মুক্তাসার সাহিব, 19 সেপ্টেম্বর: মর্মান্তিক পথ দুর্ঘটনা পঞ্জাবে ৷ মঙ্গলবার শ্রী মুক্তসার সাহিব ও কোটকপুরা সড়ক সংলগ্ন ওয়ারিং গ্রামে এক ক্যানেলে পড়ে যায় একটি যাত্রীবোঝাই বাস ৷ বাসটি নিউ ডিপ বাস হিসেবে পরিচিত। বলা হচ্ছে এই বাসটি 12টা বেজে 59 মিনিটে শ্রী মুক্তসার সাহিব থেকে ছেড়েছিল । দুর্ঘটনার পর থেকে পলাতক বাসটির চালক ৷ পাঁচ মহিলা-সহ কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে ৷
কীভাবে ঘটল দুর্ঘটনা: সূত্রের খবর বাসটি যাত্রী বোঝাই ছিল ৷ বৃষ্টির কারণে দৃশ্যমানতা একটু কম ছিল ৷ তার উপর ক্যানেলটি পার কারার সময় বাসটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে ক্যানেলে পড়ে যায়। দুর্ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয় ৷ বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি ৷ তবে 8 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ প্রাথমিকভাবে অনুমান বাসটিতে 35 জন যাত্রী ছিল ৷ 10 যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন ৷ 12 জনকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷
মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ: এই দুর্ঘটনার খবর পেয়েই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও টুইট করে শোক প্রকাশ করেছেন । মুখ্যমন্ত্রী টুইটে উল্লেখ করেন প্রতি মুহূর্তের উদ্ধারকাজ সম্পর্কিত সমস্ত তথ্য তাঁরা পাচ্ছেন এবং প্রশাসনিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করছে ৷
মন্ত্রী ও বিধায়করা ঘটনাস্থলে পৌঁছেছেন: দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন ক্যাবিনেট মন্ত্রী গুরমিত সিং খুদিয়ান এবং বিধায়ক কাকা ব্রারও। ক্যানেলে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। অপরদিকে জেলা প্রশাসক ডাঃ রুহি দুগ-সহ প্রশাসনিক কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছে যান ।
1992 সালে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল: আজ থেকে 31 বছর আগে অর্থাৎ 1992 সালে পঞ্জাব রোডওয়েজের শ্রী মুক্তসার সাহিবের একটি বাস এই ক্যানেলই পড়েছিল ৷ সেই দুর্ঘটনায় শিশু-সহ প্রায় 80 জন যাত্রীর মৃত্যু হয়েছিল । জানা গিয়েছে, এই সড়কে একটি টোল প্লাজা থাকলেও নতুন কোনও ক্যানেল সেতু তৈরি হয়নি ৷
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডার ভেঙে নীচে পড়ল বাস, আহত 20
চালক ও কন্ডাক্টর পলতাক : দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও কন্ডাক্টর পলাতক ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমানস ক্যানেলের সেতুর উপর দিয়ে বাসটি যাওয়ার সময় বাসের গতি অত্যন্ত বেশি ছিল । তার উপর বৃ্ষ্টি পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার পরই বাসের চালক ও কন্ডাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷