ETV Bharat / bharat

Madhya Pradesh Bus Accident: মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 13; ক্ষতিপূরণ ঘোষণা মোদির, শোকপ্রকাশ মমতার - নর্মদায় পড়ল বাস

মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা ৷ নর্মদায় পড়ে গেল মহারাষ্ট্রের সরকারি বাস (Bus falls into Narmada river)৷ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে (Passenger bus fell in Narmada river)৷

several died As Bus Headed To Pune Falls Into Narmada River In Madhya Pradesh
মধ্যপ্রদেশে নর্মদায় পড়ল বাস, মৃত 8; চলছে উদ্ধারকাজ
author img

By

Published : Jul 18, 2022, 12:35 PM IST

Updated : Jul 18, 2022, 5:49 PM IST

ধার (মধ্যপ্রদেশ), 18 জুলাই: মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা ৷ নর্মদা নদীতে পড়ে গেল মহারাষ্ট্রের সরকারি বাস ৷ এই দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে ৷ নদী থেকে উদ্ধার করা হয়েছে 15 জনকে (Bus falls into Narmada river)৷

ইন্দোর থেকে পুনের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি ৷ ধার জেলার খালঘাটের কাছে বাসটি পিচ্ছিল রাস্তায় চাকা পিছলে নিয়ন্ত্রণ হারায় (Madhya Pradesh Bus Accident)৷ এরপর ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি ৷ জানা গিয়েছে, বাসটিতে 40 জন যাত্রী ছিলেন (Passenger bus fell in Narmada river)৷

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তিনি টুইটে লেখেন, "দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জেলা প্রশাসনের দল ৷ বাসটিকে তোলা হয়েছে ৷ খারগোন, ধার প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছি ৷ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা ! স্কুল পড়ুয়া-সহ 16 জনের মৃত্যুর আশঙ্কা

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷

  • Shocked and grieved to know of the tragic road accident in MP today with a Pune-bound bus drowned in the Narmada river and several killed. Condolences to relatives, solidarity to all.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিকে, মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আহতদের জন্য 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

ধার (মধ্যপ্রদেশ), 18 জুলাই: মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা ৷ নর্মদা নদীতে পড়ে গেল মহারাষ্ট্রের সরকারি বাস ৷ এই দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে ৷ নদী থেকে উদ্ধার করা হয়েছে 15 জনকে (Bus falls into Narmada river)৷

ইন্দোর থেকে পুনের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি ৷ ধার জেলার খালঘাটের কাছে বাসটি পিচ্ছিল রাস্তায় চাকা পিছলে নিয়ন্ত্রণ হারায় (Madhya Pradesh Bus Accident)৷ এরপর ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি ৷ জানা গিয়েছে, বাসটিতে 40 জন যাত্রী ছিলেন (Passenger bus fell in Narmada river)৷

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তিনি টুইটে লেখেন, "দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জেলা প্রশাসনের দল ৷ বাসটিকে তোলা হয়েছে ৷ খারগোন, ধার প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছি ৷ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা ! স্কুল পড়ুয়া-সহ 16 জনের মৃত্যুর আশঙ্কা

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷

  • Shocked and grieved to know of the tragic road accident in MP today with a Pune-bound bus drowned in the Narmada river and several killed. Condolences to relatives, solidarity to all.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিকে, মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আহতদের জন্য 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

Last Updated : Jul 18, 2022, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.