ETV Bharat / bharat

Bus Crashes in Nainital: নৈনিতালে খাদে পড়ল বাস, মৃত পাঁচ মহিলা-শিশু-সহ কমপক্ষে 7 - প্রায় 33 জনকে নিয়ে খাদে পড়ে যায় বাসটি

7 People Killed After Bus Crashes in Nainital: হরিয়ানা থেকে উত্তরাখণ্ডগামী বাসটিতে 33 জন যাত্রী ছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷ তাঁদের মধ্যে এখনও পর্যনেত সাতজনের মৃত্যু হয়েছে ৷

প্রায় 33 জনকে নিয়ে খাদে পড়ে যায় বাসটি
Bus Crashes in Nainital
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 10:43 AM IST

Updated : Oct 9, 2023, 10:58 AM IST

নৈনিতাল, 9 অক্টোবর: প্রায় 33 জনকে নিয়ে 200 মিটার গভীর খাদে পড়ল বাস। রবিবার হরিয়ানা থেকে উত্তরাখণ্ডের নৈনিতালে বাসটি আসছিল ৷ তখনই ঘটে বিপত্তি! এই ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্ততপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মৃতদের মধ্যে একটি শিশু, পাঁচজন মহিলা ও একজন পুরুষ ছিলেন ৷ বাকি 26 জনকে উদ্ধার করার কাজ এখনও চলছে ৷ রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) তরফে এমনটাই জানানো হয়েছে ৷

এদিন হরিয়ানা থেকে আসা বাসটি নৈনিতালের কালাধুঙ্গি সড়ক দিয়ে যাচ্ছিল। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে মোট 33 জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ, প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র আধিকারিক ও কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে এসডিআরএফ সিভিল পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে ৷

কমান্ড্যান্ট এসডিআরএফ মণিকান্ত মিশ্রের নির্দেশ অনুসারে, পোস্ট রুদ্রপুর, নৈনিতাল এবং খয়েরনা থেকে এসডিআরএফ উদ্ধারকারী দলগুলি উদ্ধারের জন্য অবিলম্বে ঘটনাস্থলে রওনা দেয় ৷ ঘটনাস্থলে পৌঁছনোর পরে দেখা যায় যে ওই বাসে 33 জন ছিলেন । আরও জানা যায়, হরিয়ানার হিসার থেকে নৈনিতাল বেড়াতে আসছিলেন এই 33 জন। বাসটি আচমকাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং প্রায় 200 মিটার গভীর খাদে পড়ে যায় ৷ তাতেই মৃত্যু হয় সাতজনের ৷ মৃতদের মধ্যে একটি শিশু, পাঁচজন মহিলা ও একজন পুরুষ ছিলেন ৷ তাঁদের নাম পরিচয় এখনও জানা যায়নি ৷

এসডিআরএফের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এনডিআরএফ, স্থানীয় পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী ইউনিটের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান চালায়। রাতের অন্ধকার ও চরম প্রতিকূল পরিবেশে বাসে থাকা 26 জন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে বাস

নৈনিতাল, 9 অক্টোবর: প্রায় 33 জনকে নিয়ে 200 মিটার গভীর খাদে পড়ল বাস। রবিবার হরিয়ানা থেকে উত্তরাখণ্ডের নৈনিতালে বাসটি আসছিল ৷ তখনই ঘটে বিপত্তি! এই ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্ততপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মৃতদের মধ্যে একটি শিশু, পাঁচজন মহিলা ও একজন পুরুষ ছিলেন ৷ বাকি 26 জনকে উদ্ধার করার কাজ এখনও চলছে ৷ রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) তরফে এমনটাই জানানো হয়েছে ৷

এদিন হরিয়ানা থেকে আসা বাসটি নৈনিতালের কালাধুঙ্গি সড়ক দিয়ে যাচ্ছিল। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে মোট 33 জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ, প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র আধিকারিক ও কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে এসডিআরএফ সিভিল পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে ৷

কমান্ড্যান্ট এসডিআরএফ মণিকান্ত মিশ্রের নির্দেশ অনুসারে, পোস্ট রুদ্রপুর, নৈনিতাল এবং খয়েরনা থেকে এসডিআরএফ উদ্ধারকারী দলগুলি উদ্ধারের জন্য অবিলম্বে ঘটনাস্থলে রওনা দেয় ৷ ঘটনাস্থলে পৌঁছনোর পরে দেখা যায় যে ওই বাসে 33 জন ছিলেন । আরও জানা যায়, হরিয়ানার হিসার থেকে নৈনিতাল বেড়াতে আসছিলেন এই 33 জন। বাসটি আচমকাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং প্রায় 200 মিটার গভীর খাদে পড়ে যায় ৷ তাতেই মৃত্যু হয় সাতজনের ৷ মৃতদের মধ্যে একটি শিশু, পাঁচজন মহিলা ও একজন পুরুষ ছিলেন ৷ তাঁদের নাম পরিচয় এখনও জানা যায়নি ৷

এসডিআরএফের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এনডিআরএফ, স্থানীয় পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী ইউনিটের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান চালায়। রাতের অন্ধকার ও চরম প্রতিকূল পরিবেশে বাসে থাকা 26 জন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে বাস

Last Updated : Oct 9, 2023, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.