ETV Bharat / bharat

Punjab Road Accident: বর্ষবরণের রাতে অটো-গাড়ির সংঘর্ষ ! মৃত 5 - ভার্না গাড়ি অটোয় সজোরে ধাক্কা মারে

প্রাক-নববর্ষের রাত যে এমনটা হবে, তা কে জানত ? অটোয় বাড়ি ফিরছিলেন 12 জন তরতাজা যুবক ৷ ফিরতি পথে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন 5 জন ৷ বাকিদের অবস্থাও আশঙ্কাজনক (terrible accident at Amritsar-Attari Road Gharinda Chowk) ৷

Road Accident
গাড়ি দুর্ঘটনা
author img

By

Published : Jan 1, 2023, 1:21 PM IST

অমৃতসর, 1 জানুয়ারি: নববর্ষের রাতে প্রাণ হারালেন চার যুবক ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অমৃতসরের আত্তারি রোড এলাকার ঘরিদান চৌকে ৷ সূত্রে জানা গিয়েছে, অটোতে 12 জন যুবক ছিলেন ৷ তাঁরা খাসা এলাকায় কাজ করতেন ৷ দলজিৎ সিং জানিয়েছেন, সবাই স্থানীয় নেস্থা গ্রামের বাসিন্দা ৷ তাঁরা ওই অটোয় বাড়ি ফিরছিলেন ৷ রাস্তায় দ্রুতগতিতে উলটো দিক থেকে আসা একটি গাড়ি অটোয় সজোরে ধাক্কা মারে ৷ এতে একজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান ৷ পরে হাসপাতালে আরও 4 জনের মৃত্যু হয় ৷ বাকিদের অবস্থাও আশঙ্কাজনক (terrible road accident took place at Amritsar Attari Road and Gharindan Chowk) ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখেছে পুলিশ ।

বিস্তারিত আসছে...

অমৃতসর, 1 জানুয়ারি: নববর্ষের রাতে প্রাণ হারালেন চার যুবক ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অমৃতসরের আত্তারি রোড এলাকার ঘরিদান চৌকে ৷ সূত্রে জানা গিয়েছে, অটোতে 12 জন যুবক ছিলেন ৷ তাঁরা খাসা এলাকায় কাজ করতেন ৷ দলজিৎ সিং জানিয়েছেন, সবাই স্থানীয় নেস্থা গ্রামের বাসিন্দা ৷ তাঁরা ওই অটোয় বাড়ি ফিরছিলেন ৷ রাস্তায় দ্রুতগতিতে উলটো দিক থেকে আসা একটি গাড়ি অটোয় সজোরে ধাক্কা মারে ৷ এতে একজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান ৷ পরে হাসপাতালে আরও 4 জনের মৃত্যু হয় ৷ বাকিদের অবস্থাও আশঙ্কাজনক (terrible road accident took place at Amritsar Attari Road and Gharindan Chowk) ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখেছে পুলিশ ।

বিস্তারিত আসছে...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.