকা 6 বন্ধুর মৃত্যু হয় ৷ স্থানীয়রা পুলিশকে খবর দেয় ৷ গাড়িটি দুমড়ে মুচড়ে ট্রাকের তলায় ঢুকে যায় ৷

আরও পড়ুন:

  1. নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবাহী জিপ, মৃত 6; আহত 5
  2. উপত্যকায় খাদে বাস পড়ে মৃত অন্তত 36! আর্থিক সাহায্যের ঘোষণা মোদির
  3. মুজফফরনগরে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত্যু 6 বন্ধুর

গিরিডি, 18 নভেম্বর: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে ছ'জনের মৃত্যু ৷ আহত হয়েছেন আরও 5 জন ৷ তাদের মধ্যে 2 জন শিশুও আছে ৷ শিশুদের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর ৷ পুলিশ জানিয়েছে, একটি এসইউভি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল ৷ সেই সময় রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে ৷ শনিবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডিতে ৷

এসইউভি-তে 10 জন যাত্রী ছিলেন ৷ তাঁরা বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন ৷ ভোর 3টে নাগাদ মুফাসিল থানা এলাকার বাঘমারায় এসইউভি-টি একটি গাছে সজোরে ধাক্কা মারে ৷ তাতেই 5 জনের মৃত্যু হয় ৷ বাকিরা জখম হয়েছেন ৷ তাদের মধ্যে দুই শিশুর অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে ৷ চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

গিরিডি সদরের সাব-ডিভিশনের পুলিশ আধিকারিক অনিল সিং বলেন, "ওই যাত্রীরা বিরনি থানা এলাকার থোরিয়া গ্রাম থেকে আসছিলেন ৷ তারা তিকোডিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা হয় ৷" তিনি আরও জানান, 5 জন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ পরে চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়েছে ৷ বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশের অনুমান, চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ৷ সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে ৷

  • #WATCH | Jharkhand: 5 people died after their car collided with a tree in Baghmara, Giridih. The injured have been admitted to hospital. They were returning after attending a wedding function: Kamlesh Paswan, station in-charge, Mufassil police station, Giridih pic.twitter.com/pBLLnin0jR

    — ANI (@ANI) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে শুক্রবার সকালে উত্তরাখণ্ডের নৈনিতালে একটি জিপ 500 ফুট গভীর খাদে পড়ে যায় ৷ এই দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয় ৷ জখম হয়েছেন 5 জন ৷ জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ এর আগে 15 নভেম্বর সকালে জম্মু ও কাশ্মীরের ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে 36 জনের মৃত্যু হয় ৷ একটি বাস 300 ফুট গভীর খাদে পড়ে যায় ৷

14 নভেম্বর আরেকটি বড় দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে দিল্লি-দেরাদুন হাইওয়ের উপর ছাপার কাছে ৷ মঙ্গলবার ভোরে মুজাফফরনগর থেকে একটি ট্রাক হরিদ্বারের দিকে যাচ্ছিল ৷ পথে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাতে ধাক্কা মারে ৷ গাড়িতে থাকা 6 বন্ধুর মৃত্যু হয় ৷ স্থানীয়রা পুলিশকে খবর দেয় ৷ গাড়িটি দুমড়ে মুচড়ে ট্রাকের তলায় ঢুকে যায় ৷

আরও পড়ুন:

  1. নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবাহী জিপ, মৃত 6; আহত 5
  2. উপত্যকায় খাদে বাস পড়ে মৃত অন্তত 36! আর্থিক সাহায্যের ঘোষণা মোদির
  3. মুজফফরনগরে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত্যু 6 বন্ধুর
Last Updated : Nov 18, 2023, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.