চুরু(রাজস্থান), 7 সেপ্টেম্বর: ট্রাক ও বোলেরোর সংঘর্ষে রাজস্থানে মৃত্যু হয়েছে 5 জনের ৷ শিশু ও বৃদ্ধ মিলিয়ে আহতের সংখ্যা কমপক্ষে 6 জন ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ দুর্ঘটনার পরেই এলাকায় হইচই পড়ে যায় ৷ জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়েছে ৷ দুর্ঘটনার খবর পেয়ে ভানিপুরা ও সরদারশহর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থতি হয় ৷
ঘটনা প্রসঙ্গেই সরদার শহরের পুলিশ আধিকারিক মদনলাল বিষ্ণোই জানিয়েছেন, বোলেরোর যাত্রীরা সকলেই রাজাসার গ্রামের বাসিন্দা । হনুমানগড় থেকে বিরামসার ধাম দর্শন করে ফিরছিলেন তাঁরা । সাভার ও সাদাসারের এলাকায় পৌঁছতেই একটি পুণ্যার্থীদের বোলেরোটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচ জনের ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
আহতদের অন্যত্র রেফার করা হয়েছে: সর্দারশহর পুলিশ অফিসার মদনলাল বিষ্ণোই আরও জানান, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ গুরুতর আহত 6 জনের অবস্থা সংকটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ৷ তিনি জানান, সরদারশহর সরকারি হাসপাতালে পাঁচটি শিশুর চিকিৎসা চলছে । বোলেরোর আরোহীরা সকলেই সবাই হনুমানগড়ের বিরামসার ধাম ঘুরে আসছিল ৷ সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও বোলেরোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ।
দুর্ঘটনার খবর পেয়ই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার কাজ শুরু করেছে ৷
আরও পডু়ন: প্রেমিকের বুকে ছুরি চালিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার মহিলা