ETV Bharat / bharat

Blast In Bhagalpur : বিস্ফোরণে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ভাগলপুরে এক শিশু-সহ মৃত 12 - 10 15 people trapped under the debris of the collapsed building

পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় দুর্ঘটনায় ভেঙে পড়া বাড়িটির ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে অন্ততপক্ষে 15 জনকে উদ্ধার করা হয় (10-15 people trapped under the debris of the collapsed building) ৷ স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় 12 জনের ৷

Blast In Bhagalpur
বিস্ফোরণে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, বিহারের ভাগলপুরে এক শিশু-সহ মৃত 7
author img

By

Published : Mar 4, 2022, 10:39 AM IST

Updated : Mar 4, 2022, 2:42 PM IST

পটনা, 4 মার্চ : বৃহস্পতিবার রাত 11টা নাগাদ বিস্ফোরণে কেঁপে উঠল বিহারের ভাগলপুর জেলার কাজবলিচক এলাকা ৷ অভিঘাত এতটাই যে, বিস্ফোরণে ভেঙে পড়েছে একটি তিনতলা বাড়ি ৷ পুলিশ স্টেশনের 100 মিটারের মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী একাধিক বাড়িও ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক শিশু-সহ 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Several died in a major blast at Bhagalpur) ৷

পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় দুর্ঘটনায় ভেঙে পড়া বাড়িটির ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে অন্ততপক্ষে 15 জনকে উদ্ধার করা হয় (At least 15 people trapped under the debris of the collapsed building) ৷ স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় 12 জনের ৷ এদের মধ্যে একটি শিশুও রয়েছে ৷ প্রাথমিক অনুসন্ধানে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা ৷ তাদের দাবি, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি ছিল অবৈধ বাজি তৈরির কারখানা ৷

আরও পড়ুন : Soldiers Death in UP : উত্তরপ্রদেশে পথদুর্ঘটনায় মৃত 3 জওয়ান, জখম 2

যদিও পুলিশ সূত্রে বিস্ফোরণের পিছনে স্পষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি ৷ ফরেনসিক দলের তদন্ত রিপোর্ট না-পেয়ে ভাগলপুরের জেলাশাসক সুব্রত সেনও বিস্ফোরণের সঠিক কোনও কারণ সংবাদমাধ্যমের সামনে খোলসা করেননি ৷ উদ্ধারকাজ জারি থাকায় মৃত্যুর সংখ্যাও স্পষ্ট করেননি তিনি ৷

পটনা, 4 মার্চ : বৃহস্পতিবার রাত 11টা নাগাদ বিস্ফোরণে কেঁপে উঠল বিহারের ভাগলপুর জেলার কাজবলিচক এলাকা ৷ অভিঘাত এতটাই যে, বিস্ফোরণে ভেঙে পড়েছে একটি তিনতলা বাড়ি ৷ পুলিশ স্টেশনের 100 মিটারের মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী একাধিক বাড়িও ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক শিশু-সহ 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Several died in a major blast at Bhagalpur) ৷

পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় দুর্ঘটনায় ভেঙে পড়া বাড়িটির ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে অন্ততপক্ষে 15 জনকে উদ্ধার করা হয় (At least 15 people trapped under the debris of the collapsed building) ৷ স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় 12 জনের ৷ এদের মধ্যে একটি শিশুও রয়েছে ৷ প্রাথমিক অনুসন্ধানে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা ৷ তাদের দাবি, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি ছিল অবৈধ বাজি তৈরির কারখানা ৷

আরও পড়ুন : Soldiers Death in UP : উত্তরপ্রদেশে পথদুর্ঘটনায় মৃত 3 জওয়ান, জখম 2

যদিও পুলিশ সূত্রে বিস্ফোরণের পিছনে স্পষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি ৷ ফরেনসিক দলের তদন্ত রিপোর্ট না-পেয়ে ভাগলপুরের জেলাশাসক সুব্রত সেনও বিস্ফোরণের সঠিক কোনও কারণ সংবাদমাধ্যমের সামনে খোলসা করেননি ৷ উদ্ধারকাজ জারি থাকায় মৃত্যুর সংখ্যাও স্পষ্ট করেননি তিনি ৷

Last Updated : Mar 4, 2022, 2:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.